West Bengal: এই ঠান্ডায় উত্তরে গেলে কোথায় কোথায় যাবেন, রইল তার লিস্ট
শীতের ছুটি মানেই দার্জিলিং, পুরী নাহলে দীঘা, এই হল বাঙালির ভ্রমণ পরিকল্পনা। তবে তাতে কোনও আক্ষেপের কিছু নেই। উত্তুরে হাওয়া বইতে না বইতেই মন একেবারে ফুরফুরে করে ওঠে। মিঠে রোদ, কমাললেবু আর পাহাড়ের সৌন্দর্য-এমন না হলে তো বাঙালির বেড়াতে গিয়ে মনে ভরে না। শুধু বাঙালির নয়, অবাঙালিরা উত্তরবঙ্গে ঘুরতে এলে কোথায় কোথায় ঘুরতে যাবেন তার এখানে একটা লিস্টি দেওয়া হল। ডিসেম্বরের পশ্চিমবঙ্গ দেখার জন্য সেরা গন্তবন্যস্থল।
Most Read Stories