Anshula Kapoor: ‘ব্রা পরব না’, ক্যামেরার সামনেই অন্তর্বাস খুললেন বনি কাপুরের প্রথম পক্ষের মেয়ে

Anshula Kapoor: বিশ্ব জুড়ে বহুদিন ধরেই 'নো ব্রা' বিপ্লব জারি। অন্তর্বাস পরার বিপক্ষে বহু নারীই। এবার সেই ট্রেন্ডে অংশ নিলেন অর্জুন কাপুরের বোন তথা বনি কাপুরের প্রথম পক্ষের মেয়ে অংশুলা কাপুর। ক্যামেরার সামনেই খুলে ফেললেন অন্তর্বাস।

Jul 06, 2022 | 1:39 PM
TV9 Bangla Digital

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 06, 2022 | 1:39 PM

বিশ্ব জুড়ে বহুদিন ধরেই 'নো ব্রা' বিপ্লব জারি। অন্তর্বাস পরার বিপক্ষে বহু নারীই। এবার সেই ট্রেন্ডে অংশ নিলেন অর্জুন কাপুরের বোন তথা বনি কাপুরের প্রথম পক্ষের মেয়ে অংশুলা কাপুর। ক্যামেরার সামনেই খুলে ফেললেন অন্তর্বাস।

বিশ্ব জুড়ে বহুদিন ধরেই 'নো ব্রা' বিপ্লব জারি। অন্তর্বাস পরার বিপক্ষে বহু নারীই। এবার সেই ট্রেন্ডে অংশ নিলেন অর্জুন কাপুরের বোন তথা বনি কাপুরের প্রথম পক্ষের মেয়ে অংশুলা কাপুর। ক্যামেরার সামনেই খুলে ফেললেন অন্তর্বাস।

1 / 5
একটি ভিডিয়ো শেয়ার করেছেন অংশুলা। সেখানেই দেখা যাচ্ছে ফ্লোরাল টপ পরে রয়েছেন তিনি। আচমকাই অন্তর্বাস খুলতে শুরু করেন তিনি। কিছুক্ষণের পর তা ছুঁড়ে দেন ক্যামেরার দিকে।

একটি ভিডিয়ো শেয়ার করেছেন অংশুলা। সেখানেই দেখা যাচ্ছে ফ্লোরাল টপ পরে রয়েছেন তিনি। আচমকাই অন্তর্বাস খুলতে শুরু করেন তিনি। কিছুক্ষণের পর তা ছুঁড়ে দেন ক্যামেরার দিকে।

2 / 5
মুখে তখন প্রশান্তি। ক্যাপশনে লিখেছেন, "রবিবারের দুপুরের খাওয়া দাওয়ার সেরে বাড়ি আসার পর শ্রেষ্ঠ অনুভূতি। হ্যাশট্যাগে তিনি লেখেন, #নো ব্রা ক্লাব।

মুখে তখন প্রশান্তি। ক্যাপশনে লিখেছেন, "রবিবারের দুপুরের খাওয়া দাওয়ার সেরে বাড়ি আসার পর শ্রেষ্ঠ অনুভূতি। হ্যাশট্যাগে তিনি লেখেন, #নো ব্রা ক্লাব।

3 / 5
সত্যিই যে প্রশান্তি তা স্বীকার করে নিয়েছেন খোদ প্রিয়াঙ্কা চোপড়াও। তিনিও লিখেছেন, "প্রত্যেকদিন"। শুধু প্রিয়াঙ্কাই বা কেন অংশুলার সঙ্গে সহমত হয়ে পোস্ট করেছেন অনেক নারীই। অনেকের মতেই অন্তর্বাস খুলে রাখাই আদপে 'শ্রেষ্ঠ অনুভূতি'।

সত্যিই যে প্রশান্তি তা স্বীকার করে নিয়েছেন খোদ প্রিয়াঙ্কা চোপড়াও। তিনিও লিখেছেন, "প্রত্যেকদিন"। শুধু প্রিয়াঙ্কাই বা কেন অংশুলার সঙ্গে সহমত হয়ে পোস্ট করেছেন অনেক নারীই। অনেকের মতেই অন্তর্বাস খুলে রাখাই আদপে 'শ্রেষ্ঠ অনুভূতি'।

4 / 5
যদিও কটাক্ষও উড়ে এসেছে। পড়তে হয়েছে ট্রোলের মুখেও। কেন তিনি সবার সামনে খুলে ফেললেন ব্রা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

যদিও কটাক্ষও উড়ে এসেছে। পড়তে হয়েছে ট্রোলের মুখেও। কেন তিনি সবার সামনে খুলে ফেললেন ব্রা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

5 / 5

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla