Bangla News » Photo gallery » Cricketer KL Rahul and Suniel Shetty's daughter Athiya Shetty to follow Ranbir and Alia's footsteps with wedding
KL Rahul-Athiya Shetty Wedding: আলিয়া-রণবীরের দেখানো পথেই হাঁটতে চলেছেন আথিয়া ও রাহুল
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Updated on: Jan 06, 2023 | 5:27 PM
Celebrity Wedding: তাঁদের মাখোমাখো প্রেম সবসময়ই সোশ্যাল মিডিয়ার হট টপিক। চলতি বছরের জানুয়ারিতেই কি বিয়ে করছেন রাহুল ও আথিয়া?
Jan 06, 2023 | 5:27 PM
বেশ কিছু বছর ধরেই সম্পর্কে রয়েছেন অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি ও জাতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল।
তাঁদের মাখোমাখো প্রেম সবসময়ই সোশ্যাল মিডিয়ার হট টপিক। একান্তে বেশ সময় কাটান এই জুটি। তার ঝলক দেখা যায় তাঁদের সোশ্যাল মিডিয়া জুড়েই।
তাঁদের প্রেম এ বার পূর্ণতা পেতে চলেছে। আর এই নিয়েই বি-টাউনে গুঞ্জন এখন তুঙ্গে।
শোনা যাচ্ছে চলতি বছরের জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাহুল ও আথিয়া।
গত বছর এপ্রিলে নিজের বাড়ি 'ভাসতু'-তেই বিয়ে সেড়ে নিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
এ বার তাঁদের দেখানো রাস্তাতেই হাঁটতে চলেছেন রাহুল-আথিয়া। সূত্রের খবর, সুনীল শেট্টির বিলাসবহুল বাংলোতেই হবে তাঁদের বিবাহের অনুষ্ঠান।
পাহাড়ে ঘেরা সুন্দর বাংলোতে পরিজনদের নিয়েই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। তবে বিয়ের তারিখ এখনও প্রকাশ্যে আনেননি এই জুটি।