Lips Care Tips: পুজোর আগে পান প্রিয়ঙ্কার মতো লাস্যময়ী ঠোঁট! রাতে করতে হবে এই কাজ
Pink Lips: ঠোঁট শুকনো হয়ে যাওয়া, জেল্লা হারানো, কালো হয়ে যাওয়া বা ফেটে যাওয়ার নেপথ্যে থাকে নানা কারণ। শরীরে জলশূন্যতা, রোদে বেশি সময় থাকা বা কেমিক্যাল-ভিত্তিক পণ্য অতিরিক্ত ব্যবহার করার ফলে ঠোঁট অনেক সময় শুষ্ক ও কালচে হয়ে যায়।

নরম গোলাপি ঠোঁট পাওয়ার আকাঙ্ক্ষা থাকে প্রায় সকলেরই। সুন্দর ঠোঁট আপনাকে যতটা আকর্ষণীয় করে তুলতে পারে, তা বোধহয় আর কিছুতে হয় না। একই সঙ্গে বাড়ায় আপনার আত্মবিশ্বাস।
ঠোঁট শুকনো হয়ে যাওয়া, জেল্লা হারানো, কালো হয়ে যাওয়া বা ফেটে যাওয়ার নেপথ্যে থাকে নানা কারণ। শরীরে জলশূন্যতা, রোদে বেশি সময় থাকা বা কেমিক্যাল-ভিত্তিক পণ্য অতিরিক্ত ব্যবহার করার ফলে ঠোঁট অনেক সময় শুষ্ক ও কালচে হয়ে যায়। এই সমস্যা থেকে পুজোর আগেই মুক্তি পাওয়া সম্ভব। সেজন্য রাতের বেলায় ঠোঁটের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। ঘুমের সময় ঠোঁটের কোষ পুনর্গঠিত হয়, আর্দ্রতা ফিরে পায় এবং সতেজ হয়ে ওঠে। কীভাবে যত্ন নেবেন ঠোঁটের?
প্রাকৃতিক উপাদান ব্যবহার ও নিয়মিত যত্নের মাধ্যমে ঠোঁটে আর্দ্রতা ফিরিয়ে আনা, রং হালকা করা এবং মসৃণ টেক্সচার বজায় রাখা সম্ভব। রইল নরম, কোমল আর দাগহীন ঠোঁট ফিরে পাওয়ার টিপস।
১। প্রাকৃতিক লিপ বাম ব্যবহার করুন – শিয়া বাটার, কোকো বাটার, বাদামের তেল বা নারকেল তেল মিশ্রিত লিপ বাম বেছে নিন। এগুলো আর্দ্রতা ধরে রাখে এবং ঘুমের মধ্যে ফাটা ঠোঁট সারিয়ে তোলে। অতিরিক্ত সুগন্ধি বা কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহার এড়িয়ে চলুন।
২। অ্যালোভেরা জেল লাগান – অ্যালোভেরায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও শীতল প্রভাব। টাটকা অ্যালোভেরা জেলের পাতলা স্তর ঠোঁটে লাগালে তা ঠোঁটকে আর্দ্র রাখে এবং ধীরে ধীরে কালচে ভাব কমায়।
৩। ঘুমানোর আগে হালকা এক্সফোলিয়েট করুন – সপ্তাহে এক বা দু’দিন মধু ও চিনি মিশিয়ে ঠোঁট আলতোভাবে স্ক্রাব করুন। এতে মৃত কোষ দূর হয় এবং লিপ ট্রিটমেন্ট ভালোভাবে শোষিত হয়। তবে বেশি ঘষাঘষি করবেন না, এতে ঠোঁট আরও শুষ্ক হয়ে যেতে পারে।
৪। দুধ ও হলুদের টোটকা – ঠোঁটের কালচে ভাব দূর করতে দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। নিয়মিত ব্যবহার করলে কালো দাগ হালকা হয়ে প্রাকৃতিক গোলাপি আভা ফিরে আসে।
৫। গোলাপের পাপড়ি ও মধুর মাস্ক – গোলাপের পাপড়ি বেটে তার সঙ্গে মধু মিশিয়ে নিন। এটি রাতভর ঠোঁটে লাগিয়ে রাখলে ঠোঁট গভীরভাবে আর্দ্র হবে এবং প্রাকৃতিক লালচে রং ফুটে উঠবে।
