Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Premier League: ইপিএলে চেলসি-ম্যাঞ্চেস্টার সিটির সহজ জয়

প্রিমিয়ার লিগে (Premier League) বুধবার রাতের ম্যাচে লিগ শীর্ষে থাকা দুই দল চেলসি (Chelsea) ও ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) খেলতে নেমেছিল ওয়াটফোর্ড (Watford) ও অ্যাস্টন ভিলার (Aston Villa) বিরুদ্ধে। ২-১ ফলাফলে দুই দলই সহজ জয় পেয়েছে। চেলসির হয়ে দুটি গোল করেছেন ম্যাসন মাউন্ট ও হাকিম জিয়াচ। ওয়ার্টফোর্ডের হয়ে এক গোল শোধ করেছিলেন ইম্যানুয়েল বোনাভেঞ্চার। অন্যদিকে অ্যাস্টন ভিলা ঘরের মাঠে পেপ গুয়ার্দিওলার দলের হয়ে দুটি গোল রয়েছে রুবেন ডায়াস ও বের্নান্দো সিলভার নামের পাশে। ভিলার হয়ে একমাত্র গোলটি করেছিলেন ওলি ওয়াটকিন্স। এখনও পর্যন্ত ১৪টি করে ম্যাচে খেলেছে চেলসি ও ম্যাঞ্চেস্টার সিটি। ব্লুজদের পয়েন্ট ৩৩ এবং গ্যাব্রিয়েল জেসুসদের পয়েন্ট ৩২।

| Edited By: | Updated on: Dec 02, 2021 | 4:29 PM
 কাই হাভার্টজের পাস থেকে ৩০ মিনিটে ব্লুজদের হয়ে প্রথম গোলটি করেন ম্যাসন মাউন্ট (Mason Mount)।

কাই হাভার্টজের পাস থেকে ৩০ মিনিটে ব্লুজদের হয়ে প্রথম গোলটি করেন ম্যাসন মাউন্ট (Mason Mount)।

1 / 4
১-১ স্কোরলাইনে শেষ হয় চেলসি বনাম ওয়াটফোর্ড ম্যাচের প্রথমার্ধ। ৭২ মিনিটে ম্যাসন মাউন্টের পাস থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন হাকিম জিয়াচ (Hakim Ziyech )।

১-১ স্কোরলাইনে শেষ হয় চেলসি বনাম ওয়াটফোর্ড ম্যাচের প্রথমার্ধ। ৭২ মিনিটে ম্যাসন মাউন্টের পাস থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন হাকিম জিয়াচ (Hakim Ziyech )।

2 / 4
রহিম স্টার্লিংয়ের পাস থেকে ম্যাচের ২৭ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে প্রথম গোলটি করেন রুবেন ডায়াস (Ruben Dias)।

রহিম স্টার্লিংয়ের পাস থেকে ম্যাচের ২৭ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে প্রথম গোলটি করেন রুবেন ডায়াস (Ruben Dias)।

3 / 4
 গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে ম্যাচের ৪৩ মিনিটে ম্যান সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন বের্নান্দো সিলভা (Bernardo Silva)

গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে ম্যাচের ৪৩ মিনিটে ম্যান সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন বের্নান্দো সিলভা (Bernardo Silva)

4 / 4
Follow Us: