Singapore: ভিসা-পাসপোর্ট ছাড়াই এবার যেতে পারবেন সিঙ্গাপুরে! আর বিমানে নয়, চলে যান ট্রেনে চেপেই

Singapore in India: অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। কিন্তু তাতে কী! লোককে বলতে তো পারবেন, আপনি সিঙ্গাপুর থেকে ফিরেছেন!

Singapore: ভিসা-পাসপোর্ট ছাড়াই এবার যেতে পারবেন সিঙ্গাপুরে! আর বিমানে নয়, চলে যান ট্রেনে চেপেই
ছবিটি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2022 | 8:13 AM

বিদেশ ভ্রমণের লিস্টে সিঙ্গাপুর, মরিশাস, থাইল্যান্ডের মত জায়গাগুলি আগে প্রাধান্য পায়। সিঙ্গাপুর ভ্রমণের ইচ্ছা অনেকেরই রয়েছে। সুন্দর সমতল ভূমিতে একান্তে হেঁটে চলার আনন্দই আলাদা। সেখানকার নানান পদের রান্না, প্রাকৃতিক দৃশ্য সব পর্যটককেই মুগ্ধ করে। কিন্তু পাসপোর্ট ও ভিসা নিয়ে ঝামেলায় অনেকসময় পরিকল্পনা বাতিল করতে হয়।

ভাবছেন সিঙ্গাপুর ভ্রমণটা ভেস্তে গেল কিনা! চিন্তা করার কারণ নেই। ভিসা-পাসপোর্ট ছাড়াই এবার সিঙ্গাপুর ভ্রমণ করতে পারবেন। এমনকি বিমানযাত্রায় নয়, ট্রেনে করেও পৌঁছে যেতে পারবেন এই সুন্দর জায়গায়। আপনি কি জানেন যে ভারতে এমন একটি সিঙ্গাপুর বলে জায়গা রয়েছে, যেখানে ট্রেনে করেই পৌঁছে যেতে পারবেন। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। কিন্তু তাতে কী! লোককে বলতে তো পারবেন, আপনি সিঙ্গাপুর থেকে ফিরেছেন!

ওড়িশার একটি রেলস্টেশনের নাম সিঙ্গাপুর রোড স্টেশন। এই কারণেই বলা, ভারতে সিঙ্গাপুরে যাওয়ার জন্য আপনার ভিসা পাসপোর্টের প্রয়োজন নেই। সিঙ্গাপুর স্টেশন এই রাজ্যে থাকায় এখানে যেতে আপনাকে ওড়িশা যাওয়ার ট্রেন ধরতে হবে। ভারতীয় রেলওয়ে এই স্টেশনের নাম দিয়েছে SPRD বা সিঙ্গাপুর রোড (Singapore Road)। বিলাসপুর তিরুপতি এক্সপ্রেস, হীরাখন্ড এক্সপ্রেস, সমতা এক্সপ্রেস সহ ২৫টিরও বেশি ট্রেন এই রেলস্টেশন দিয়ে যায়। ভারতে এমন অনেক রেলওয়ে স্টেশন রয়েছে যার নাম খুবই অদ্ভুত। তার মধ্যে এই নামটিও তালিকাভুক্ত।

আমাদের দেশে এমন অনেক রেলস্টেশনের নাম রয়েছে, যা বেশ অদ্ভূতও বটে। শুধু সিঙ্গাপুরই নয়, উদয়পুরের একটি স্টেশনকে নানা হাই বলা হয়। জয়পুরের একটি স্টেশনের নাম শালি। এই অদ্ভূত নামগুলি সাধারণ মানুষের কাছে বেশ আকর্ষীয় বটে। তাই সিঙ্গাপুর ভ্রমণের ইচ্ছাপূরণের জনন্য ওড়িষার এই সিঙ্গাপুরে একবার ঢুঁ মেরে আসতেই পারেন।

আরও পড়ুন: New Zealand: সুখবর! এপ্রিল থেকেই পর্যটকদের প্রবেশে অনুমতি মিলবে এই দেশে