Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mansoor Ali Khan Pataudi: ডবল ভিশন নিয়ে বাইশ গজে রাজত্ব, জন্মবার্ষিকীতে স্মরণে নবাব পাতৌদি

মাত্র ২১ বছর বয়সেই ভারতীয় দলের গুরুদায়িত্ব তুলে নিয়েছিলেন কাঁধে। একটি বিরল রোগে ডিপ্লোপিয়ার শিকার ছিলেন তিনি।

| Edited By: | Updated on: Jan 05, 2023 | 2:13 PM
আজ ৫ জানুয়ারি, জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক নবাব মনসুর আলি খান পাতৌদির জন্মদিন। বেঁচে থাকলে আজ ৮১তম জন্মদিন পালন করতেন নবাব। ছবি: টুইটার

আজ ৫ জানুয়ারি, জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক নবাব মনসুর আলি খান পাতৌদির জন্মদিন। বেঁচে থাকলে আজ ৮১তম জন্মদিন পালন করতেন নবাব। ছবি: টুইটার

1 / 8
ছয়-এর দশকে ভারতীয় ক্রিকেটে জোয়ার এসেছিল মনসুর আলি খান পাতৌদি ওরফে টাইগার পাতৌদির হাত ধরেই।  ছবি: টুইটার

ছয়-এর দশকে ভারতীয় ক্রিকেটে জোয়ার এসেছিল মনসুর আলি খান পাতৌদি ওরফে টাইগার পাতৌদির হাত ধরেই। ছবি: টুইটার

2 / 8
ভারতের জার্সিতে ১৯৬১-১৯৭৫, মোট ৪৬ টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। যার মধ্যে ৪০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন তিনি। ছবি: টুইটার

ভারতের জার্সিতে ১৯৬১-১৯৭৫, মোট ৪৬ টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। যার মধ্যে ৪০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন তিনি। ছবি: টুইটার

3 / 8
১৯৬১ -এ ইংল্যান্ডে একটি দুর্ঘটনায় একটি চোখ হারান। সেই বছরই ডিসেম্বর মাসে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ছবি: টুইটার

১৯৬১ -এ ইংল্যান্ডে একটি দুর্ঘটনায় একটি চোখ হারান। সেই বছরই ডিসেম্বর মাসে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ছবি: টুইটার

4 / 8
দৃষ্টি হারিয়ে ভেবেছিলেন আর হয়তো বাইশ গজে ফেরা হবে না। কিন্তু কিছুদিনের মধ্যেই মাঠে ফিরে গর্জনের সঙ্গে নিজেকে প্রমান করে দেন টাইগার। ছবি: টুইটার

দৃষ্টি হারিয়ে ভেবেছিলেন আর হয়তো বাইশ গজে ফেরা হবে না। কিন্তু কিছুদিনের মধ্যেই মাঠে ফিরে গর্জনের সঙ্গে নিজেকে প্রমান করে দেন টাইগার। ছবি: টুইটার

5 / 8
মাত্র ২১ বছর বয়সেই ভারতীয় দলের গুরুদায়িত্ব তুলে নিয়েছিলেন কাঁধে। একটি বিরল রোগে ডিপ্লোপিয়ার শিকার ছিলেন তিনি। এক চোখে দৃষ্টি ছিল না তাঁর। আর অন্য চোখে 'ডাবল ভিসন' ছিল। অর্থাৎ এক জিনিস দু'বার দেখতেন। ছবি: টুইটার

মাত্র ২১ বছর বয়সেই ভারতীয় দলের গুরুদায়িত্ব তুলে নিয়েছিলেন কাঁধে। একটি বিরল রোগে ডিপ্লোপিয়ার শিকার ছিলেন তিনি। এক চোখে দৃষ্টি ছিল না তাঁর। আর অন্য চোখে 'ডাবল ভিসন' ছিল। অর্থাৎ এক জিনিস দু'বার দেখতেন। ছবি: টুইটার

6 / 8
ব্যাট করার সময় যে বলটিকে অপেক্ষাকৃত উজ্জ্বল দেখতেন সেটিকেই মারতেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দাপুটে ক্যাপ্টেনদের মধ্যে অন্যতম ছিলেন ম্যাক পাতৌদি। ছবি: টুইটার

ব্যাট করার সময় যে বলটিকে অপেক্ষাকৃত উজ্জ্বল দেখতেন সেটিকেই মারতেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে দাপুটে ক্যাপ্টেনদের মধ্যে অন্যতম ছিলেন ম্যাক পাতৌদি। ছবি: টুইটার

7 / 8
অল্প বয়সেই প্রেমে পড়েন অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। বিয়ে করেছিলেন তাঁকে। ছক্কা হাঁকিয়েই মন জয় করে নিয়েছিলেন সুন্দরী শর্মিলার। ছবি: টুইটার

অল্প বয়সেই প্রেমে পড়েন অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। বিয়ে করেছিলেন তাঁকে। ছক্কা হাঁকিয়েই মন জয় করে নিয়েছিলেন সুন্দরী শর্মিলার। ছবি: টুইটার

8 / 8
Follow Us: