AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hair Care Tips: পুজোর আগেই চুল স্ট্রেট করিয়েছেন? বৃষ্টির জল-ঘাম পেরিয়ে কীভাবে তা ভাল রাখবেন?

Hair Care Tips: স্ট্রেটনিং করা চুল রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, ফলে তা সহজেই শুষ্ক, ভঙ্গুর বা নিস্তেজ হয়ে যেতে পারে। তাই কিছু সহজ টিপস মেনে চললে সারাদিনের ব্যস্ততা ও ঘামে হলেও চুলকে মসৃণ ও সুন্দর রাখা সম্ভব।

Hair Care Tips: পুজোর আগেই চুল স্ট্রেট করিয়েছেন? বৃষ্টির জল-ঘাম পেরিয়ে কীভাবে তা ভাল রাখবেন?
| Updated on: Sep 26, 2025 | 7:17 PM
Share

পুজোর দিন মানেই নতুন পোশাক, সাজগোজ আর বন্ধুবান্ধবদের সঙ্গে সারাদিনব্যাপী প্যান্ডেল হপিং। ভিড়, গরম, আর ঘামে চুলের অবস্থা খারাপ হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। যাদের চুল স্ট্রেটনিং করা, তাঁদের ক্ষেত্রে সমস্যা আরও বেড়ে যায়। কারণ স্ট্রেটনিং করা চুল রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, ফলে তা সহজেই শুষ্ক, ভঙ্গুর বা নিস্তেজ হয়ে যেতে পারে। তাই কিছু সহজ টিপস মেনে চললে সারাদিনের ব্যস্ততা ও ঘামে হলেও চুলকে মসৃণ ও সুন্দর রাখা সম্ভব।

সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন – পুজোর দিন বা পরের দিন বাড়ি ফিরেই হালকা সালফেট-মুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এতে ঘাম, ধুলো ও ময়লা দূর হবে, কিন্তু স্ট্রেটনিং-এর ক্ষতি হবে না।

কন্ডিশনার কখনও বাদ দেবেন না – স্ট্রেটনিং করা চুলে আর্দ্রতার অভাব দেখা দেয়। তাই প্রতিবার শ্যাম্পুর পরে ভালো কন্ডিশনার লাগানো জরুরি। এটি চুলকে মসৃণ রাখে ও ফ্রিজি হওয়া কমায়।

লিভ-ইন সিরাম বা কন্ডিশনার ব্যবহার – প্যান্ডেল হপিংয়ের আগে বা পরে হালকা লিভ-ইন সিরাম ব্যবহার করুন। এতে চুলে প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়, যা গরম ও আর্দ্রতা থেকে রক্ষা করে।

চুল বাঁধুন হালকাভাবে – পুজোর ভিড়ে ঘামে ভিজে চুল জট পাকিয়ে যেতে পারে। তাই চুল খোলা না রেখে হালকা বেণি, পনিটেল বা খোঁপা করুন। এতে চুল কম জটাবে এবং ভেঙেও যাবে না।

হিট টুল ব্যবহার এড়িয়ে চলুন – স্ট্রেটনিং করা চুলে অতিরিক্ত হিট টুল যেমন কার্লার বা ব্লো-ড্রায়ার ব্যবহার করবেন না। এগুলো চুলকে আরও শুষ্ক ও দুর্বল করে দেয়। প্রাকৃতিকভাবে শুকোতে দিন।

ড্রাই শ্যাম্পু রাখুন সঙ্গে – সারাদিন বাইরে ঘোরার পর মাথা খুব ঘেমে গেলে সাথে ড্রাই শ্যাম্পু রাখতে পারেন। এটি তেলের ভাব কমাবে এবং চুলকে ঝকঝকে দেখাবে।

চুলে হাত না দেওয়া – ঘামে ভেজা অবস্থায় বারবার চুলে হাত দিলে ময়লা ও তেল চুলে জমে আরও চিটচিটে করে দেয়। তাই যতটা সম্ভব চুলে হাত দেওয়া এড়িয়ে চলুন।

ডিপ কন্ডিশনিং মাস্ক ব্যবহার – পুজোর পরদিন বা দু’দিন পর চুলে ডিপ কন্ডিশনিং মাস্ক বা হেয়ার স্পা করুন। এতে চুলের ভেতরে আর্দ্রতা ফিরে আসবে এবং স্ট্রেটনিং-এর পরও চুল উজ্জ্বল থাকবে।