আর তার পর প্রতিপদে শহরের ১২টি পুজো মণ্ডপের দ্বার খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। খিদিরপুর ৭৪ পল্লী, খিদিরপুর ২৫ পল্লী, বেহালা নতুন দল, বড়িশা ক্লাব, অজয় সংহতি, ৪১ পল্লী, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলামাতা, ২১ পল্লী, আদি বালিগঞ্জ, গড়িয়াহাট হিন্দুস্থান পার্ক, কালীঘাট মিলন সংঘের মতো একটার পর একটা পুজো মণ্ডপের উদ্বোধন করলেন তিনি। কোথাও কোথাও কিছুক্ষণের জন্য বক্তব্য রাখলেন। ছোটবেলার পুজোর স্মৃতি ধরলেন কোথাও কোথাও। কোথাও আবার ছবিও আঁকতে দেখা গিয়েছে মমুখ্যমন্ত্রীকে। যেমন ২১ পল্লীর মণ্ডপে গিয়ে ব্ল্যাকবোর্ডে দুর্গার মুখ আঁকেন মুখ্যমন্ত্রী।