পর্যটকদের জন্য ৬০ বছর পর পুনরায় খুলতে চলেছে ভুটানের বিখ্যাত ও পবিত্র ট্রান্স ভুটান ট্রেইল। ২০২২ সালের মার্চ থেকে খুলতে চলেছে ভুটানের এই ঐতিহাসিক পথটি। ২ বছর ধরে মেরামতের পর এখন পর্যটকদের তৈরি ৪০০ কিলোমিটারের এই দীর্ঘ পথ।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পর্যটকদের জন্য এই পথ ভ্রমণের সঙ্গে যুক্ত হয়েছে আরও নতুন দুটি ট্রেকিং রুট। তার মধ্যে একটি হল ১১ দিনের ক্যাম্প ট্রান্স ভুটান ট্রেইল ভ্রমণ এবং অন্যটি হল ১২ দিনের ট্রান্স ভুটান ট্রেইলের হাইলাইটস।
এই পথটি পুনরুদ্ধারের কাজে নিযুক্ত ছিল জি অ্যাডভেঞ্চারস নামক এক সংস্থা। জি অ্যাডভেঞ্চারস-এর শেয়ার করা এক বিবৃতিতে লেখা হয়েছে, “জাদুকরী ভুটানে নতুন পুনরুদ্ধার করা ট্রেইল চালু করার জন্য ভুটান কানাডা ফাউন্ডেশন এবং ট্রান্স ভুটান ট্রেইলের সঙ্গে কাজ করতে পেরে আমরা ধন্য।”
ট্রান্স ভুটান ট্রেইলের ইতিহাস বেশ পুরনো। এই পবিত্র পথের উৎপত্তি এক হাজার বছরেরও বেশি সময় ধরে। এই পথটি পবিত্র বলে বিবেচিত হয় কারণ এটি ভুটান এবং তিব্বতের বেশ কয়েকটি পবিত্র স্থানে বৌদ্ধদের ভ্রমণের তীর্থপথ হিসাবে কাজ করত। এই পথটি হাজার হাজার বছর ধরে বার্তাবাহক, সন্ন্যাসী এবং ব্যবসায়ীরা ব্যবহার করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ১৯৬০-এর দশকে জাতীয় সড়ক নির্মাণের পর এই পথের সিঁড়িগুলো ধ্বংস হয়ে যায়। তারপর থেকে বন্ধ হয়ে যায় এই পথটি।
এখন, ভুটান কানাডা ফাউন্ডেশন এবং ভুটানের পর্যটন কাউন্সিলের সহায়তায়, নতুন অভিযানের প্রতিশ্রুতি দিয়ে ২০২২ সালের মার্চ মাসে এই ঐতিহাসিক ট্রেইলটি পুনরায় চালু হতে চলেছে। দীর্ঘ ৬০ বছরের অবসান। দেশে পর্যটক টানতে এবং ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য পুনরায় চালু করা হচ্ছে এই পথটি।
সবচেয়ে মজার বিষয় হল, এই পথ পবিত্র হলেও এটি পাহাড় ও ঘন সবুজ অরণ্য ও উপত্যকার মধ্য দিয়ে আপনাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটি ৯টি ডিজং দুর্গ সহ দেশের বেশ কয়েকটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানের সঙ্গে এক ডজনেরও বেশি শহর ও গ্রামকে সংযুক্ত করবে। হিমালয়ের কোলে এমন রোমাঞ্চকর অনুভূতি পাওয়া কিছুটা ভাগ্যের বিষয়ও বলতে পারেন। আর যাঁরা ট্রেক করতে ভালবাসেন, তাঁদের কাছে এই রুট কিছুটা স্বপ্নের মত।
আপনি যদি এই পথের সাক্ষী হতে চান, তাহলে আজই বুক করতে পারেন। ট্রান্স ভুটান ট্রেইলের দুটি নতুন ট্রেইল ১ মে, ২০২২ তারিখে ছাড়বে। ট্রেইলের খরচ জনপ্রতি ৩১৪৯ মার্কিন ডলার।
আরও পড়ুন: পর্যটকদের জন্য সুখবর! নতুন বছরে বালাজি দর্শনের জন্য স্পেশ্যাল ট্রেন চালু ভারতীয় রেলের
আরও পড়ুন: পুনরায় খোঁজ পাওয়া গেল চারধামের ৩টি প্রাচীন ট্রেকিং রুটের