Premier League: ইপিএলে উলভসের বিরুদ্ধে সহজ জয় চেলসির

স্ট্যামফোর্ড ব্রিজে উলভসের (Wolves) বিরুদ্ধে ইপিএলের (EPL) ম্যাচে নেমেছিল চেলসি (Chelsea)। ৩-০ গোলে উলভসকে হারিয়েছে ব্লুজরা। প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিকের পর লিগ টেবলের ৪ নম্বরে রয়েছে গ্রাহাম পটারের ছেলেরা।

| Edited By: | Updated on: Oct 09, 2022 | 10:31 AM
স্ট্যামফোর্ড ব্রিজে উলভসের (Wolves) বিরুদ্ধে ইপিএলের (EPL) ম্যাচে নেমেছিল চেলসি (Chelsea)। ৩-০ গোলে উলভসকে হারিয়েছে ব্লুজরা। প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিকের পর লিগ টেবলের ৪ নম্বরে রয়েছে গ্রাহাম পটারের ছেলেরা। (ছবি-চেলসি টুইটার)

স্ট্যামফোর্ড ব্রিজে উলভসের (Wolves) বিরুদ্ধে ইপিএলের (EPL) ম্যাচে নেমেছিল চেলসি (Chelsea)। ৩-০ গোলে উলভসকে হারিয়েছে ব্লুজরা। প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিকের পর লিগ টেবলের ৪ নম্বরে রয়েছে গ্রাহাম পটারের ছেলেরা। (ছবি-চেলসি টুইটার)

1 / 5
শুরু থেকেই উলভসের বিরুদ্ধে চেলসি এগিয়ে থাকার পরও প্রথমার্ধে সহজে গোল করতে পারেননি পটারের দলের ছেলেরা। (ছবি-চেলসি টুইটার)

শুরু থেকেই উলভসের বিরুদ্ধে চেলসি এগিয়ে থাকার পরও প্রথমার্ধে সহজে গোল করতে পারেননি পটারের দলের ছেলেরা। (ছবি-চেলসি টুইটার)

2 / 5
প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+৩ মিনিটে) ম্যাসন মাউন্টের পাস থেকে চেলসির হয়ে প্রথম গোল করেন কাই হাভার্ৎজ (Kai Havertz)। (ছবি-চেলসি টুইটার)

প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+৩ মিনিটে) ম্যাসন মাউন্টের পাস থেকে চেলসির হয়ে প্রথম গোল করেন কাই হাভার্ৎজ (Kai Havertz)। (ছবি-চেলসি টুইটার)

3 / 5
৫৪ মিনিটের মাথায় চেলসির ক্রিশ্চিয়ান পুলিসিচকে (Christian Pulisic) গোল করতে সহায়তা করেন ম্যাসন মাউন্ট। (ছবি-চেলসি টুইটার)

৫৪ মিনিটের মাথায় চেলসির ক্রিশ্চিয়ান পুলিসিচকে (Christian Pulisic) গোল করতে সহায়তা করেন ম্যাসন মাউন্ট। (ছবি-চেলসি টুইটার)

4 / 5
উলভসের বিরুদ্ধে ম্যাচের শেষের দিকে, ৮৯ মিনিটের মাথায় আর্মান্দো ব্রোজার (Armando Broja) গোলে ৩-০ জিতে মাঠ ছাড়ে চেলসি। (ছবি-চেলসি টুইটার)

উলভসের বিরুদ্ধে ম্যাচের শেষের দিকে, ৮৯ মিনিটের মাথায় আর্মান্দো ব্রোজার (Armando Broja) গোলে ৩-০ জিতে মাঠ ছাড়ে চেলসি। (ছবি-চেলসি টুইটার)

5 / 5
Follow Us: