ভ্রমণপিপাসু, অ্যাডভেঞ্চারপ্রেমী হলে আপনি একবার হলেও তাঁবুতে (Camping) রাত কাটিয়েছেন। গভীর জঙ্গলে, পাহাড়ের ওপর, নদীর তীরে ক্যাম্পে রাত কাটানোর অভিজ্ঞতা কম-বেশি আমাদের সকলেরই রয়েছে। কিন্তু জলের মধ্যিখানে তাঁবু খাটিয়ে রাত কাটানোর অভিজ্ঞতা কি আপনার মাঝে? চারিদিকে জল মাঝে নির্জন দ্বীপ- এমনটা ভাবছেন? না মশাই, এর চেয়েও অ্যাডভেঞ্চারস কিছু রয়েছে আপনার জন্য। এখানে আমরা ভাসমান তাঁবুর (Floating Tents) কথা বলছি। ডাল লেক কিংবা কেরালার হাউস বোটে রাত কাটানো যেমন একটা রোম্যান্টিক অভিজ্ঞতা দেয়, জলের মধ্যিখানে ভাসমান তাঁবুতে রাত কাটালে রোমাঞ্চ আরও বেড়ে যায়। আর এই সুযোগ আমাদের দেশেই রয়েছে। মহারাষ্ট্রের (Maharashtra) কারজাত অঞ্চলে রয়েছে ভাসমান তাঁবুর ব্যবস্থা।
মহারাষ্ট্রের জনপ্রিয় হিল স্টেশন মাথেরন থেকে দেড় ঘণ্টার দূরত্বে কারজাত। মুম্বাইয়ের গরমে যখন বেঁচে থাকা দায় হয়ে ওঠে, উইকেন্ড কাটাতে অনেকে চলে আসেন মাথেরন। যদি একটু বেশি অ্যাডভেঞ্চারের খোঁজে থাকে কেউ, তখন ডেস্টিনেশন হয় কারজাতের এই ক্যাম্পিং সাইট। এখানের শান্ত, শীতল পরিবেশ প্রকৃতিপ্রেমীদের বেশি আকর্ষণ করে।
চেনা ছকের বাইরে গিয়ে অনেকেই ছুটি কাটাতে চলে আসে এখানে। নদীর ওপরে ভাসমান অবস্থায় সঙ্গীর সঙ্গে কিছুটা মুহূর্ত একান্তে কাটানোর সুযোগ কেউই হাতছাড়া করে না এখানে। তাছাড়া তাঁবুর ভিতর রাত কাটানোর বিষয়টাই রোমাঞ্চকর হয়। এখানে নদীর ওপর ভাসমান অবস্থায় সেটাই দ্বিগুণ হয়ে যায়।
ভাসমান তাঁবুতে থাকার খরচ কত জানেন? এক রাতের জন্য আপনাকে ব্যয় করতে হবে ৩৪৯০ টাকা। আর যদি নদীর ধারে তাঁবুতে রাত কাটান তাহলে এই ক্ষেত্রে খরচ হবে ২৮৯০ টাকা। সুতরাং বুঝতেই পারছেন যে, পর্যটকদের কাছে এই ভাসমান তাঁবুর জনপ্রিয়তা কীরূপ।
তবে কারজাতে অ্যাডভেঞ্চার শুধু ভাসমান তাঁবুতে সীমাবদ্ধ নেই। নদীর মাঝেও যেমন রাত কাটাতে পারবেন, তেমনই নদীর চড়াতেও রয়েছে তাঁবু খাটিয়ে রাত কাটানোর সুযোগ। এর পাশাপাশি রয়েছে জঙ্গলের ভিতর টি হাউসে থাকার সুযোগ। সঙ্গীর সঙ্গে যান কিংবা বন্ধুদের সঙ্গে দল বেঁধে, উইকেন্ড কাটানোর সুবর্ণ সুযোগ প্রদান করতে কারজাত।
পার্টি থেকে শুরু করে বনফায়ার, বার-বি-কিউ সব কিছু করতে পারবেন এখানে। এছাড়াও রয়েছে নদীতে রিভার রাফটিং করার সুযোগ। যদি খোলা আকাশের নীচে শুয়ে পছন্দের সিনেমা দেখতে চান, সেই ব্যবস্থাও রয়েছে এই ক্যাম্পিং সাইটে। তাহলে কীসের জন্য অপেক্ষা করছেন? ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন ফ্লোটিং টেন্টের উদ্দেশ্যে।
আরও পড়ুন: বসন্তে এই সুন্দর রডোডেনড্রনের দেশে চলে যান একাই! সময় লাগবে মাত্র কয়েক ঘণ্টা
আরও পড়ুন: হাতে মাত্র দু’ দিনের ছুটি? ঘুরে আসুন পাহাড়ি গ্রাম মালদিরাম
আরও পড়ুন: উত্তাল সাগর আর শান্ত হ্রদ! পুরীর কাছেই রয়েছে এই ‘বিস্ময়কর’ অফবিট