AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lucky Bamboo: সাধের লাকি ব্যাম্বু ঠিকমতো বাড়ছেই না? কেন হচ্ছে এমনটা, সমস্যা মেটাতে যা যা করবেন

যদি দেখেন ৩-৪ মাসেও লাকি ব্যাম্বু ঠিকমতো বড় হচ্ছে না, তা হলে কী কী নজর রাখবেন?

Lucky Bamboo: সাধের লাকি ব্যাম্বু ঠিকমতো বাড়ছেই না? কেন হচ্ছে এমনটা, সমস্যা মেটাতে যা যা করবেন
সাধের লাকি ব্যাম্বু ঠিকমতো বাড়ছেই না? কেন হচ্ছে এমনটা, সমস্যা মেটাতে যা যা করবেনImage Credit: Unsplash
| Updated on: Jul 31, 2025 | 1:56 PM
Share

ইনডোর প্ল্যান্টের মধ্যে গত কয়েক বছরে জনপ্রিয়তা অর্জন করেছে লাকি ব্যাম্বু। অনেকে অফিসে কাজের টেবিলে লাকি ব্যাম্বু রাখেন। কেউ আবার এই গাছ রাখেন বেডরুমে বা বাড়ির ড্রইংরুমে। যদি দেখেন আপনার কেনা সাধের লাকি ব্যাম্বু ঠিকমতো বাড়ছে না, তা হলে বুঝতে হবে কিছু না কিছু সমস্যা রয়েছে। এই গাছটি বাস্তুশাস্ত্র মতে বেশ শুভ। তাই যদি দেখেন ৩-৪ মাসেও লাকি ব্যাম্বু ঠিকমতো বড় হচ্ছে না, তা হলে কী কী নজর রাখবেন?

বাড়ির অন্দরসজ্জায় যে সকল গাছ রাখা হয়, তার পাতা হলুদ হয়ে যাওয়া, কখনও পাতা ঝরে যাওয়া বা পাতা কুঁকড়ে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। যদি যত্ন না নেওয়া হয়, তা হলে এই সকল গাছ মরে যেতে পারে।

কেন লাকি ব্যাম্বু গাছ বাড়ছে না?

লাকি ব্যাম্বু দিনের পর দিন বড় না হলে বুঝতে হবে গাছ বড় হওয়ার উপযোগী পরিবেশ পাচ্ছে না। এই গাছের জন্য উপযুক্ত আলো ও হাওয়া দরকার। এই গাছ চড়া রোদ না হলেও, হালকা রোদেও তাড়াতাড়ি বাড়ে। এই গাছ জলেই বেড়ে ওঠে। যদিও মাঝে মাঝে গাছের পুষ্টির অভাব হতে পারে। জল এবং মাটি দুই মাধ্যমেই এই গাছ বেঁচে থাকে। তাই এই গাছ জলে বসানো হলে পরিমিত তরল সার দিতে পারেন। আবার ভুল করে বেশি সার দেবেন না। তাতে গাছ নষ্ট হতে পারে।

লাকি ব্যাম্বুর পাতা হলুদ কেন হচ্ছে?

এমনটা হওয়ার একাধিক কারণ থাকতে পারে। জলে যদি ক্লোরিন বেশি হয়, বা অতিরিক্ত সূর্যালোকে গাছ থাকে, কিংবা কোনও কারণে সারের পরিমাণ যদি বেশি হয়ে যায় তা হলে লাকি ব্যাম্বুর পাতা হলুদ হয়ে যেতে পারে।

লাকি ব্যাম্বু যদি ঠিকমতো না বাড়ে তা হলে দেখতে হবে গাছটি পর্যাপ্ত সূর্যের আলো পাচ্ছে না। চড়া রোদে গাছের বিরাট ক্ষতি হয়। গাছের গোড়ায় জলের মাত্রা ঠিক থাকতে হবে। লক্ষ্য রাখতে হবে শিকড় পচে যাচ্ছে কি না। আর মাটিতে যদি এই গাছ রাখেন, তা হলে নজর রাখতে হবে মাটি যেন উর্বর হয়।