Nagaland’s Hornbill Festival: জেনে নিন নাগাল্যান্ডের ‘হর্নবিল উৎসব’-এর অজানা কিছু তথ্য…

Nagaland Festival: এই উৎসবকে ভারতীয় ধনেশ পক্ষীর নাম অনুসারে 'হর্নবিল উৎসব' নামে অভিহিত করা হয়...

Nagaland's Hornbill Festival: জেনে নিন নাগাল্যান্ডের 'হর্নবিল উৎসব'-এর অজানা কিছু তথ্য...
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2021 | 3:30 PM

‘হর্নবিল উৎসব’ নাগাল্যান্ডের মহোৎসব বলে পরিচিত। এই উৎসবকে ভারতীয় ধনেশ পক্ষীর নাম অনুসারে ‘হর্নবিল উৎসব’ নামে অভিহিত করা হয়৷ ধনেশ পক্ষীর স্থান নাগা জনজাতিসমূহের সংস্কৃতি এবং লোকসাহিত্যে অতি গুরুত্বপূর্ণ একটি উৎসব৷ এই সময় দেশ এবং বিদেশ থেকে বহু সংখ্যক পর্যটক আসেন এই উৎসবে মাতোয়ারা হতে। এই সময় স্থানীয় নাগারা মদ্যপান, গান, নাচ আর নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী রান্নার সঙ্গে মহানন্দে উদযাপন করে এই কয়েকটা দিন। করোনার অতিমারির জন্য এই উৎসব বন্ধ ছিল দু-বছর। করোনার সংক্রমণ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে দু-বছর বাদে ফের নাগাল্যান্ডে হর্ণবিল উৎসব পালিত হচ্ছে। নাগাল্যান্ড সরকার এই ডিসেম্বরে হর্ণবিল উৎসবের অনুমতি দিয়েছে। এই উৎসব সম্পর্কে আজানা কিছু বিষয় জেনে নিন…

‘হর্নবিল উৎসব’-এর কিছু অজানা তথ্য:

১) প্রতি বছর ডিসেম্বর মাসে নাগাল্যান্ডে এই প্রাচীন উৎসব উদযাপিত হয়। ২) অনেকেই জানেন না, নাগাল্যান্ডের আদিবাসী যোদ্ধা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এটি। ৩) নাগারা তাঁদের ঐতিহ্য এবং রেওয়াজকে বাঁচিয়ে রাখতেই এই উৎসব পালব করে। তাই প্রতিবছর অসংখ্য পর্যটক এই সময়টায় এখানে আসেন স্থানীয় মানুষদের সঙ্গে সময় কাটাতে এবং আদিবাসী সংস্কৃতি কাছ থেকে উপভোগ করতে। ৪) সম্প্রতি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তার আগে এক সমীক্ষায় নাগাল্যান্ডের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের কাছে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে সরকার। তাতে নাগা সরকার এই সিদ্ধান্তে উপনিত হয়েছে যে পর্যটকরা নির্দ্বিধায় এরাজ্য়ে আসতে পারে। ৫) কোহিমাতে নাগা হেরিটেজ ভিলেজে এই উৎসব হতে চলেছে এই ডিসেম্বর মাসে। নাগাল্যান্ডের সবচেয়ে বড় উৎসব উদযাপিত হতে তবে আর বেশি দেরি নেই।

এই উৎসব অনন্য কেন?

নাগা আদিবাসীরা আকর্ষণীয় এবং রং-বেরঙের পোষাকে সাজেন। সঙ্গে থাকে উজ্জ্বল রঙের কিছু অলঙ্কার, ওঁরৈ ছাগলের শিঙ দিয়ে তৈরি গলার হার, মুকুট এবং পায়ের বেড়ি দিয়ে সাজে। এই উৎসবে হাতির দাঁত দিয়ে তৈরি অলঙ্কার পরে নাচ-গান করা এক ঐতিহ্যের বিষয়বস্তু। প্রাচীনকালে যুদ্ধে বিরত্ব দেখানোর জন্য হাতির দাঁতের তৈরি অলঙ্কার পরতেন তাঁরা, সেই রেওয়াজকে অটুট রাখতেই এই রীতি। সারা বিশ্বের কাছে বার্ষিক নাগা উৎসব হিসেবে পালিত হয় এই উৎসব। নাগাদের কৃষি একটা উল্লেখযোগ্য পেশা, তাঁকে সম্মান জানাতেই এই রঙিন উৎসব। আন্তর্জাতিক পর্যটন মার্ট ডিসেম্বরের ১ থেকে ১০ ‘হর্নবিল উৎসব’ পালন করবে। উত্তর-পূর্বের সবচেয়ে বড় উৎসব সামনেই, পুজোর পর যাবেন? তবে এখনই পরিকল্পনাটা সেরে নিন।

আরও পড়ুন: ভারতের নতুন নিয়মে নড়েচড়ে বসল যুক্তরাজ্য, জারি করা হবে নতুন বিধি নিষেধ…