Premier League: ইপিএলে চেলসি-ম্যাঞ্চেস্টার সিটির সহজ জয়
প্রিমিয়ার লিগে (Premier League) বুধবার রাতের ম্যাচে লিগ শীর্ষে থাকা দুই দল চেলসি (Chelsea) ও ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) খেলতে নেমেছিল ওয়াটফোর্ড (Watford) ও অ্যাস্টন ভিলার (Aston Villa) বিরুদ্ধে। ২-১ ফলাফলে দুই দলই সহজ জয় পেয়েছে। চেলসির হয়ে দুটি গোল করেছেন ম্যাসন মাউন্ট ও হাকিম জিয়াচ। ওয়ার্টফোর্ডের হয়ে এক গোল শোধ করেছিলেন ইম্যানুয়েল বোনাভেঞ্চার। অন্যদিকে অ্যাস্টন ভিলা ঘরের মাঠে পেপ গুয়ার্দিওলার দলের হয়ে দুটি গোল রয়েছে রুবেন ডায়াস ও বের্নান্দো সিলভার নামের পাশে। ভিলার হয়ে একমাত্র গোলটি করেছিলেন ওলি ওয়াটকিন্স। এখনও পর্যন্ত ১৪টি করে ম্যাচে খেলেছে চেলসি ও ম্যাঞ্চেস্টার সিটি। ব্লুজদের পয়েন্ট ৩৩ এবং গ্যাব্রিয়েল জেসুসদের পয়েন্ট ৩২।
Most Read Stories