Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coromandel Express Derailed: সারি সারি মৃতদেহ, মানুষ পচা গন্ধে টেকা দায়! আজকের বালেশ্বর আরও ভয়ঙ্কর

| Edited By: | Updated on: Jun 03, 2023 | 5:05 PM
ছবি:PTI

ছবি:PTI

1 / 12
শুক্রবার সন্ধে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। কেন্দ্রীয় সূত্রে খবর, সর্বোচ্চগতিতে আসছিল করমণ্ডল এক্সপ্রেস। হঠাৎ সংঘর্ষ হয় পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডলের ২১টি বগি। ছবি:PTI

শুক্রবার সন্ধে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। কেন্দ্রীয় সূত্রে খবর, সর্বোচ্চগতিতে আসছিল করমণ্ডল এক্সপ্রেস। হঠাৎ সংঘর্ষ হয় পাশের লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডলের ২১টি বগি। ছবি:PTI

2 / 12
পাশের লাইনেও ছিটকে পড়ে তিনটি বগি। ওই লাইনেই আবার আসছিল ডাউন যশবন্তপুর এক্সপ্রেস। সংঘর্ষ হয় ওই ট্রেনের সঙ্গেও। ছিটকে যায় যশবন্তপুর এক্সপ্রেসের দুটি কামরা। ছবি:PTI

পাশের লাইনেও ছিটকে পড়ে তিনটি বগি। ওই লাইনেই আবার আসছিল ডাউন যশবন্তপুর এক্সপ্রেস। সংঘর্ষ হয় ওই ট্রেনের সঙ্গেও। ছিটকে যায় যশবন্তপুর এক্সপ্রেসের দুটি কামরা। ছবি:PTI

3 / 12
গতকাল রাত থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। রেল, পুলিশ ছাড়াও এনডিআরএফ, এসডিআরএফ বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। ভারতীয় বায়ুসেনাও উদ্ধারকাজে যোগ দিয়েছে। ছবি:PTI

গতকাল রাত থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। রেল, পুলিশ ছাড়াও এনডিআরএফ, এসডিআরএফ বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। ভারতীয় বায়ুসেনাও উদ্ধারকাজে যোগ দিয়েছে। ছবি:PTI

4 / 12
রেল সূত্রে খবর, এখনও অবধি ২৬১ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৯০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। আহতদের ওড়িশার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছবি:PTI

রেল সূত্রে খবর, এখনও অবধি ২৬১ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৯০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। আহতদের ওড়িশার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছবি:PTI

5 / 12
এ দিন সকালেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলকর্তা থেকে শুরু করে সেনা আধিকারিক, সকলেই উপস্থিত ছিলেন এই বৈঠকে। ছবি:PTI

এ দিন সকালেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলকর্তা থেকে শুরু করে সেনা আধিকারিক, সকলেই উপস্থিত ছিলেন এই বৈঠকে। ছবি:PTI

6 / 12
 ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রীর সঙ্গে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। সেখান থেকেই নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণাও করেন। ছবি:PTI

ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রীর সঙ্গে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। সেখান থেকেই নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণাও করেন। ছবি:PTI

7 / 12
বেলা বাড়তেই ঘটনাস্থলে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন। উদ্ধারকাজ নিয়ে যাবতীয় তথ্য আদান-প্রদান করেন দুইজন। ছবি:PTI

বেলা বাড়তেই ঘটনাস্থলে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেন। উদ্ধারকাজ নিয়ে যাবতীয় তথ্য আদান-প্রদান করেন দুইজন। ছবি:PTI

8 / 12
অন্যদিকে, কটকের হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান ওড়িশার রাজ্যপাল। আহতদের সঙ্গে কথাও বলেন তিনি। ছবি:PTI

অন্যদিকে, কটকের হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান ওড়িশার রাজ্যপাল। আহতদের সঙ্গে কথাও বলেন তিনি। ছবি:PTI

9 / 12
বিকেল চারটে নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রথমে রেলমন্ত্রীর সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেন। ছবি:PTI

বিকেল চারটে নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রথমে রেলমন্ত্রীর সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেন। ছবি:PTI

10 / 12
এখান থেকে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আহতদের সঙ্গে কথা বলবেন তিনি। দুর্ঘটনাস্থলের পাশেই তৈরি অস্থায়ী ক্যাম্পে বসে তিনি দুর্ঘটনা ও উদ্ধারকাজের যাবতীয় আপডেট নেন। ছবি:PTI

এখান থেকে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আহতদের সঙ্গে কথা বলবেন তিনি। দুর্ঘটনাস্থলের পাশেই তৈরি অস্থায়ী ক্যাম্পে বসে তিনি দুর্ঘটনা ও উদ্ধারকাজের যাবতীয় আপডেট নেন। ছবি:PTI

11 / 12
রেলের তরফে জানানো হয়েছে,উদ্ধারকাজ শেষ হয়েছে। বর্তমানে রেললাইন মেরামতির কাজ চলছে। ছবি:PTI

রেলের তরফে জানানো হয়েছে,উদ্ধারকাজ শেষ হয়েছে। বর্তমানে রেললাইন মেরামতির কাজ চলছে। ছবি:PTI

12 / 12
Follow Us:
আপার সার্কিট হিট করল ভারতের অন্যতম বড় লজিস্টিক্স সংস্থা!
আপার সার্কিট হিট করল ভারতের অন্যতম বড় লজিস্টিক্স সংস্থা!
বিরাট ছাড়ে পাবেন টাটার শেয়ার, লক্ষ্য রাখতেই পারেন...
বিরাট ছাড়ে পাবেন টাটার শেয়ার, লক্ষ্য রাখতেই পারেন...
বাজারকে টাইম করতে যাওয়া ‘বোকামি', তবে এখন এই 'খারাপ সময়ে' কী করণীয়?
বাজারকে টাইম করতে যাওয়া ‘বোকামি', তবে এখন এই 'খারাপ সময়ে' কী করণীয়?
একধাক্কায় পড়েছে বাজার, হাল ফিরতে পারে এই সপ্তাহেই, বলছেন বিশেষজ্ঞরা
একধাক্কায় পড়েছে বাজার, হাল ফিরতে পারে এই সপ্তাহেই, বলছেন বিশেষজ্ঞরা
বাজারে 'সবুজ সংকেত', তাও লোয়ার সার্কিট হিট করল এই ডিফেন্স স্টক!
বাজারে 'সবুজ সংকেত', তাও লোয়ার সার্কিট হিট করল এই ডিফেন্স স্টক!
Royal Bengal Tiger: কেন দক্ষিণরায় ঢুকে পড়ছে লোকালয়ে?
Royal Bengal Tiger: কেন দক্ষিণরায় ঢুকে পড়ছে লোকালয়ে?
মাত্র ৩০ হাজার বিনিয়োগে রিটায়ারের সময় হাতে ৩ কোটি এলে কেমন লাগবে?
মাত্র ৩০ হাজার বিনিয়োগে রিটায়ারের সময় হাতে ৩ কোটি এলে কেমন লাগবে?
চাকরি ছাড়ছেন, ঠিক কত টাকা গ্র্যাচুইটি পাবেন আপনি, জানেন?
চাকরি ছাড়ছেন, ঠিক কত টাকা গ্র্যাচুইটি পাবেন আপনি, জানেন?
ট্রাম্পের দ্বিতীয় ইনিংসের কারণেই ব্যাকফুটে ভারতের বাজার?
ট্রাম্পের দ্বিতীয় ইনিংসের কারণেই ব্যাকফুটে ভারতের বাজার?
একসঙ্গে ৬ সংস্থা হিট করল ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর!
একসঙ্গে ৬ সংস্থা হিট করল ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর!