West Bengal: এই ঠান্ডায় উত্তরে গেলে কোথায় কোথায় যাবেন, রইল তার লিস্ট

শীতের ছুটি মানেই দার্জিলিং, পুরী নাহলে দীঘা, এই হল বাঙালির ভ্রমণ পরিকল্পনা। তবে তাতে কোনও আক্ষেপের কিছু নেই। উত্তুরে হাওয়া বইতে না বইতেই মন একেবারে ফুরফুরে করে ওঠে। মিঠে রোদ, কমাললেবু আর পাহাড়ের সৌন্দর্য-এমন না হলে তো বাঙালির বেড়াতে গিয়ে মনে ভরে না। শুধু বাঙালির নয়, অবাঙালিরা উত্তরবঙ্গে ঘুরতে এলে কোথায় কোথায় ঘুরতে যাবেন তার এখানে একটা লিস্টি দেওয়া হল। ডিসেম্বরের পশ্চিমবঙ্গ দেখার জন্য সেরা গন্তবন্যস্থল।

| Edited By: | Updated on: Dec 21, 2021 | 9:20 PM
ফাগু- অফবিট শীতকালীন গন্তব্যস্থল হল ডুয়ার্স। ২০৫০ মিটিরা উচ্চতায় অবস্থিত ফাগু একচি শান্চ ও আকর্ষণীয় স্থান। মহানন্দা নদী উপত্যকা ও কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত।

ফাগু- অফবিট শীতকালীন গন্তব্যস্থল হল ডুয়ার্স। ২০৫০ মিটিরা উচ্চতায় অবস্থিত ফাগু একচি শান্চ ও আকর্ষণীয় স্থান। মহানন্দা নদী উপত্যকা ও কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত।

1 / 7
কার্শিয়াং - দার্জিলিং মহকুমা শহরে অবস্থিত একটি সুন্দর হিল স্টেশন। ১৪৫৮ মিটার উচ্চতায় অবস্থিত এই আকর্ষঁণীয় ও সুন্দর দৃশ্যের জন্য বিখ্যাত। দার্জিলিং টয় ট্রেন এখানকার অন্যতম আকর্ষণ। নবদম্পতিদের মধুচন্দ্রিমার জন্য দারুণ জায়গা।

কার্শিয়াং - দার্জিলিং মহকুমা শহরে অবস্থিত একটি সুন্দর হিল স্টেশন। ১৪৫৮ মিটার উচ্চতায় অবস্থিত এই আকর্ষঁণীয় ও সুন্দর দৃশ্যের জন্য বিখ্যাত। দার্জিলিং টয় ট্রেন এখানকার অন্যতম আকর্ষণ। নবদম্পতিদের মধুচন্দ্রিমার জন্য দারুণ জায়গা।

2 / 7
তিনচুলে-  দার্জিলিং মহকুমার অপর একটি শীতকালীন গন্তব্যস্থল। তিনচুলে হল ডিসেম্বরের পশ্চিমবঙ্গের ভ্রমণের সেরা স্থানগুলির মধ্যে অন্যতম। কালিম্পং থেকে ১৯৩৩মিটার উচ্চতায় কঅবস্থিত তিনচুলে এখন একটি মডেল গ্রামে পরিণত হয়েছে। তিস্তার পাড়, মনোরম দৃশ্য, চা বাগান পরিদর্শন, সুস্বাদু অরগ্যানিক খাবার পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

তিনচুলে- দার্জিলিং মহকুমার অপর একটি শীতকালীন গন্তব্যস্থল। তিনচুলে হল ডিসেম্বরের পশ্চিমবঙ্গের ভ্রমণের সেরা স্থানগুলির মধ্যে অন্যতম। কালিম্পং থেকে ১৯৩৩মিটার উচ্চতায় কঅবস্থিত তিনচুলে এখন একটি মডেল গ্রামে পরিণত হয়েছে। তিস্তার পাড়, মনোরম দৃশ্য, চা বাগান পরিদর্শন, সুস্বাদু অরগ্যানিক খাবার পর্যটকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।

3 / 7
দার্জিলিং-  'পাহাড়ের রানী' হিসেবে সুপরিচিত, দার্জিলিং পশ্চিমবঙ্গে ডিসেম্বরে দেখার জন্য সেরা পর্যটন স্থানগুলির মধ্যে একটি। ২০২৪ মিটার উচ্চতায় অবস্থিত দার্জিলিং শুধু বাংলার নয়, সারা বিশ্ব থেকে সারা বছর পর্যটকের ভিড় হয়।

দার্জিলিং- 'পাহাড়ের রানী' হিসেবে সুপরিচিত, দার্জিলিং পশ্চিমবঙ্গে ডিসেম্বরে দেখার জন্য সেরা পর্যটন স্থানগুলির মধ্যে একটি। ২০২৪ মিটার উচ্চতায় অবস্থিত দার্জিলিং শুধু বাংলার নয়, সারা বিশ্ব থেকে সারা বছর পর্যটকের ভিড় হয়।

4 / 7
লাভা- কালিম্পং শহরের ৩০ কিমি পূর্বে অবস্থিত, লাভা ২১৩৮মিটার উচ্চতায় অবস্থিত লাভা পশ্চিমবঙ্গের সেরা পর্যটন স্থানগুলির মধ্যে একটি। ফার, ফার্ন ও অর্কিডের সম্ভার দেখে মুগ্ধ হবেন আপনি। বার্কিং ডিয়ার ও হিমালয়ান কালো ভাল্লুক বিচরণ করতে দেখতে পাবেন এখানে।

লাভা- কালিম্পং শহরের ৩০ কিমি পূর্বে অবস্থিত, লাভা ২১৩৮মিটার উচ্চতায় অবস্থিত লাভা পশ্চিমবঙ্গের সেরা পর্যটন স্থানগুলির মধ্যে একটি। ফার, ফার্ন ও অর্কিডের সম্ভার দেখে মুগ্ধ হবেন আপনি। বার্কিং ডিয়ার ও হিমালয়ান কালো ভাল্লুক বিচরণ করতে দেখতে পাবেন এখানে।

5 / 7
কালিম্পং- বাংলার একটি মনোরম হিল স্টেশনের নাম বললে কালিম্পংয়ের নাম আগে আসে। বলতে গেলে দার্জিলিংয়ের বিকল্প এটি। মনোরম আবহাওয়া, হিমালয়ের নৈসর্গিক দৃশ্য, দুরন্ত পাহাড়ি খাবার ও অন্যান্য পর্যটন আকর্ষণের কারণে একটি জনপ্রিয় গন্তব্যস্থল এটি।

কালিম্পং- বাংলার একটি মনোরম হিল স্টেশনের নাম বললে কালিম্পংয়ের নাম আগে আসে। বলতে গেলে দার্জিলিংয়ের বিকল্প এটি। মনোরম আবহাওয়া, হিমালয়ের নৈসর্গিক দৃশ্য, দুরন্ত পাহাড়ি খাবার ও অন্যান্য পর্যটন আকর্ষণের কারণে একটি জনপ্রিয় গন্তব্যস্থল এটি।

6 / 7
চারখোল- এটি একটি অনন্য প্রকৃতির আদর্শ স্থান। চারখোল লোলগাঁও নামে পরিচিত। কালিম্পংয়ের সাব ডিভিশনের একটি ছোট গ্রাম। পরিস্কার ঝকঝকে দিনে এভারেস্ট দেখার সুযোগ মেলে এখান থেকে। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম্যজীবন উপভোগ করতে এই গ্রামে একবার ঘুরে আসতে পারেন।

চারখোল- এটি একটি অনন্য প্রকৃতির আদর্শ স্থান। চারখোল লোলগাঁও নামে পরিচিত। কালিম্পংয়ের সাব ডিভিশনের একটি ছোট গ্রাম। পরিস্কার ঝকঝকে দিনে এভারেস্ট দেখার সুযোগ মেলে এখান থেকে। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম্যজীবন উপভোগ করতে এই গ্রামে একবার ঘুরে আসতে পারেন।

7 / 7
Follow Us: