Dawaipani: বছরভর মেঘেদের আনাগোনা, কীসের টানে পর্যটকদের ভিড় দাওয়াইপানিতে?

Darjeeling: পুজোর ছুটিতে কাছে-পিঠে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? দার্জিলিংয়ের খুব কাছেই লুকিয়ে রয়েছে এই পাহাড়ি গ্রাম।

| Edited By: | Updated on: Aug 24, 2022 | 12:32 PM
গরম কফির কাপে চুমুক দিতে দিতে হোমস্টে-এর জানলায় দাঁড়ালেই ধরা দেবে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। গ্রামের যে অংশেই যাবে গোটা অংশ জুড়ে শুধুই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। ভাবছেন এমন গ্রাম কোথায় রয়েছে? ঠিকানা হল দাওয়াইপানি।

গরম কফির কাপে চুমুক দিতে দিতে হোমস্টে-এর জানলায় দাঁড়ালেই ধরা দেবে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। গ্রামের যে অংশেই যাবে গোটা অংশ জুড়ে শুধুই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। ভাবছেন এমন গ্রাম কোথায় রয়েছে? ঠিকানা হল দাওয়াইপানি।

1 / 6
শান্ত, নিরিবিলি, ছোট্ট পাহাড়ি গ্রাম। হাওয়া-পানি বদল করতে ঘুরে আসতে পারেন দাওয়াইপানি। 'দাওয়াই' কথাটার অর্থ ওষুধ। আর 'পানি' মানে জল-হাওয়া। সুতরাং উত্তরবঙ্গের এই গ্রামে এলে আপনার শরীর আর মন দুটোই ভাল হয়ে যাবে নিমেষে।

শান্ত, নিরিবিলি, ছোট্ট পাহাড়ি গ্রাম। হাওয়া-পানি বদল করতে ঘুরে আসতে পারেন দাওয়াইপানি। 'দাওয়াই' কথাটার অর্থ ওষুধ। আর 'পানি' মানে জল-হাওয়া। সুতরাং উত্তরবঙ্গের এই গ্রামে এলে আপনার শরীর আর মন দুটোই ভাল হয়ে যাবে নিমেষে।

2 / 6
দার্জিলিং থেকে এক ঘণ্টার পথ দাওয়াইপানি। আর শিলিগুড়ি দিয়ে গেলে গাড়িতে সময় লাগবে মাত্র দেড় ঘণ্টা। দার্জিলিং থেকে বেশ উঁচুতে অবস্থিত হলেও ঘুম স্টেশন থেকে মাত্র কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন দাওয়াইপানি।

দার্জিলিং থেকে এক ঘণ্টার পথ দাওয়াইপানি। আর শিলিগুড়ি দিয়ে গেলে গাড়িতে সময় লাগবে মাত্র দেড় ঘণ্টা। দার্জিলিং থেকে বেশ উঁচুতে অবস্থিত হলেও ঘুম স্টেশন থেকে মাত্র কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন দাওয়াইপানি।

3 / 6
প্রায় ৬ হাজার ফুট উচ্চতা থেকে যে সাদায় মোড়া কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যাবে তা বলা বাহুল্য। বরং বলা চলে, দাওয়াইপানি থেকে ধরা দেবে হিমালয়ের এক প্যানোরমিক ভিউ। তার মধ্যে নেপাল ও ভুটান হিমালয়ের নামজাদা শৃঙ্গও রয়েছে।

প্রায় ৬ হাজার ফুট উচ্চতা থেকে যে সাদায় মোড়া কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যাবে তা বলা বাহুল্য। বরং বলা চলে, দাওয়াইপানি থেকে ধরা দেবে হিমালয়ের এক প্যানোরমিক ভিউ। তার মধ্যে নেপাল ও ভুটান হিমালয়ের নামজাদা শৃঙ্গও রয়েছে।

4 / 6
দাওয়াইপানিতে বসে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয় আর সূর্যাস্তের দেখতে পাবেন। সূর্যোদয়ের ছটায় ভোর হয় দাওয়াইপানিতে। তারপর সারাটা দিন জুড়ে শোনা যায় পাখিদের কলরব। আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই কমলা আলো মায়াবি পরিবেশ তৈরি করে গ্রাম জুড়ে। অন্ধকার নামলেই নীচে থাকা দার্জিলিং আলোয় ঝলমলিয়ে ওঠে।

দাওয়াইপানিতে বসে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার কোলে সূর্যোদয় আর সূর্যাস্তের দেখতে পাবেন। সূর্যোদয়ের ছটায় ভোর হয় দাওয়াইপানিতে। তারপর সারাটা দিন জুড়ে শোনা যায় পাখিদের কলরব। আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই কমলা আলো মায়াবি পরিবেশ তৈরি করে গ্রাম জুড়ে। অন্ধকার নামলেই নীচে থাকা দার্জিলিং আলোয় ঝলমলিয়ে ওঠে।

5 / 6
দাওয়াইপানির নীচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি খরস্রোতা নদী। সেখানে ব্রিটিশদের তৈরি করা একটি সেতুও রয়েছে। ইচ্ছা হলে পাহাড়ি গ্রামের রাস্তা ধরে ঘুরে নিতে পারেন। যদিও দাওয়াইপানি শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আপনাকে এই গ্রামের প্রেমে ফেলতে বাধ্য।

দাওয়াইপানির নীচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি খরস্রোতা নদী। সেখানে ব্রিটিশদের তৈরি করা একটি সেতুও রয়েছে। ইচ্ছা হলে পাহাড়ি গ্রামের রাস্তা ধরে ঘুরে নিতে পারেন। যদিও দাওয়াইপানি শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আপনাকে এই গ্রামের প্রেমে ফেলতে বাধ্য।

6 / 6
Follow Us:
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
Arijit Singh: "আমি খারাপ...", কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?
Arijit Singh:
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
ড্রাইভারের ভাগ ১২ শতাংশ, কনডাক্টরের ৬! সেই প্রথাই ডেকে আনছে সর্বনাশ
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি
গুলি-বোমা-খুনোখুনি, ৫ বছরেও বদলাল না ভাটপাড়ার ছবি