ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার গত দুটি ম্যাচে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো পারফর্ম করেন। তবে এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক নিজের নামের উপর সুবিচার করতে পারেননি। ইংল্যান্ড চাইবে প্রথম ছয় ওভারে ভারতীয় বোলারদের শাসন করুক বাটলার। ১টি অর্ধশতরান-সহ চারটি ম্যাচে এখনও পর্যন্ত বাটলারের স্কোর ১১৯। (ছবি:টুইটার)
টুর্নামেন্টে মার্ক উড বল করেছেন ১৫৫ কিমি প্রতি ঘণ্টায়। চলতি টি-২০ বিশ্বকাপের দ্রুততম বোলারের পারফরম্যান্স দারুণ। গত ম্যাচে উড সামান্য চোট পেয়েছেন। সেমিফাইনালের আগে তাঁকে নিয়ে চিন্তায় রয়েছে ইংল্যান্ড শিবির। উড ছিটকে যাওয়া মানে ইংল্যান্ডের জন্য বিরাট ধাক্কা। (ছবি:টুইটার)
কয়েকটি দুর্দান্ত ক্যাচ ছাড়া ইংল্যান্ড টিমের বিগ হিটার হিসেবে পরিচিত লিয়াম লিভিংস্টোনের চলতি বিশ্বকাপে অবদান তেমন নেই। ২৯ বছরের লিভিংস্টোন আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচে ৩টি উইকেট নেন। সেমিফাইনালে তাঁর থেকে আরও বড় কিছু আশা করছেন অধিনায়ক জস বাটলার। (ছবি:টুইটার)
আফগানিস্তানের বিরুদ্ধে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ফাইফার দিয়ে সূচনা করেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান। গত চারটি ম্যাচে এই বাঁ হাতি পেসারের সংগ্রহে ১০টি উইকেট। ইকোনমি রেট ৬.৪০। অ্যাডিলেডের পিচে বিরাট-রোহিতদের সমস্যায় ফেলতে প্রস্তুত কারান। (ছবি:টুইটার)
টেস্ট ফরম্যাটে তুখোড় বেন স্টোকস ফরম্য়াট বদল হতেই যেন চুপসে গিয়েছেন। সীমিত ওভারের ফরম্যাটে তাঁর স্ট্রাগল চলছেই। তিনটি ইনিংসে ১৬ রানের পর গত শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২ বলে ৩৬ রান করেন স্টোকস। ফাইনালের স্বপ্ন পূরণ করতে হলে স্টোকসের অলরাউন্ড পারফরম্যান্সের খুব প্রয়োজন। (ছবি:টুইটার)