Bollywood Films: সিনেমায় যে আউটডোর লোকেশন দেখানো হয়, তা কি আদতে সেই স্থানেই শুটিং হয়?

কম-বেশি সব সিনেমাতেই স্টুডিয়োর বাইরে গিয়ে আউটডোর লোকেশনে শুটিং করতে হয়। কিন্তু সিনেমায় যে স্থানের দৃশ্য দেখানো হয় এবং যেখানে শুটিং করা হয়, তা অনেক ক্ষেত্রে আলাদাও হয়।

| Edited By: | Updated on: Feb 27, 2022 | 5:04 PM
১৯৯৯ সালে মুক্তি পায় 'হাম দিল দে চুকে সনম'। সিনেমাটিতে দেখানো হয়েছিল এর কিছু দৃশ্য ইতালিতে শুটিং। কিন্তু এই সিনেমাটির কিছু দৃশ্য বুদাপেস্টে শুটিং।

১৯৯৯ সালে মুক্তি পায় 'হাম দিল দে চুকে সনম'। সিনেমাটিতে দেখানো হয়েছিল এর কিছু দৃশ্য ইতালিতে শুটিং। কিন্তু এই সিনেমাটির কিছু দৃশ্য বুদাপেস্টে শুটিং।

1 / 6
গল্প পাকিস্তান-ভারতের দু'জন মানুষের প্রেমের গল্প হলেও 'বীর জারা' পাকিস্তানে শুটিং নয়। জারার প্রাসাদ আদতে পতৌদি প্যালেসে শুটিং।

গল্প পাকিস্তান-ভারতের দু'জন মানুষের প্রেমের গল্প হলেও 'বীর জারা' পাকিস্তানে শুটিং নয়। জারার প্রাসাদ আদতে পতৌদি প্যালেসে শুটিং।

2 / 6
ম্যারি কমের জীবনকাহিনির ওপর নির্ভর তৈরি হয়েছিল 'ম্যারি কম'। মূল চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনস। সিনেমার পটভূমি অনুযায়ী ছবির লোকেশন মণিপুর দেখানো হয়েছে। কিন্তু এই সিনেমাটি হিমাচল প্রদেশের ধর্মশালা ও মানালিতে শুটিং করা হয়েছে।

ম্যারি কমের জীবনকাহিনির ওপর নির্ভর তৈরি হয়েছিল 'ম্যারি কম'। মূল চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনস। সিনেমার পটভূমি অনুযায়ী ছবির লোকেশন মণিপুর দেখানো হয়েছে। কিন্তু এই সিনেমাটি হিমাচল প্রদেশের ধর্মশালা ও মানালিতে শুটিং করা হয়েছে।

3 / 6
'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' সিনেমাটি বিশ্বের নানা প্রান্তে শুটিং করা হয়েছে। কিন্তু সিনেমার প্রথমে যে মানালির দৃশ্য দেখানো হয়েছে তা মানালিতে শুটিং করা হয়নি। সিনেমার ওই দৃশ্য শুটিং করা হয় কাশ্মীরের গুলমার্গে‌।

'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' সিনেমাটি বিশ্বের নানা প্রান্তে শুটিং করা হয়েছে। কিন্তু সিনেমার প্রথমে যে মানালির দৃশ্য দেখানো হয়েছে তা মানালিতে শুটিং করা হয়নি। সিনেমার ওই দৃশ্য শুটিং করা হয় কাশ্মীরের গুলমার্গে‌।

4 / 6
'চেন্নাই এক্সপ্রেস'-এ তামিলনাড়ুর কোম্বানের দৃশ্য দেখানো হলেও এটি শ্যুট করা হয়েছে পুনেতে।

'চেন্নাই এক্সপ্রেস'-এ তামিলনাড়ুর কোম্বানের দৃশ্য দেখানো হলেও এটি শ্যুট করা হয়েছে পুনেতে।

5 / 6
'বজরঙ্গি ভাইজান'-এর যে দৃশ্য পাকিস্তানের কাশ্মীরের অংশ বলে দাবি জানানো হয়, তা আদতে ভারতের কাশ্মীরেই শুটিং।

'বজরঙ্গি ভাইজান'-এর যে দৃশ্য পাকিস্তানের কাশ্মীরের অংশ বলে দাবি জানানো হয়, তা আদতে ভারতের কাশ্মীরেই শুটিং।

6 / 6
Follow Us: