Coromandel Express Derailed: সারি সারি মৃতদেহ, মানুষ পচা গন্ধে টেকা দায়! আজকের বালেশ্বর আরও ভয়ঙ্কর

| Edited By: | Updated on: Jun 03, 2023 | 5:05 PM
ছবি:PTI

ছবি:PTI

1 / 12
শুক্রবার সন্ধে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। কেন্দ্রীয় সূত্রে খবর, সর্বোচ্চগতিতে আসছিল করমণ্ডল এক্সপ্রেস। হঠাৎ সংঘর্ষ হয় পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডলের ২১টি বগি। ছবি:PTI

শুক্রবার সন্ধে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। কেন্দ্রীয় সূত্রে খবর, সর্বোচ্চগতিতে আসছিল করমণ্ডল এক্সপ্রেস। হঠাৎ সংঘর্ষ হয় পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডলের ২১টি বগি। ছবি:PTI

2 / 12
পাশের লাইনেও ছিটকে পড়ে তিনটি বগি। ওই লাইনেই আবার আসছিল ডাউন যশবন্তপুর এক্সপ্রেস। সংঘর্ষ হয় ওই ট্রেনের সঙ্গেও। ছিটকে যায় যশবন্তপুর এক্সপ্রেসের দুটি কামরা। ছবি:PTI

পাশের লাইনেও ছিটকে পড়ে তিনটি বগি। ওই লাইনেই আবার আসছিল ডাউন যশবন্তপুর এক্সপ্রেস। সংঘর্ষ হয় ওই ট্রেনের সঙ্গেও। ছিটকে যায় যশবন্তপুর এক্সপ্রেসের দুটি কামরা। ছবি:PTI

3 / 12
গতকাল রাত থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। রেল, পুলিশ ছাড়াও এনডিআরএফ, এসডিআরএফ বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। ভারতীয় বায়ুসেনাও উদ্ধারকাজে যোগ দিয়েছে। ছবি:PTI

গতকাল রাত থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। রেল, পুলিশ ছাড়াও এনডিআরএফ, এসডিআরএফ বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। ভারতীয় বায়ুসেনাও উদ্ধারকাজে যোগ দিয়েছে। ছবি:PTI

4 / 12
রেল সূত্রে খবর, এখনও অবধি ২৬১ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৯০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। আহতদের ওড়িশার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছবি:PTI

রেল সূত্রে খবর, এখনও অবধি ২৬১ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৯০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। আহতদের ওড়িশার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছবি:PTI

5 / 12
এ দিন সকালেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলকর্তা থেকে শুরু করে সেনা আধিকারিক, সকলেই উপস্থিত ছিলেন এই বৈঠকে। ছবি:PTI

এ দিন সকালেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলকর্তা থেকে শুরু করে সেনা আধিকারিক, সকলেই উপস্থিত ছিলেন এই বৈঠকে। ছবি:PTI

6 / 12
 ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রীর সঙ্গে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। সেখান থেকেই নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণাও করেন। ছবি:PTI

ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রীর সঙ্গে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। সেখান থেকেই নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণাও করেন। ছবি:PTI

7 / 12
বেলা বাড়তেই ঘটনাস্থলে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন। উদ্ধারকাজ নিয়ে যাবতীয় তথ্য আদান-প্রদান করেন দুইজন। ছবি:PTI

বেলা বাড়তেই ঘটনাস্থলে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন। উদ্ধারকাজ নিয়ে যাবতীয় তথ্য আদান-প্রদান করেন দুইজন। ছবি:PTI

8 / 12
অন্যদিকে, কটকের হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান ওড়িশার রাজ্যপাল। আহতদের সঙ্গে কথাও বলেন তিনি। ছবি:PTI

অন্যদিকে, কটকের হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান ওড়িশার রাজ্যপাল। আহতদের সঙ্গে কথাও বলেন তিনি। ছবি:PTI

9 / 12
বিকেল চারটে নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রথমে রেলমন্ত্রীর সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেন। ছবি:PTI

বিকেল চারটে নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রথমে রেলমন্ত্রীর সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেন। ছবি:PTI

10 / 12
এখান থেকে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আহতদের সঙ্গে কথা বলবেন তিনি। দুর্ঘটনাস্থলের পাশেই তৈরি অস্থায়ী ক্যাম্পে বসে তিনি দুর্ঘটনা ও উদ্ধারকাজের যাবতীয় আপডেট নেন। ছবি:PTI

এখান থেকে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আহতদের সঙ্গে কথা বলবেন তিনি। দুর্ঘটনাস্থলের পাশেই তৈরি অস্থায়ী ক্যাম্পে বসে তিনি দুর্ঘটনা ও উদ্ধারকাজের যাবতীয় আপডেট নেন। ছবি:PTI

11 / 12
রেলের তরফে জানানো হয়েছে,উদ্ধারকাজ শেষ হয়েছে। বর্তমানে রেললাইন মেরামতির কাজ চলছে। ছবি:PTI

রেলের তরফে জানানো হয়েছে,উদ্ধারকাজ শেষ হয়েছে। বর্তমানে রেললাইন মেরামতির কাজ চলছে। ছবি:PTI

12 / 12
Follow Us: