আলিয়া ভাট।
'আরআরআর' ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া। তাঁকে দেখা গিয়েছিল একটি ১০ মিনিটের রোলে। কিন্তু তাতে কী, আলিয়ার প্রথম দক্ষিণের কাজ, তাও আবার রাজামৌলীর ছবিতে।
তবে এখনই রাহা অর্থাৎ তাঁদের কন্যা সন্তানের মুখ তাঁরা দেখাতে নারাজ। পর্দার আড়ালে নিজে থাকেননি আলিয়া। উল্টে প্রেগনেন্সি ফ্যাশনে নয়া ঝড় তুলেছিলেন তিনি।
শোনা যাচ্ছে, 'আরআরআর'-এর এই জয়ের আনন্দে নাকি একটি বড় পার্টি দিতে চলেছেন আলিয়া।
ছবি মুক্তির পর নিজের ইনস্টাগ্রাম থেকে 'আরআরআর' সংক্রান্ত সমস্ত পোস্টে মুছে ফেলেছিলেন আলিয়া।
তাই নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। অনেকে অনুমান করেছিলেন, ১০ মিনিটের চরিত্রের জন্য ক্ষিপ্ত আলিয়া। এই রোলের জন্য ৯ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী।