Solo Trips for Women: মহিলাদের সোলো ট্রিপে জন্য আদর্শ ভারতের এই ৩ জায়গা, যাবেন নাকি?
Travel Destinations: সোলো ট্রিপে গেলে যেমন অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করা যায়, তেমনই দায়িত্ববান হয়ে ওঠেন আপনি। পরিবহণ থেকে রাত কাটানোর ব্যবস্থা সবকিছু একা হাতেই সামলাতে হয়। কিন্তু আপনি যে জায়গাটায় বেড়াতে যাচ্ছেন, সেটা নিরাপদ তো? মহিলাদের ক্ষেত্রে বেশি করে এই চিন্তা মাথায় আসে।
কেউ সঙ্গীর অভাবে আবার কেউ অ্যাডভেঞ্চারের খোঁজে সোলো ট্রিপে যেতে পছন্দ করেন। সোলো ট্রিপে গেলে যেমন অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করা যায়, তেমনই দায়িত্ববান হয়ে ওঠেন আপনি। পরিবহণ থেকে রাত কাটানোর ব্যবস্থা সবকিছু একা হাতেই সামলাতে হয়। এমনকী রাস্তায় বিপদে পড়লেও অচেনা মানুষের থেকেই তখন সাহায্য চাইতে হয়। কিন্তু আপনি যে জায়গাটায় বেড়াতে যাচ্ছেন, সেটা নিরাপদ তো? মহিলাদের ক্ষেত্রে বেশি করে এই চিন্তা মাথায় আসে। তবে, ভারতবর্ষে এমন অনেক পর্যটন কেন্দ্র রয়েছে, যেখানে মহিলারা নিশ্চিন্তে সোলো ট্রিপে যেতে পারবেন। এমনই ৩টি জায়গার খোঁজ রইল আপনার জন্য।
গোয়া: সোলো ট্রিপে সমুদ্র সৈকতে বেড়াতে যেতে চান? বেছে নিতে পারেন গোয়াকে। পর্তুগিজ ইতিহাস, প্রাচীন স্থাপত্য আর পশ্চিমঘাট ও আরব সাগরের নৈসর্গিক দৃশ্য আপনার সোলো ট্রিপকে চিরস্মরণীয় করে রাখবে। গোয়ায় ঘুরে দেখার জন্য স্কুটিও ভাড়া পাওয়া যায়। আর বেশিদিন থাকার ইচ্ছে হলে এয়ারবিএনবি রয়েছে। তাই কম খরচে ঘুরতেও পারবেন। তাছাড়া মহিলারা একা গোয়া গেলে কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না।
নৈনিতাল: উত্তরাখণ্ডের জনপ্রিয় শৈলশহর ও পর্যটন কেন্দ্র নৈনিতাল। ছোট্ট হ্রদকে কেন্দ্র করে গড়ে উঠেছে গোটা শহর। কুমায়নের কোলে অবস্থিত এই শৈলশহর মহিলাদের সোলো ট্রিপের জন্য আদর্শ। পাহাড়ের কোলে ধাপে-ধাপে রয়েছে হোটেল, ক্যাফে ও রেস্তোরাঁ। আর লেকের ধারে রয়েছে মার্কেট। এই লেকের পাশ থেকে দু’চাকা ভাড়া করে ঘুরে নিতে পারেন গোটা শৈলশহর। এছাড়া যেতে পারেন নয়না দেবীর মন্দির, ভীমতাল, সাততালের মতো পর্যটন কেন্দ্রগুলোতে।
গ্যাংটক: বাড়ির কাছে সোলো ট্রিপ করতে চাইলে বেছে নিতে পারেন সিকিমের রাজধানী গ্যাংটককে। প্রাকৃতিক বিপর্যয়ের পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে গ্যাংটক বেড়াতে যাওয়া সুরক্ষিত কিনা। বর্তমানে পর্যটকদের জন্য খোলাই রয়েছে গ্যাংটকের দরজা। তিব্বত ও বৌদ্ধ সংস্কৃতি সম্পর্কে জানতে আপনি যেতে পারেন গ্যাংটকে। গ্যাংটকের ম্যালে বসে আইসক্রিমও খেতে পারেন। আবার রোপওয়ে চেপে এই শৈলশহরের সৌন্দর্যও উপভোগ করতে পারেন কোনও সঙ্গী ছাড়াই। গ্যাংটক থেকে নাথু লা, ছাঙ্গু লেকও ঘুরে নিতে পারেন খুব সহজেই।