AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2025: পুজোয় ভাসাবে নিম্নচাপের বৃষ্টি! সুরক্ষিত থাকতে হলে ব্যাগে এগুলি রাখা মাস্ট

Lifestyle Tips: বিশেষ করে অষ্টমী-নবমীতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির দিনে ভিজে গেলে যেমন মেজাজ খারাপ হয়ে যায়, তেমনই ঠান্ডা লাগা থেকে শুরু করে চুল-ত্বকেরও সমস্যা দেখা দেয়। ব্যাগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকাটা প্রয়োজন। সঠিক জিনিসপত্র থাকলে বৃষ্টির মধ্যেও আনন্দ নষ্ট হবে না। ব্যাগে কী কী রাখা মাস্ট?

Durga Puja 2025: পুজোয় ভাসাবে নিম্নচাপের বৃষ্টি! সুরক্ষিত থাকতে হলে ব্যাগে এগুলি রাখা মাস্ট
| Updated on: Sep 26, 2025 | 5:13 PM
Share

পুজো মানেই ভিড়, আনন্দ আর সারাদিনব্যাপী প্যান্ডেল হপিং। কিন্তু আবহাওয়া অফিসের পূর্বাভাস মোটেই ভাল নয়। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভাসতে পারে গোটা পুজোই। বিশেষ করে অষ্টমী-নবমীতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির দিনে ভিজে গেলে যেমন মেজাজ খারাপ হয়ে যায়, তেমনই ঠান্ডা লাগা থেকে শুরু করে চুল-ত্বকেরও সমস্যা দেখা দেয়।

ব্যাগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকাটা প্রয়োজন। সঠিক জিনিসপত্র থাকলে বৃষ্টির মধ্যেও আনন্দ নষ্ট হবে না। ব্যাগে কী কী রাখা মাস্ট?

১. ছাতা বা রেইনকোট – সবচেয়ে জরুরি জিনিস হলো একটি ভাঁজ করা ছাতা। তবে হালকা, ফোল্ডেবল রেইনকোটও রাখা ভালো। এতে ভিড়ের মাঝে সহজে ব্যবহার করা যায় এবং ভিজে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে।

২. ওয়াটারপ্রুফ ব্যাগ বা ব্যাগ কভার – বৃষ্টির দিনে সাধারণ ব্যাগে জিনিস নষ্ট হয়ে যেতে পারে। তাই ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করুন অথবা অন্তত একটি ব্যাগ কভার সঙ্গে রাখুন। এতে মোবাইল, ওয়ালেট, প্রসাধনী বা খাবার ভিজবে না।

৩. অতিরিক্ত রুমাল বা ছোট তোয়ালে – ভিজে গেলে মুখ বা হাত মুছতে একটি শুকনো তোয়ালে খুব দরকার। ছোট মাইক্রোফাইবার তোয়ালে বেশি কার্যকর কারণ এটি দ্রুত জল শুষে নেয় এবং কম জায়গা নেয়।

৪. ওয়াটারপ্রুফ পাউচ – মোবাইল, পাওয়ার ব্যাংক বা টাকার জন্য আলাদা ওয়াটারপ্রুফ পাউচ রাখুন। এতে ভিজে নষ্ট হওয়ার ভয় থাকবে না এবং আপনি নিশ্চিন্তে ছবি তুলতে পারবেন।

৫. স্যানিটাইজার ও টিস্যু – বৃষ্টির দিনে কাদা-ময়লা বেশি হয়। তাই হ্যান্ড স্যানিটাইজার ও ওয়েট টিস্যু রাখা জরুরি। এতে হাত পরিষ্কার রাখা সহজ হবে এবং স্বাস্থ্যঝুঁকিও কমবে।

৬. অতিরিক্ত মাস্ক ও ছোট প্রসাধনী কিট – ভিজে গেলে মাস্ক অস্বস্তিকর হয়ে ওঠে। তাই একটি-দুটি অতিরিক্ত মাস্ক সঙ্গে রাখুন। এছাড়া ছোট প্রসাধনী কিটে ওয়াটারপ্রুফ কajal, লিপস্টিক, হেয়ার সিরাম ইত্যাদি রাখলে সাজ নষ্ট হলেও মুহূর্তে ফ্রেশ করা সম্ভব।