India vs England: ‘বড় হয়ে ক্রিকেটার হব’, রোহিতের ছক্কায় আহত হয়েও স্বপ্নে বিভোর মীরা

ভারত বনাম ইংল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচ চলাকালীন হিটম্যানের ছক্কায় আহত হয়েছিল এক খুদে। ক্লাস ওয়ানে পড়া ছয় বছরের সেই খুদের নাম মীরা সালভি। ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে মীরা। ওভালে রোহিতের মারা ছয় গিয়ে লাগে মীরার গায়ে। তবে তাতে কিন্তু মোটেও ভয় পায়নি মীরা। তবে দুই দলই ওই খুদেকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। মীরার চোট লাগার পর সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যায় ইংল্যান্ডের মেডিক্যাল টিম। ভারত অধিনায়ক পরে ওই বাচ্চা মেয়েটির সঙ্গে দেখা করেন। এবং তাকে একখানা টেডিবিয়ার ও চকলেট গিফ্ট দেন। ইংল্যান্ড টিমের পক্ষ থেকে সে পায় তাদের জার্সি।

| Edited By: | Updated on: Jul 15, 2022 | 3:01 PM
ওভালে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) প্রথম ওয়ান ডে ম্যাচ চলাকালীন হিটম্যানের ছক্কায় আহত হয়েছিল এক খুদে। ক্লাস ওয়ানে পড়া ছয় বছরের সেই খুদের নাম মীরা সালভি। বাটলারদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে রোহিতের (Rohit Sharma) মারা ছয় গিয়ে লাগে মীরার গায়ে। তবে তাতে কিন্তু মোটেও ভয় পায়নি মীরা। তবে দুই দলই ওই খুদেকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। মীরার চোট লাগার পর সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যায় ইংল্যান্ডের মেডিক্যাল টিম। (ছবি-টুইটার)

ওভালে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) প্রথম ওয়ান ডে ম্যাচ চলাকালীন হিটম্যানের ছক্কায় আহত হয়েছিল এক খুদে। ক্লাস ওয়ানে পড়া ছয় বছরের সেই খুদের নাম মীরা সালভি। বাটলারদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে রোহিতের (Rohit Sharma) মারা ছয় গিয়ে লাগে মীরার গায়ে। তবে তাতে কিন্তু মোটেও ভয় পায়নি মীরা। তবে দুই দলই ওই খুদেকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। মীরার চোট লাগার পর সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যায় ইংল্যান্ডের মেডিক্যাল টিম। (ছবি-টুইটার)

1 / 5
বাবা জিগনেশ সালভির সঙ্গে ইন্দো-ইংল্যান্ড দ্বৈরথ দেখতে গিয়েছিল খুদে মীরা। তার বাবা জানান, মীরা সাহসী মেয়ে। এই ঘটনায় ও ভয় পায়নি। মীরা স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার। (ছবি-টুইটার)

বাবা জিগনেশ সালভির সঙ্গে ইন্দো-ইংল্যান্ড দ্বৈরথ দেখতে গিয়েছিল খুদে মীরা। তার বাবা জানান, মীরা সাহসী মেয়ে। এই ঘটনায় ও ভয় পায়নি। মীরা স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার। (ছবি-টুইটার)

2 / 5
মীরার বাবা জানান, তার ভাই বরোদার হয়ে ক্রিকেট খেলেন। এমনি তার বাবা প্রদীপ কৃষ্ণরাও সালভিও সেখানে ক্রিকেট খেলেছেন। ফলে তার কথায় তাদের পরিবারের রক্তেই রয়েছে ক্রিকেট। তাই মীরারও ক্রিকেটের প্রতি আগ্রহ রয়েছে। (ছবি-টুইটার)

মীরার বাবা জানান, তার ভাই বরোদার হয়ে ক্রিকেট খেলেন। এমনি তার বাবা প্রদীপ কৃষ্ণরাও সালভিও সেখানে ক্রিকেট খেলেছেন। ফলে তার কথায় তাদের পরিবারের রক্তেই রয়েছে ক্রিকেট। তাই মীরারও ক্রিকেটের প্রতি আগ্রহ রয়েছে। (ছবি-টুইটার)

3 / 5
ছয় বছরের মীরা মিডল স্ট্রিট প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ানে পড়ে। সে ব্রাইটনের অল স্টার ক্লাবে ক্রিকেটও খেলে।  (ছবি-টুইটার)

ছয় বছরের মীরা মিডল স্ট্রিট প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ানে পড়ে। সে ব্রাইটনের অল স্টার ক্লাবে ক্রিকেটও খেলে। (ছবি-টুইটার)

4 / 5
এক ছক্কা খেয়ে একগুচ্ছ উপহার পেয়েছে মীরা। ভারত অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পরে ওই বাচ্চা মেয়েটির সঙ্গে দেখা করেন। এবং তাকে একখানা টেডিবিয়ার ও চকলেট গিফ্ট দেন। তার বাবার ফোন নম্বরও নেন। ইংল্যান্ড টিমের পক্ষ থেকে উপহার হিসেবে সে পায় তাদের জার্সি। শুধু তাই নয়, সারে ক্রিকেট গ্রাউন্ডের এক কর্তা জানান, সেখানে হওয়া আগামী ম্যাচ দেখার জন্য মীরাকে টিকিট দেওয়া হবে। (ছবি-টুইটার)

এক ছক্কা খেয়ে একগুচ্ছ উপহার পেয়েছে মীরা। ভারত অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পরে ওই বাচ্চা মেয়েটির সঙ্গে দেখা করেন। এবং তাকে একখানা টেডিবিয়ার ও চকলেট গিফ্ট দেন। তার বাবার ফোন নম্বরও নেন। ইংল্যান্ড টিমের পক্ষ থেকে উপহার হিসেবে সে পায় তাদের জার্সি। শুধু তাই নয়, সারে ক্রিকেট গ্রাউন্ডের এক কর্তা জানান, সেখানে হওয়া আগামী ম্যাচ দেখার জন্য মীরাকে টিকিট দেওয়া হবে। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: