Destination for Senior Citizens: আসন্ন শীতে বয়স্ক বাবা-মাকে নিয়ে কোথায় যাবেন? রইল ৩টি জায়গার খোঁজ
Travel Tips: বয়স বাড়লে পাহাড়ের ওঠা-নামা এবং নিঃশ্বাসের সমস্যা দেখা দেয়। আবার সমুদ্র গেলে সেখানেও নিশ্চিন্ত হয়ে বসে থাকা যায় না। অন্যদিকে, বয়স্ক মানুষদের নিয়ে জঙ্গল সাফারিতে যেতেও সাহস পান না অনেকে। তাই ভারতের ধর্মীয় স্থানগুলোই বেশিরভাগ ক্ষেত্রে বেছে নেন বয়স্ক বাবা-মাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য।
বেড়াতে যেতে সকলেরই ভাল লাগে। কিন্তু বাড়িতে বয়স্ক বাবা-মা থাকলে তাঁদের নিয়ে কোথায় যাওয়া যায়, এই চিন্তা অনেকেরই। কারণ বয়স বাড়লে পাহাড়ের ওঠা-নামা এবং নিঃশ্বাসের সমস্যা দেখা দেয়। আবার সমুদ্র গেলে সেখানেও নিশ্চিন্ত হয়ে বসে থাকা যায় না। অন্যদিকে, বয়স্ক মানুষদের নিয়ে জঙ্গল সাফারিতে যেতেও সাহস পান না অনেকে। তাই ভারতের ধর্মীয় স্থানগুলোই বেশিরভাগ ক্ষেত্রে বেছে নেন বয়স্ক বাবা-মাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। তবে, ভারতে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে আপনি বয়স্ক বাবা-মাকে নিয়ে বেড়াতে যেতে পারবেন। এমন ৩টি জায়গার খোঁজ রইল আপনার জন্য।
হাম্পি: কর্ণাটকের হাম্পি বেড়াতে যেতে পারেন বয়স্ক বাবা-মায়ের সঙ্গে। তুঙ্গভদ্রা নদীর তীরে প্রায় ১৬ বর্গমাইল অঞ্চল জুড়ে অবস্থিত হাম্পির ধ্বংসাবশেষ। এক সময় এটি ছিল মধ্যযুগের দ্বিতীয় সর্ব্ববৃহৎ শহর। হাম্পিকে ইউনেস্কোর (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। হাম্পিতে ঘুরে দেখুন বিরূপাক্ষ মন্দির। এছাড়া যেতে পারেন বেলুর, হালেবিদ এবং সোমনাথপুরার মন্দির। হোয়সালাও সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে।
কুর্গ: সবুজের মাঝে বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে চান? যেতে পারেন কুর্গে। দক্ষিণ ভারতের ‘স্কটল্যান্ড’ বলা হয় কুর্গকে। এখানকার শান্ত, শীতল পরিবেশ ছোট থেকে বড় সবার মন কেড়ে নেবে। কুর্গের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এখানকার জলপ্রপাতগুলো খুবই জনপ্রিয়। বাবা-মায়ের বয়স ৬০ পেরোলেও এই পাহাড়ি পর্যটন কেন্দ্রে যেতে খুব বেশি সমস্যা হবে না। হাওড়া থেকে ট্রেনে চেপে মাইসোর পৌঁছে যান। সেখান থেকে গাড়ি করে সোজা কুর্গ। আর বিমানে চেপে গেলে আপনাকে নামতে হবে ম্যাঙ্গালোর বিমানবন্দরে। সেখান থেকে সড়কপথ ১৩৬ কিলোমিটারের রাস্তা কুর্গ।
বেনারস: বয়স্ক বাবা-মাকে নিয়ে বেশিরভাগ মানুষ তীর্থক্ষেত্রেই বেড়াতে যান। কিন্তু বেনারস তীর্থক্ষেত্রের থেকেও অনেক বেশি কিছু। এখানকার ঘাটে বসে গঙ্গারতি দেখার অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকার মতো। মন্দিরের সংখ্যাও কম নেই এই শহরে। তবে, ভোজনরসিক হয়ে থাকলে বেনারস স্ট্রিট ফুড আপনার মন জয় করে নেবে। কচুড়ি থেকে শুরু করে বেনারসের চাট, মালাই ইত্যাদি অবশ্যই চেখে দেখবেন। ইচ্ছে হলে সকালবেলা মা-বাবাকে নিয়ে যেতে পারেন নৌকাবিহারে।