Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA: ফুটবলে সুপারমডেলের কী প্রয়োজন? তোপের মুখে ফিফা

Adriana Lima: ফিফার (FIFA) দ্য বেস্ট অনুষ্ঠানের মঞ্চে সুপারমডেল আদ্রিয়ানা লিমাকে ফিফার প্রথম ফ্যান অ্যাম্বাসাডার ঘোষণা করা হয়েছে। চলতি বছর রয়েছে মেয়েদের বিশ্বকাপ। তা মাথায় রেখেই ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আদ্রিয়ানা লিমাকে ব্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। কিন্তু ফিফার এই সিদ্ধান্তের পর সমালোচনার ঝড় বইছে।

| Edited By: | Updated on: Mar 03, 2023 | 9:00 AM
দিনকয়েক আগে ফিফার দ্য বেস্ট অনুষ্ঠান হয়েছে। সেখানে সুপারমডেল আদ্রিয়ানা লিমাকে (Adriana Lima) ফিফার (FIFA) প্রথম ফ্যান অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

দিনকয়েক আগে ফিফার দ্য বেস্ট অনুষ্ঠান হয়েছে। সেখানে সুপারমডেল আদ্রিয়ানা লিমাকে (Adriana Lima) ফিফার (FIFA) প্রথম ফ্যান অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

1 / 8
চলতি বছরই রয়েছে মেয়েদের ফুটবল বিশ্বকাপ। সে কথা মাথায় রেখেই ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সুপারমডেল আদ্রিয়ানা লিমাকে ব্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

চলতি বছরই রয়েছে মেয়েদের ফুটবল বিশ্বকাপ। সে কথা মাথায় রেখেই ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সুপারমডেল আদ্রিয়ানা লিমাকে ব্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

2 / 8
আদ্রিয়ানা লিমাকে ফ্যান ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করার পর থেকে ফিফার ওপর সমালোচনার ঝড় বইছে। ফুটবলে সুপারমডেলের কী প্রয়োজন? এমন প্রশ্ন তুলছেন একাধিক প্রাক্তন ফুটবলার থেকে প্রাক্তন কর্তারা। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

আদ্রিয়ানা লিমাকে ফ্যান ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করার পর থেকে ফিফার ওপর সমালোচনার ঝড় বইছে। ফুটবলে সুপারমডেলের কী প্রয়োজন? এমন প্রশ্ন তুলছেন একাধিক প্রাক্তন ফুটবলার থেকে প্রাক্তন কর্তারা। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

3 / 8
মহিলা বিশ্বকাপের কথা মাথায় রেখে আদ্রিয়ানা লিমাকে বেছে নেওয়া হল, তাঁর বদলে কেন কোনও মহিলা অ্যাথলিটকে বেছে নেওয়া হল না? জোরাল হয়েছে এই প্রশ্ন। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

মহিলা বিশ্বকাপের কথা মাথায় রেখে আদ্রিয়ানা লিমাকে বেছে নেওয়া হল, তাঁর বদলে কেন কোনও মহিলা অ্যাথলিটকে বেছে নেওয়া হল না? জোরাল হয়েছে এই প্রশ্ন। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

4 / 8
আদ্রিয়ানা লিমা একজন ব্রাজিলিয়ান মডেল এবং অভিনেত্রী। তিনি ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভিক্টোরিয়ার সিক্রেট অ্যাঞ্জেলে তাঁর কাজের জন্য পরিচিত। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

আদ্রিয়ানা লিমা একজন ব্রাজিলিয়ান মডেল এবং অভিনেত্রী। তিনি ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভিক্টোরিয়ার সিক্রেট অ্যাঞ্জেলে তাঁর কাজের জন্য পরিচিত। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

5 / 8
মাত্র ১৫ বছর বয়সে ফোর্ডের সুপারমডেল অফ ব্রাজিল খেতাব জিতেছিলেন আদ্রিয়ানা লিমা। এরপর বহু প্রজেক্টে কাজ করেছেন। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

মাত্র ১৫ বছর বয়সে ফোর্ডের সুপারমডেল অফ ব্রাজিল খেতাব জিতেছিলেন আদ্রিয়ানা লিমা। এরপর বহু প্রজেক্টে কাজ করেছেন। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

6 / 8
সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় সুপারমডেল আদ্রিয়ানা লিমা। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১৫.৫ মিলিয়ন। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় সুপারমডেল আদ্রিয়ানা লিমা। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১৫.৫ মিলিয়ন। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

7 / 8
আদ্রিয়ানা লিমাকে ফ্যান ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করার পর, ফিফা কাউন্সিলের প্রাক্তন সদস্য মোয়া ডফ ফুটবলের নিয়ামক সংস্থাকে তুলোধনা করতে ছাড়েননি। তাঁর মতে, ফিফার এই সিদ্ধান্ত ফুটবলার এবং ফ্যানেদের মধ্যে সঠিক বার্তা দেবে না। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

আদ্রিয়ানা লিমাকে ফ্যান ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করার পর, ফিফা কাউন্সিলের প্রাক্তন সদস্য মোয়া ডফ ফুটবলের নিয়ামক সংস্থাকে তুলোধনা করতে ছাড়েননি। তাঁর মতে, ফিফার এই সিদ্ধান্ত ফুটবলার এবং ফ্যানেদের মধ্যে সঠিক বার্তা দেবে না। (ছবি-আদ্রিয়ানা লিমা ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: