Pakistan Banned Travel: ভ্যাকসিনের দুটো ডোজ না থাকলে এবার পাকিস্তানে প্রবেশ করা যাবে না! তবে কিছু ক্ষেত্রে থাকছে ছাড়…
পাকিস্তানের অভ্যন্তরীণ টিকাকরণ ব্যবস্থায় এখন বেশ কিছুটা কড়াকড়ি আনা হয়েছে। এখানকার অর্থনৈতিক স্থিতি দুর্বল হয়ে যাওয়ায়, তৃতীয় ঢেউয়ে যাতে লকডাউন না করতে হয় তারই ব্যবস্থা করা হচ্ছে।
বিনা টিকার যাত্রীদের বিমান ভ্রমণ নিষিদ্ধ করেছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তান টিকাকরণ সম্পর্কে মারাত্মক সচেতন হয়ে উঠেছে। এর প্রাথমিক কারণ হিসেবে লকডাউনকেই দায়ী করা যেতে পারে। পাকিস্তান আরেকটা বড়সড় লকডাউনের সম্মুখীন হতে চাইছে না এই মুহূর্তে। আর সেই কারণেই টিকাকরণে বেশ জোর দেওয়া হচ্ছে।
ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) নির্দেশের পর, পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি এই সিদ্ধান্ত নেয়। তাদের বিজ্ঞপ্তিতে বলেছে যে, ১ অক্টোবর থেকে শুধুমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সের যেসব ভ্রমণকারীদের ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকবে, তারাই পাকিস্তানে প্রবেশ করার অনুমতি পাবে। এয়ারপোর্টে নেমে যাত্রীদের ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দেখাতে হবে।
পাকিস্তানের বিমান চলাচল মন্ত্রী গোলাম সারোয়ার খান এ বিষয়ে টুইট করেছেন। তিনি বলেছেন যে শুধুমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সের ভ্যাকসিন নেওয়া ভ্রমণকারীদেরই পাকিস্তানের ভেতরে ভ্রমণের অনুমতি দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী, যদিও একটি অন্য কথাও বলা আছে। ১৮ বছরের কম বয়সীদের ভ্যাকসিনের কোনওরকম সার্টিফিকেট ছাড়াই পাকিস্তান ভ্রমণের অনুমতি দেওয়া হবে। এছাড়াও, যাদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে, তাদের ৩১ অক্টোবর পর্যন্ত ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া দেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
একইভাবে, যারা কিছু স্বাস্থ্যগত কারণের জন্য ভ্যাকসিন নিতে পারেন নি বা বারণ করা হয়েছে, তাদেরও ভ্রমণের অনুমতি দেওয়া হবে। তবে সেক্ষেত্রে তাদের ডাক্তারের কাছ থেকে একটি সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে যাদের বিদেশি পাসপোর্ট আছে এবং যারা পাকিস্তান থেকে অন্য কোথাও ভ্রমণ করবে, তারা এই নিষেধাজ্ঞার দ্বারা প্রভাবিত হবে না। এছাড়াও, যারা ১ অক্টোবরের আগে পাকিস্তানে প্রবেশ করেছেন, তারাও এই সংশোধিত নিয়মের মধ্যে আসবেন না।
পাকিস্তানের এই নিয়ম খুব তাড়াতাড়িই আবার বদলানো হতে পারে বলেই মনে করছেন অনেকে। কারণ, এই নিয়মে কিছু কিছু ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হলেও হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে, যাই হয়ে যাক, পাকিস্তানের অভ্যন্তরীণ টিকাকরণ ব্যবস্থায় এখন বেশ কিছুটা কড়াকড়ি আনা হয়েছে। এখানকার অর্থনৈতিক স্থিতি দুর্বল হয়ে যাওয়ায়, তৃতীয় ঢেউয়ে যাতে লকডাউন না করতে হয় তারই ব্যবস্থা করা হচ্ছে। অক্টোবরেই তৃতীয় ঢেউ আসার কথা। কবে আসবে, সেটা সময়ই বলে দেবে আমাদের।
আরও পড়ুন: Uttarakhand Tourism: পুজোর পরেই পাহাড়? ঘুরে আসুন উত্তরাখন্ডের সেরা এই ৫ জায়গায়…
আরও পড়ুন: Nagaland’s Hornbill Festival: জেনে নিন নাগাল্যান্ডের ‘হর্নবিল উৎসব’-এর অজানা কিছু তথ্য…