Copa America 2021: কোপা ট্রফির ট্যাটু করালেন ডি মারিয়া
কোপা আমেরিকার (Copa America) ফাইনালে ব্রাজিলকে (Brazil) হারিয়ে দীর্ঘ ২৮ বছরের যন্ত্রনার অবসান ঘটিয়েছে মেসির আর্জেন্টিনা (Argentina)। হলুদ-সবুজ ব্রিগেডের বিরুদ্ধে কোপার ফাইনালে নীল-সাদা জার্সিতে মেসিদের জয়ের নেপথ্য নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria)। কোপা জয়ের স্মৃতি কোনওদিন ভোলার নয়। সেকথা আগেই জানিয়েছিলেন তিনি। এবার কোপার ট্রফির ট্যাটুই (Tattoo) করিয়ে বসলেন ডি মারিয়া।
Most Read Stories