Monsoon 2022: কম খরচে উইকেন্ড ট্রিপ প্ল্যান করছেন? বর্ষায় কলকাতার অদূরেই রয়েছে বেস্ট ‘অফবিট’

Offbeat Deastination: বর্ষায় একেবারে দোরগোরায়। কলকাতা ও তার চারপাশে এমন অনেক জায়গা রয়েছে যা চোখ ভরে দেখার মত। বাঙালি সবসময়ই ভ্রমণপ্রিয়। শীত-গ্রীষ্ম-বর্ষা, কোনও সময়েই ঘরে বসে থাকার নয়।

| Edited By: | Updated on: Jun 11, 2022 | 6:39 PM
বাঙালির পায়ে সরষে। তাই সুযোগ পেলেই এদিক-ওদিক বেড়িয়ে পড়ার বাতিক রয়েছে। তবে পরিবারকে নিয়ে যদি এই বর্ষার সময়ে কোথাও টুক করে ঘুরে আসার প্ল্যান করে থাকেন, তাহলে কোথায় গেলে আপনি স্বর্গসুখ পাবেন, তা দেখে নিন...

বাঙালির পায়ে সরষে। তাই সুযোগ পেলেই এদিক-ওদিক বেড়িয়ে পড়ার বাতিক রয়েছে। তবে পরিবারকে নিয়ে যদি এই বর্ষার সময়ে কোথাও টুক করে ঘুরে আসার প্ল্যান করে থাকেন, তাহলে কোথায় গেলে আপনি স্বর্গসুখ পাবেন, তা দেখে নিন...

1 / 6
তাকধা- দার্জিলিংয়ের অতি পরিচিত একটি অফবিট জায়গার নাম তাকধা। এখানে সবসময়ই মেঘলা ভাব থাকে। লেপচাদের গ্রামে রয়েছে ব্রিটিশ সময়কার পুরনো বাড়ি।  কলকাতা থেকে মাত্র ৬৩১ কিমি দূরত্ব।

তাকধা- দার্জিলিংয়ের অতি পরিচিত একটি অফবিট জায়গার নাম তাকধা। এখানে সবসময়ই মেঘলা ভাব থাকে। লেপচাদের গ্রামে রয়েছে ব্রিটিশ সময়কার পুরনো বাড়ি। কলকাতা থেকে মাত্র ৬৩১ কিমি দূরত্ব।

2 / 6
সামসিং- কলকাতা থেকে খুব দূরে নয়। ঘন জঙ্গেলর মধ্যে দিয়ে ট্রেক করার ইচ্ছে থাকলে এটি হল আদর্শ জায়গা। ট্রেনে করে মাত্র ১০ ঘণ্টার পথ।

সামসিং- কলকাতা থেকে খুব দূরে নয়। ঘন জঙ্গেলর মধ্যে দিয়ে ট্রেক করার ইচ্ছে থাকলে এটি হল আদর্শ জায়গা। ট্রেনে করে মাত্র ১০ ঘণ্টার পথ।

3 / 6
রূপার্ক ভিলেজ- ওড়িশার সীমান্তের কাছে সুন্দর সাজানো একটি গ্রাম। কলকাতা থেকে মাত্র ৫ ঘণ্টার পথ। শিব মন্দির, দেওকুন্দ জলপ্রপাত, শিমলিপাল ফরেস্ট রিজার্ভ দেখার সুযোগ হাতছাড়া করবেন না।

রূপার্ক ভিলেজ- ওড়িশার সীমান্তের কাছে সুন্দর সাজানো একটি গ্রাম। কলকাতা থেকে মাত্র ৫ ঘণ্টার পথ। শিব মন্দির, দেওকুন্দ জলপ্রপাত, শিমলিপাল ফরেস্ট রিজার্ভ দেখার সুযোগ হাতছাড়া করবেন না।

4 / 6
ছালসা- উত্তরবঙ্গের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার অনেক জায়গা রয়েছে। তার মধ্যে ছালসা অন্যতম। বিমান বা ট্রেনে করে খুব সহজে পৌঁছে যাবেন এখানে। রয়েছে গরুমারা ন্যাশানল পার্কে ঘোরার সুযোগ।

ছালসা- উত্তরবঙ্গের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার অনেক জায়গা রয়েছে। তার মধ্যে ছালসা অন্যতম। বিমান বা ট্রেনে করে খুব সহজে পৌঁছে যাবেন এখানে। রয়েছে গরুমারা ন্যাশানল পার্কে ঘোরার সুযোগ।

5 / 6
উত্তরে- প্রকৃতি ঘেরা এই ছোট গ্রামের কথা অনেকেই জানেন না। পাহাড়ের সৌন্দর্য,দেখার জন্য ভরা বর্ষায় যাবেন না। তবে বর্ষায় যদি মনোরম দৃশ্য দেখার আনন্দ নিতে পারেন, বেড়িয়ে পড়তে পারেন।

উত্তরে- প্রকৃতি ঘেরা এই ছোট গ্রামের কথা অনেকেই জানেন না। পাহাড়ের সৌন্দর্য,দেখার জন্য ভরা বর্ষায় যাবেন না। তবে বর্ষায় যদি মনোরম দৃশ্য দেখার আনন্দ নিতে পারেন, বেড়িয়ে পড়তে পারেন।

6 / 6
Follow Us: