CWG 2022: বিরাটের সঙ্গে বিশেষ যোগ, কমনওয়েলথে সোনার স্বপ্ন কনিষ্ঠতম প্রতিযোগীর

Anahat Singh: দেশকে যুব বিশ্বকাপ জিতিয়েছিলেন টিনএজ বিরাট কোহলি। এবার তাঁরই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বেড়ে ওঠা টিনএজ অনাহত সিং কি পারবে কমনওয়েলথে দেশের হয়ে সোনা জিততে?

| Edited By: | Updated on: Jul 23, 2022 | 12:05 AM
দেশকে যুব বিশ্বকাপ জিতিয়েছিলেন টিনএজ বিরাট কোহলি। এবার তাঁরই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বেড়ে ওঠা টিনএজ অনাহত সিং কি পারবে কমনওয়েলথে দেশের হয়ে সোনা জিততে?(ছবি:টুইটার)

দেশকে যুব বিশ্বকাপ জিতিয়েছিলেন টিনএজ বিরাট কোহলি। এবার তাঁরই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বেড়ে ওঠা টিনএজ অনাহত সিং কি পারবে কমনওয়েলথে দেশের হয়ে সোনা জিততে?(ছবি:টুইটার)

1 / 5
মাত্র ১৪ বছর বয়সী অনাহত আসন্ন কমনওয়েলথে ভারতের সর্বকনিষ্ঠ প্রতিযোগী। আসন্ন প্রতিযোগীতায় ভারতের প্রতিযোগীর সংখ্য়া ২১৫।  স্কোয়াশ ভারতের প্রতিনিধিত্ব করবে অনাহত।(ছবি:টুইটার)

মাত্র ১৪ বছর বয়সী অনাহত আসন্ন কমনওয়েলথে ভারতের সর্বকনিষ্ঠ প্রতিযোগী। আসন্ন প্রতিযোগীতায় ভারতের প্রতিযোগীর সংখ্য়া ২১৫। স্কোয়াশ ভারতের প্রতিনিধিত্ব করবে অনাহত।(ছবি:টুইটার)

2 / 5
ছোট থেকে অবশ্য স্কোয়াশ না ব্য়াডমিন্টনই বেশি পছন্দ ছিল অনাহতের। দিদিকে দেখে তাঁর স্কোয়াশে আসা। এবার কমনওয়েলথ গেমসে স্কোয়াশে দীপিকা পাল্লিকালের পাশাপাশি পদকের জন্য অনাহতের দিকেও তাকিয়ে থাকবে দেশবাসী ।(ছবি:টুইটার)

ছোট থেকে অবশ্য স্কোয়াশ না ব্য়াডমিন্টনই বেশি পছন্দ ছিল অনাহতের। দিদিকে দেখে তাঁর স্কোয়াশে আসা। এবার কমনওয়েলথ গেমসে স্কোয়াশে দীপিকা পাল্লিকালের পাশাপাশি পদকের জন্য অনাহতের দিকেও তাকিয়ে থাকবে দেশবাসী ।(ছবি:টুইটার)

3 / 5
সম্প্রতি অনূর্ধ্ব ১৫ স্তরে নিজের জাত চিনিয়েছে অনাহত। জুনে জার্মানিতে একটি টুর্নামেন্টের পাশাপাশি অনূর্ধ্ব ১৫ স্তরে এশিয়ান খেতাব জিতেছে সে।(ছবি:টুইটার)

সম্প্রতি অনূর্ধ্ব ১৫ স্তরে নিজের জাত চিনিয়েছে অনাহত। জুনে জার্মানিতে একটি টুর্নামেন্টের পাশাপাশি অনূর্ধ্ব ১৫ স্তরে এশিয়ান খেতাব জিতেছে সে।(ছবি:টুইটার)

4 / 5
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে অনাহতের। কোহলির ফাউন্ডেশন অনাহতের খেলার যাবতীয় খরচ বহন করে। (ছবি: টুইটার)

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে অনাহতের। কোহলির ফাউন্ডেশন অনাহতের খেলার যাবতীয় খরচ বহন করে। (ছবি: টুইটার)

5 / 5
Follow Us: