Sports Drama: পাঁচজন নারী! স্পোর্টস ড্রামায় এবার মুখ্য চরিত্রে অভিনেত্রীরাই… অপেক্ষা মুক্তির

Bollywood News: 'ম্যারি কম' থেকে 'দঙ্গল' বলিউডে বিভিন্ন সময় বিভিন্ন খেলা নির্ভর ছবি তৈরি হয়েছে। একঝাঁক ছবি মুক্তির অপেক্ষায়। কেন্দ্রীয় চরিত্রে মহিলারাই। ছবিতে দেখুন এক ঝলক।

| Edited By: | Updated on: Jul 12, 2022 | 8:11 AM
'ম্যারি কম' থেকে 'দঙ্গল' বলিউডে বিভিন্ন সময় বিভিন্ন খেলা নির্ভর ছবি তৈরি হয়েছে। একঝাঁক ছবি মুক্তির অপেক্ষায়। কেন্দ্রীয় চরিত্রে মহিলারাই। দেখুন এক ঝলক।

'ম্যারি কম' থেকে 'দঙ্গল' বলিউডে বিভিন্ন সময় বিভিন্ন খেলা নির্ভর ছবি তৈরি হয়েছে। একঝাঁক ছবি মুক্তির অপেক্ষায়। কেন্দ্রীয় চরিত্রে মহিলারাই। দেখুন এক ঝলক।

1 / 6
অনুষ্কা শর্মা - বাংলা, তথা ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োবিক 'চাকদহ এক্সপ্রেসে' অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। ঝুলনের কেরিয়ারের ওঠানামা দেখানো হবে এই ছবিতে।

অনুষ্কা শর্মা - বাংলা, তথা ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োবিক 'চাকদহ এক্সপ্রেসে' অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। ঝুলনের কেরিয়ারের ওঠানামা দেখানো হবে এই ছবিতে।

2 / 6
জাহ্নবী কাপুর - 'রুহি' ছবিতে কাজ করার পর ফের একটি ছবিতে একসঙ্গে কাজ করছেন জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও। সেই ছবির নাম 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'।

জাহ্নবী কাপুর - 'রুহি' ছবিতে কাজ করার পর ফের একটি ছবিতে একসঙ্গে কাজ করছেন জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও। সেই ছবির নাম 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'।

3 / 6
রসিকা দুগ্গল - 'মির্জাপুর'-এ তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। এবার রসিকাকে দেখা যাবে একটি স্পোর্টস ড্রামাতে। ওয়েব সিরিজ়ের নাম 'স্পাইক'। ভলিবল কোচের চরিত্রে রয়েছেন অভিনেত্রী।

রসিকা দুগ্গল - 'মির্জাপুর'-এ তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। এবার রসিকাকে দেখা যাবে একটি স্পোর্টস ড্রামাতে। ওয়েব সিরিজ়ের নাম 'স্পাইক'। ভলিবল কোচের চরিত্রে রয়েছেন অভিনেত্রী।

4 / 6
সাইয়ামি খের - পরিচালক আর বালকির 'ঘুমর' ছবিতে ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে সাইয়ামিকে। 'ব্রেথ: ইন্টু দ্য শ্যাডোস' সিরিজ়ে ছিলেন তিনি। 'ঘুমর' ছবিতে রয়েছেন অভিষেক বচ্চনও। সাইয়ামির কোচের ভূমিকায় তিনি। দারুণ বিষয়, সিনেমায় আসার আগে সাইয়ামি মহারাষ্ট্রের স্কুল লেভেলে ক্রিকেট খেলেছিলেন।

সাইয়ামি খের - পরিচালক আর বালকির 'ঘুমর' ছবিতে ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে সাইয়ামিকে। 'ব্রেথ: ইন্টু দ্য শ্যাডোস' সিরিজ়ে ছিলেন তিনি। 'ঘুমর' ছবিতে রয়েছেন অভিষেক বচ্চনও। সাইয়ামির কোচের ভূমিকায় তিনি। দারুণ বিষয়, সিনেমায় আসার আগে সাইয়ামি মহারাষ্ট্রের স্কুল লেভেলে ক্রিকেট খেলেছিলেন।

5 / 6
তাপসী পান্নু - একাধিক স্পোর্টস কেন্দ্রিক ছবিতে অভিনয়ের পর ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকে অভিনয় করছেন তাপসী পান্নু। ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

তাপসী পান্নু - একাধিক স্পোর্টস কেন্দ্রিক ছবিতে অভিনয়ের পর ভারতীয় ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকে অভিনয় করছেন তাপসী পান্নু। ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

6 / 6
Follow Us: