KL Rahul-Athiya Shetty Wedding: আলিয়া-রণবীরের দেখানো পথেই হাঁটতে চলেছেন আথিয়া ও রাহুল

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Jan 06, 2023 | 5:27 PM

Celebrity Wedding: তাঁদের মাখোমাখো প্রেম সবসময়ই সোশ্যাল মিডিয়ার হট টপিক। চলতি বছরের জানুয়ারিতেই কি বিয়ে করছেন রাহুল ও আথিয়া?

Jan 06, 2023 | 5:27 PM
বেশ কিছু বছর ধরেই সম্পর্কে রয়েছেন  অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও জাতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল।

বেশ কিছু বছর ধরেই সম্পর্কে রয়েছেন অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও জাতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল।

1 / 7
তাঁদের মাখোমাখো প্রেম সবসময়ই সোশ্যাল মিডিয়ার হট টপিক। একান্তে বেশ সময় কাটান এই জুটি। তার ঝলক দেখা যায় তাঁদের সোশ্যাল মিডিয়া জুড়েই।

তাঁদের মাখোমাখো প্রেম সবসময়ই সোশ্যাল মিডিয়ার হট টপিক। একান্তে বেশ সময় কাটান এই জুটি। তার ঝলক দেখা যায় তাঁদের সোশ্যাল মিডিয়া জুড়েই।

2 / 7
 তাঁদের প্রেম এ বার পূর্ণতা পেতে চলেছে। আর এই নিয়েই বি-টাউনে গুঞ্জন এখন তুঙ্গে।

তাঁদের প্রেম এ বার পূর্ণতা পেতে চলেছে। আর এই নিয়েই বি-টাউনে গুঞ্জন এখন তুঙ্গে।

3 / 7
শোনা যাচ্ছে চলতি বছরের জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন  রাহুল ও আথিয়া।

শোনা যাচ্ছে চলতি বছরের জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাহুল ও আথিয়া।

4 / 7
 গত বছর এপ্রিলে নিজের বাড়ি 'ভাসতু'-তেই বিয়ে সেড়ে নিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

গত বছর এপ্রিলে নিজের বাড়ি 'ভাসতু'-তেই বিয়ে সেড়ে নিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

5 / 7
এ বার তাঁদের দেখানো রাস্তাতেই হাঁটতে চলেছেন রাহুল-আথিয়া। সূত্রের খবর, সুনীল শেট্টির বিলাসবহুল বাংলোতেই হবে তাঁদের বিবাহের অনুষ্ঠান।

এ বার তাঁদের দেখানো রাস্তাতেই হাঁটতে চলেছেন রাহুল-আথিয়া। সূত্রের খবর, সুনীল শেট্টির বিলাসবহুল বাংলোতেই হবে তাঁদের বিবাহের অনুষ্ঠান।

6 / 7
পাহাড়ে ঘেরা সুন্দর বাংলোতে পরিজনদের নিয়েই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। তবে বিয়ের তারিখ এখনও প্রকাশ্যে আনেননি এই জুটি।

পাহাড়ে ঘেরা সুন্দর বাংলোতে পরিজনদের নিয়েই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। তবে বিয়ের তারিখ এখনও প্রকাশ্যে আনেননি এই জুটি।

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla