কাজের চাপে হাঁপিয়ে উঠেছেন? শহুরে একঘেয়ে জীবন আর ভাল লাগছে না? ক'টাদিন ঘুরে আসতে চান কাছেপিঠেই কোথাও? তাহলে আপনার জন্য হদিশ রইল ভুবনেশ্বরের নতুন বিলাসবহুল হোটেলের। নভেম্বরের পয়লা তারিখেই সেখানে উদ্বোধন হয়েছে আইটিসি- র ওয়েলকাল হোটেল। বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দূরত ৮ কিলোমিটার।
স্থানীয় পাথরের কাজ দিয়েই সাজানো হয়েছে এই আলিশান হোটেল। রয়েছে সুদৃশ্য বাগান। ছাদে বেড়ানো থেকে হোটেলের চারপাশে হাঁটাচলা করা, প্রতি মুহূর্তেই চোখ জুড়িয়ে যাবে আপনার। সুস্পষ্ট ছাপ রয়েছে স্থানীয় শিল্পকলার।
১০৭টি গেস্ট রুম রয়েছে আইটিসি- র এই আলিশান হোটেলে। এছাড়াও রয়েছে একটি প্রেসিডেন্সিয়াল, চারটি জুনিয়র এবং তিনটি এক্সিকিউটিভ সুইট।
মায়াবী আলোয় সাজানো সুদৃশ্য ক্যাফেটেরিয়াও আপনার নজর কাড়বে। দারুণ ভাল কফিও পাওয়া যায় এখানে। আসলে এখানকার প্রতিটি কোণার ইন্টিরিয়র ডিজাইন আপনাকে মুগ্ধ করবে।
আইটিসি- র হোটেল অতএব খাবারের স্বাদ যে জিভে লেগে থাকবে একথা বলা অপেক্ষা রাখে না। স্থানীয় খাবারদাবার অর্থাৎ লোকাল ক্যুইজিনের পাশাপাশি থাকছে আমিষ-নিরামিষের অদ্ভুত মিশেল।
সুদৃশ্য লন থেকে শুরু করে সুবিশাল ব্যাঙ্কোয়েট, পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য করোনা আবহে এই নিরিবিলি জায়গা বেছে নেওয়া যেতেই পারে। এছাড়াও শান্ত পরিবেশে, শহুরে কোলাহল থেকে দূরে একটা উইকেন্ড কাটাতেই পারেন ভুবনেশ্বরের এই বিলাসবহুল হোটেলে।