AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুধু আবু ধাবিতেই নয়, বিশ্বের এই ৯ মুুসলিম দেশে রয়েছে হিন্দু মন্দির, দেখুন

These 9 Muslim countries have Hindu temples: ২২ জানুয়ারি রাম জন্মবূমি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম জন্মভূমি মন্দিরের। তার প্রায় এক মাসের মধ্যেই দ্বারোদ্ঘাটন হতে চলেছে, বিশ্বের সবথেকে বড় রাম মন্দিরের। মুসলিম বিশ্বের কেন্দ্রস্থল বলা যায় সংযুক্ত আরব আমিরশাহি। আর এই দেশেই তৈরি করা হয়েছে এই মন্দিরটি। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক মুসলিম দেশে বিশ্বের সর্ববৃহৎ রাম মন্দিরের প্রতিষ্ঠা, নিঃসন্দেহে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হল নেপাল। এছাড়া, একমাত্র ভারতেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা। তবে, সুপ্রাচীন কাল থেকেই সারা বিশ্ব জুডে ছড়িয়ে পড়েছিল হিন্দুরা। আর তাঁরা সঙ্গে করে নিয়ে গিয়েছিল ঐতিহ্যকে, সংস্কৃতিকে। আর এভাবেই ভারতের বাইরেও তৈরি হয়েছে বেশ কিছু হিন্দু মন্দির। এর মধ্যে রয়েছে বেশ কিছু মুসলিম দেশও। আবু ধাবিতে বিশ্বের সবথেকে বড় রাম মন্দির উদ্বোধনের আগে দেখে নেওয়া যাক মুসলিম দেশগুলিতে অবস্থিত এই রকমই কিছু হিন্দু মন্দির -

| Updated on: Feb 13, 2024 | 7:40 PM
Share
পাকিস্তান - পাকিস্তানের চকওয়াল জেলায় রয়েছে কাটাসরাজ মন্দির। সপ্তম শতাব্দীতে নির্মিত হয়েছিল এই মন্দির। এটি শিবের প্রাচীনতম মন্দির বলে মনে করা হয়। এমনকি, মহাভারতেও এই মন্দিরের উল্লেখ রয়েছে। শিবের মূল মন্দিরটিকে কেন্দ্র করে মন্দির চত্বরে রয়েছে একটি রাম মন্দির এবং একটি হনুমান মন্দিরও। এই সুপ্রাচীন মন্দিরটি, বর্তমানে  বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা।

পাকিস্তান - পাকিস্তানের চকওয়াল জেলায় রয়েছে কাটাসরাজ মন্দির। সপ্তম শতাব্দীতে নির্মিত হয়েছিল এই মন্দির। এটি শিবের প্রাচীনতম মন্দির বলে মনে করা হয়। এমনকি, মহাভারতেও এই মন্দিরের উল্লেখ রয়েছে। শিবের মূল মন্দিরটিকে কেন্দ্র করে মন্দির চত্বরে রয়েছে একটি রাম মন্দির এবং একটি হনুমান মন্দিরও। এই সুপ্রাচীন মন্দিরটি, বর্তমানে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞরা।

1 / 9
মালয়েশিয়া - মালয়েশিয়া মূলত মুসলিম অধ্যুষিত দেশ। এছাড়া এখানে বহু হিন্দু তামিলও বসবাস করেন। তাই এখানে অনেকগুলি হিন্দু মন্দির রয়েছে। তবে, সবথেকে বিখ্যাত হল মুরুগান মন্দির। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ১৩ কিলোমিটার দূরে গোমবাচের বাটু গুহায় এই মন্দির অবস্থিত। গুহার প্রবেশপথে মুরুগানের সবথেকে বড় মূর্তি রয়েছে। এই মন্দিরে শিব, পার্বতী এবং কার্তিকেয়র মূর্তিও রয়েছে।

মালয়েশিয়া - মালয়েশিয়া মূলত মুসলিম অধ্যুষিত দেশ। এছাড়া এখানে বহু হিন্দু তামিলও বসবাস করেন। তাই এখানে অনেকগুলি হিন্দু মন্দির রয়েছে। তবে, সবথেকে বিখ্যাত হল মুরুগান মন্দির। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ১৩ কিলোমিটার দূরে গোমবাচের বাটু গুহায় এই মন্দির অবস্থিত। গুহার প্রবেশপথে মুরুগানের সবথেকে বড় মূর্তি রয়েছে। এই মন্দিরে শিব, পার্বতী এবং কার্তিকেয়র মূর্তিও রয়েছে।

2 / 9
ইন্দোনেশিয়া - আজ, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হল ইন্দোনেশিয়া। তবে, অতীতে এই দেশে হিন্দু ধর্মর বড় প্রভাব ছিল। এখনও তাদের সংস্কৃতিতে এই হিন্দু অতীতের আভাস পাওয়া যায়। এই দেশে প্রচুর হিন্দু মন্দিরও রয়েছে। সবথেকে বিখ্যাত, নবম শতাব্দীতে তৈরি প্রম্বানন মন্দির। এই মন্দিরটি বহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর - অর্থাৎ তৃদেবকে উৎসর্গ করা হয়েছে।

ইন্দোনেশিয়া - আজ, বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হল ইন্দোনেশিয়া। তবে, অতীতে এই দেশে হিন্দু ধর্মর বড় প্রভাব ছিল। এখনও তাদের সংস্কৃতিতে এই হিন্দু অতীতের আভাস পাওয়া যায়। এই দেশে প্রচুর হিন্দু মন্দিরও রয়েছে। সবথেকে বিখ্যাত, নবম শতাব্দীতে তৈরি প্রম্বানন মন্দির। এই মন্দিরটি বহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর - অর্থাৎ তৃদেবকে উৎসর্গ করা হয়েছে।

3 / 9
ওমান - ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওমানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়, ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত এক শিব মন্দিরেও গিয়েছিলেন তিনি। মন্দিরটি প্রায় ১০৯ বছরের পুরানো। মন্দিরটি পরিচিত মতিশ্বর মন্দির নামে। এছাড়া, মাস্কাটে একটি কৃষ্ণ মন্দিরও আছে।

ওমান - ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওমানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়, ওমানের রাজধানী মাস্কাটে অবস্থিত এক শিব মন্দিরেও গিয়েছিলেন তিনি। মন্দিরটি প্রায় ১০৯ বছরের পুরানো। মন্দিরটি পরিচিত মতিশ্বর মন্দির নামে। এছাড়া, মাস্কাটে একটি কৃষ্ণ মন্দিরও আছে।

4 / 9
বাহরাইন - বাহরাইনে এক ২০০ বছরের পুরোনো হিন্দু মন্দির রয়েছে। ১৮১৭ সালে এই কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিল ঠাতাই সমাজ। মন্দিরটি শ্রীনাথজি মন্দির নামে পরিচিত। এছাড়া, এখানে একটি শিব মন্দির ও আয়াপ্পান মন্দিরও রয়েছে।

বাহরাইন - বাহরাইনে এক ২০০ বছরের পুরোনো হিন্দু মন্দির রয়েছে। ১৮১৭ সালে এই কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিল ঠাতাই সমাজ। মন্দিরটি শ্রীনাথজি মন্দির নামে পরিচিত। এছাড়া, এখানে একটি শিব মন্দির ও আয়াপ্পান মন্দিরও রয়েছে।

5 / 9
বাংলাদেশ - বাংলাদেশের জনসংখ্যার প্রায় ১০ শতাংশ হিন্দু। দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে প্রচুর হিন্দু মন্দির। প্রতি বছর প্যান্ডেল বেঁধে প্রচুর দূর্গা পুজোও হয়। তবে, এই দেশের সবথেকে বিখ্যাত হিন্দু মন্দির অবশ্যই রাজধানী ঢাকায় অবস্থিত ঢাকেশ্বরী মন্দির।

বাংলাদেশ - বাংলাদেশের জনসংখ্যার প্রায় ১০ শতাংশ হিন্দু। দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে প্রচুর হিন্দু মন্দির। প্রতি বছর প্যান্ডেল বেঁধে প্রচুর দূর্গা পুজোও হয়। তবে, এই দেশের সবথেকে বিখ্যাত হিন্দু মন্দির অবশ্যই রাজধানী ঢাকায় অবস্থিত ঢাকেশ্বরী মন্দির।

6 / 9
সংযুক্ত আরব আমিরশাহি - সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে তৈরি হচ্ছে রাম মন্দিরটি। দুই বছর আগেই এই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এবার সেই মন্দিরের উদ্বোধন করবেন তিনি। তবে, তার আগেই দুবাইয়ে রয়েছে শিব ও কৃষ্ণ মন্দির।

সংযুক্ত আরব আমিরশাহি - সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে তৈরি হচ্ছে রাম মন্দিরটি। দুই বছর আগেই এই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এবার সেই মন্দিরের উদ্বোধন করবেন তিনি। তবে, তার আগেই দুবাইয়ে রয়েছে শিব ও কৃষ্ণ মন্দির।

7 / 9
আফগানিস্তান - আফগানিস্তানে বসবাসকারী হিন্দুদের সংখ্যা এখন প্রায় ১০০০। তাদের অধিকাংশই কাবুল বা অন্যান্য বড় শহরে থাকেন। তবে, আফগানিস্তানের সঙ্গে ভারতের যোগ দীর্ঘদিনের। তাই সেই দেশেও বেশ কিছু হিন্দু মন্দির রয়েছে। তবে, তালিবান শাসনে হিন্দু মন্দিরগুলির অস্তিত্ব সংকটে রয়েছে। যেমন কাবুলে রয়েছে আশামাইয়ার অখন্ড জ্যোতি। যা গত চার হাজার বছর ধরে জ্বলছে বলে কথিত।

আফগানিস্তান - আফগানিস্তানে বসবাসকারী হিন্দুদের সংখ্যা এখন প্রায় ১০০০। তাদের অধিকাংশই কাবুল বা অন্যান্য বড় শহরে থাকেন। তবে, আফগানিস্তানের সঙ্গে ভারতের যোগ দীর্ঘদিনের। তাই সেই দেশেও বেশ কিছু হিন্দু মন্দির রয়েছে। তবে, তালিবান শাসনে হিন্দু মন্দিরগুলির অস্তিত্ব সংকটে রয়েছে। যেমন কাবুলে রয়েছে আশামাইয়ার অখন্ড জ্যোতি। যা গত চার হাজার বছর ধরে জ্বলছে বলে কথিত।

8 / 9
লেবানন - লেবাননে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা খুব বেশি না হলেও, সেই দেশের বলবেকে একটি প্রাচীন মন্দির রয়েছে। এই মন্দিরটি হিন্দু মন্দির বলেই মন করা হয়। মন্দিরটি ভগবান বলের। ভগবান বল আসলে বলরাম বলে মনে করা হয়। এই মন্দিরটি অন্তত ৪০০০ বছরের পুরোনো।

লেবানন - লেবাননে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা খুব বেশি না হলেও, সেই দেশের বলবেকে একটি প্রাচীন মন্দির রয়েছে। এই মন্দিরটি হিন্দু মন্দির বলেই মন করা হয়। মন্দিরটি ভগবান বলের। ভগবান বল আসলে বলরাম বলে মনে করা হয়। এই মন্দিরটি অন্তত ৪০০০ বছরের পুরোনো।

9 / 9