UK Responds to India’s Reciprocal Restrictions: ভারতের নতুন নিয়মে নড়েচড়ে বসল যুক্তরাজ্য, জারি করা হবে নতুন বিধি নিষেধ…
এর আগে ভারত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ভারতের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়ার কারণ হল যুক্তরাজ্যে ভারতীয় ভ্যাকসিন সার্টিফিকেটকে স্বীকৃতি না দেওয়া।
ভারত যুক্তরাজ্য থেকে আসা ভ্রমণকারীদের উপর বিধিনিষেধ আরোপের কয়েক ঘন্টা পরে, শুক্রবার ব্রিটিশ হাইকমিশন এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানায়। তাদের তরফ থেকে জানানো হয় যে এই সিদ্ধান্ত ভারতীয়দের জন্য যাতায়াতের ব্যবস্থাকে যতটা সম্ভব সহজ করার জন্যই নেওয়া হয়েছে। হাই কমিশন আরও যোগ করেছে যে এটি ভারতের ভ্রমণকারীদের একটি জনস্বাস্থ্য সংস্থার মাধ্যমে ভ্যাকসিন সার্টিফিকেশনের ব্যবস্থাও করছে।
ভারতে ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র আরও বিশদ বিবরণ দিয়ে বলেন, যুক্তরাজ্য অন্যান্য দেশের জন্য তাদের ভ্রমণ নীতি সম্প্রসারণের চেষ্টা করছে। তাদের বিধি নিষেধে যে সমস্ত ত্রুটিপূর্ণ দিক রয়েছে সেগুলো নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।
যুক্তরাজ্য পর্যায়ক্রমে বিশ্বব্যাপী দেশ এবং অঞ্চলগুলিতে তাদের ভ্রমণ নীতি সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র বলেন, ভারতীয় নাগরিকদের একটি জনস্বাস্থ্য সংস্থার মাধ্যমে যাতে ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেওয়া যায়, তার ব্যবস্থাও করা হয়েছে। এই ব্যাপারে যুক্তরাজ্য ভারত সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে।
হাই কমিশন আরও যোগ করেছে যে এটি ইতিমধ্যেই যুক্তরাজ্যে ভ্রমণকারী ভারতীয়দের সংখ্যা নিয়ে আলোচনা শুরু করেছে। এই সংখ্যা আগামীদিকের বিধি নিষেধ প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। ২০২১ সালের জুন মাসে ৬২,৫০০-এরও বেশি শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ব্রিটিশ হাই কমিশনের মুখপাত্রের মতে, ভারতীয় পর্যটকদের সকল শ্রেণীর ভিসার আবেদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যে ভ্রমণের জন্য টিকা না নিলেও হবে বলেই জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছিলেন যে যুক্তরাজ্য নিরাপদে ভ্রমণ পুনরায় চালু করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যাতে নতুন করে কোনওরকম প্যান্ডেমিকের কারণ হিসেবে এই ভ্রমণ দায়ী না থাকে।
এর আগে ভারত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তাতে বলা হয়েছিল যে যুক্তরাজ্য থেকে ভারতে আগত সমস্ত ব্রিটিশ নাগরিককে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হবে। এমনকি কারো ভ্যাকসিন নেওয়া থাকলেও, তাকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। ভারতের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়ার কারণ হল যুক্তরাজ্যে ভারতীয় ভ্যাকসিন সার্টিফিকেটকে স্বীকৃতি না দেওয়া। ভারত থেকে জারি করা নতুন নিয়ম অনুসারে, যুক্তরাজ্য থেকে ভারতে আগত সকল ব্রিটিশ নাগরিককে ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। যাদের টিকা নেওয়া আছে তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।
আরও পড়ুন: World Tour: সার্থক জীবন! মাত্র ২১ বছর বয়সেই বিশ্বের প্রতিটি দেশ ঘুরে ফেলেছেন এই কন্যে
আরও পড়ুন: Char Dham Yatra: তীর্থযাত্রীদের সুবিধার্থে আরও সহজ হচ্ছে চার ধাম যাত্রার রেজিস্ট্রেশন পদ্ধতি!
আরও পড়ুন: Assam : কোভিড নিয়ম মেনেই পর্যটকদের জন্য খুলে গেল অসমের তিনটি বিখ্যাত জাতীয় উদ্যান!