Cleaning Tips: মেঝেতে তেল পড়েছে? চটচটে ভাব তুলুন এই ৩ সহজ উপায়ে
মেঝের উপর জল পড়ে গেলে, তা মুছলেই কাজ শেষ। কিন্তু ধরুন রান্নাঘরে হঠাৎ হাত ফসকে তেলের বোতল পড়ে গেল, এমন সময় মেঝের চারিদিকে তেল ছড়িয়ে যায়। তখন কাপড় দিয়ে তা মুছলেও মেঝে থেকে তেলের পিচ্ছিল ভাব যায় না।

ঘরবাড়ির মেঝে পরিষ্কারের জন্য জল অপরিহার্য। মেঝের উপর জল পড়ে গেলে, তা মুছলেই কাজ শেষ। কিন্তু ধরুন রান্নাঘরে হঠাৎ হাত ফসকে তেলের বোতল পড়ে গেল, এমন সময় মেঝের চারিদিকে তেল ছড়িয়ে যায়। তখন কাপড় দিয়ে তা মুছলেও মেঝে থেকে তেলের পিচ্ছিল ভাব যায় না। অসাবধানতাবশত সেই জায়গা দিয়ে পেরোতে গেলে পা পিছলে যে কেউ পড়ে যেতে পারেন। তাতে ঘটতে পারে মহাবিপদ। জেনে নিন মেঝেতে তেল পড়ার পর তার তৈলাক্ত ভাব পুরো পরিষ্কারের টিপস।
বাড়ির কোনও জায়গার মেঝেতে তেল পড়লে যে উপায়ে পরিষ্কার করবেন—
১) প্রথমেই মাথায় রাখতে হবে যে, মেঝেতে তেল পড়লে তা জল দিয়ে মোছার চেষ্টা করবেন না। খবরের কাগজ বা ব্লটিং পেপার দিয়ে মেঝের তেল মুছতে পারেন। তাতে ওই খবরের কাগজ বা ব্লটিং পেপার তেল শুষে নিতে পারবে।
২) এরপর জল নিন। তাতে কয়েক ফোঁটা লিকুইড সাবান গুলে নিন। একটি পরিষ্কার কাপড় নিয়ে ওই লিকুইডে ভিজিয়ে মেঝে ঘষে ঘষে মুছতে হবে। যার ফলে তেলতেলে ভাব অনেকটাই কমে যায়। তবে অনেক সময় খুব ঘন বা চিটচিটে তেল পড়ে গেলে পিচ্ছিল ভাব কাটে না।
৩) প্রথম দুই ধাপে যদি সমস্যার সমাধান না হয়, তা হলে তৃতীয় ধাপে তেল পড়ে যাওয়া জায়গাটিতে বেকিং সোডা ছড়ান। ১০ মিনিট পরে সাবান গোলা জল দিয়ে মেঝে মুছতে হবে। পর পর এই তিন ধাপ মানলে মেঝে পরিষ্কার হয়ে যাবে।
উল্লেখ্য, এই তিন ধাপ মেনে মেঝে মোছার সময় লক্ষ্য রাখতে হবে যেন মেঝেতে অতিরিক্ত জল বা সাবান না লেগে থাকে। তা হলে কিন্তু অন্য সমস্যা হতে পারে। যে কেউ পা পিছলে পড়ে যেতে পারেন।
