AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hair Problems: অল্প বয়সেই কেন বাড়ছে পাকা চুলের সমস্যা? কীভাবে এই সমস্যা থেকে পাবেন মুক্তি?

Hair Problems: অনেকেই ৩০ বছর বয়সের আগেই পাকা চুলের সমস্যায় ভুগছেন। ক্রমেই কমবয়সীদের মধ্যেও সাধারণ হয়ে উঠছে এই সমস্যা। কেন এমনটা হচ্ছে? কীভাবে মিলবে মুক্তি এই সমস্যা থেকে?

Hair Problems: অল্প বয়সেই কেন বাড়ছে পাকা চুলের সমস্যা? কীভাবে এই সমস্যা থেকে পাবেন মুক্তি?
| Updated on: Jul 18, 2025 | 3:09 PM
Share

অনেকেই ৩০ বছর বয়সের আগেই পাকা চুলের সমস্যায় ভুগছেন। ক্রমেই কমবয়সীদের মধ্যেও সাধারণ হয়ে উঠছে এই সমস্যা। কেন এমনটা হচ্ছে? কীভাবে মিলবে মুক্তি এই সমস্যা থেকে?

১. জিনগত প্রভাব: পরিবারে যদি কারও কম বয়সে চুল পাকার ইতিহাস থাকে, তাহলে উত্তরসূরিদের মধ্যেও একই প্রবণতা দেখা যেতে পারে। একে বলা হয় ‘Genetic Premature Graying’।

২. অতিরিক্ত স্ট্রেস: অতিরিক্ত মানসিক চাপ বা টেনশন সরাসরি শরীরের হরমোন ভারসাম্য নষ্ট করে দেয়। কর্টিসল হরমোন বৃদ্ধির কারণে মেলানিন উৎপাদন কমে গিয়ে চুল ধূসর হয়ে পড়ে।

৩. খাদ্যাভ্যাসের ভুল: ভিটামিন B12, আয়রন, ফোলিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি থাকলে চুল পাকার সম্ভাবনা বাড়ে। পাশাপাশি অতিরিক্ত ফাস্ট ফুড ও প্রিজারভেটিভযুক্ত খাবারও ক্ষতিকর।

৪. হরমোন ও থাইরয়েড সমস্যা: থাইরয়েড গ্রন্থির ভারসাম্যহীনতা কিংবা অন্যান্য হরমোনজনিত রোগ চুলের রঙে পরিবর্তন আনতে পারে।

৫. ধূমপান ও দূষণ: ধূমপান রক্তে অক্সিজেন সরবরাহে বাধা দেয় এবং সেলুলারের ক্ষতি করে। এর ফলে চুল দ্রুত পাকে। তেমনি দূষণের প্রভাবেও চুলের মেলানিন ক্ষয় হয়।

কী করলে মিলবে সমাধান?

১. পুষ্টিকর খাদ্য গ্রহণ: খাদ্যতালিকায় রাখুন আমলা, গাজর, দুধ, দই, পালং শাক, বাদাম, ডিম ইত্যাদি। এগুলোতে থাকা ভিটামিন ও মিনারেল চুলে মেলানিন তৈরিতে সাহায্য করে।

২. আয়ুর্বেদিক তেল ব্যবহার: ভৃঙ্গরাজ তেল, আমলা তেল বা নারকেল তেলে মেথি ফোড়ন দিয়ে ব্যবহার করলে উপকার মেলে। নিয়মিত ম্যাসাজে রক্ত সঞ্চালন বাড়ে ও পাকা চুলের প্রবণতা কমে।

৩. স্ট্রেস কমানো: ধ্যান, যোগব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং শরীরচর্চা মানসিক চাপ কমাতে সহায়ক।

৪. ঘরোয়া প্যাক: আদা ও মধু মিশিয়ে স্ক্যাল্পে লাগানো, বা আমলা ও হেনা দিয়ে চুলে প্যাক ব্যবহার করলে চুলের রঙ ধরে রাখা যায়।