শীত আসতে আর বেশি দেরি নেই। বঙ্গে তাপমাত্রা একটু একটু করে কমছে। পাশাপাশি ত্বক শুষ্ক হয়ে উঠছে। এখনই ত্বকের যত্ন না নিলে শীতে আরও সমস্যা বাড়তে পারে।
শীত আসার আগেই ত্বকের যত্ন নিন। কারণ এখন থেকে ত্বকের যত্ন না নিলে প্রচণ্ড ঠান্ডায় ত্বকের আর্দ্রতা আরও কমে যায়। ত্বক ফাটতে শুরু করবে। তাই এখন থেকে কীভাবে ত্বকের যত্ন নেবেন দেখে নিন।
তাপমাত্রা কমলে সবচেয়ে জরুরি ত্বকের আর্দ্রতা বজায় রাখা। তাই এখন থেকেই ময়েশ্চারাইজার ব্যবহার করা শুরু করুন। বডি লোশন ব্যবহার করতে পারেন। এছাড়াও বডি অয়েল ব্যবহার করতে পারেন।
শীতের মিঠে রোদ গায়ে লাগলে আরাম লাগে। কিন্তু সানস্ক্রিন ছাড়া রোদে বেরোবেন না। শীতে রোদে পোহাতে বসলেও সানস্ক্রিন ব্যবহার করুন। কারণ সূর্যের ক্ষতিকারক রশ্মি আপনার ত্বকের ক্ষতি করতে পারে।
এমন একটু হলেও গরম কমেছে। ঘাম কম হচ্ছে। কিন্তু তা বলে জল কম খাবেন না। শরীর ও ত্বককে হাইড্রেটেড রাখতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতেই হবে। জলের পাশাপাশি জলের রস, ডাবের জল পান করুন।
শীত এলেই পা ফাটা, ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। এ ক্ষেত্রে বিশেষ যত্ন নিন। পেট্রোলিয়াম জেল ব্যবহার করুন। পাশাপাশি ত্বক এক্সফোলিয়েট করুন। পাশাপাশি এখন থেকে পায়ে মোজা পরুন।