Cristiano Ronaldo: ক্লাব ফুটবলে ‘সিআর ৭০০’, জিতল ম্যান ইউ

Manchester United : অপমানের জবাব গোলে। ক্লাব কেরিয়ারে ৭০০ গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইংলিশ প্রিমিয়ার লিগে গত আধডজন ম্যাচের মধ্যে পাঁচটি জয়। এভারটনের বিরুদ্ধে ২-১ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

| Edited By: | Updated on: Oct 10, 2022 | 7:30 AM
অপমানের জবাব গোলে। ক্লাব কেরিয়ারে ৭০০ গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। এই ম্যাচেও প্রথম একাদশে রাখা হয়নি সিআরসেভেন-কে। (ছবি : টুইটার)

অপমানের জবাব গোলে। ক্লাব কেরিয়ারে ৭০০ গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। এই ম্যাচেও প্রথম একাদশে রাখা হয়নি সিআরসেভেন-কে। (ছবি : টুইটার)

1 / 5
ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) গত আধডজন ম্যাচের মধ্যে পাঁচটি জয়। এভারটনের বিরুদ্ধে ২-১ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। (ছবি : টুইটার)

ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) গত আধডজন ম্যাচের মধ্যে পাঁচটি জয়। এভারটনের বিরুদ্ধে ২-১ জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। (ছবি : টুইটার)

2 / 5
এভারটনের (Everton) বিরুদ্ধে ম্যাচের মাত্র ৫ মিনিটেই অ্যালেক্স আয়োবির গোলে পিছিয়ে পড়ে ম্যান ইউ। ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা করে তারা। (ছবি : টুইটার)

এভারটনের (Everton) বিরুদ্ধে ম্যাচের মাত্র ৫ মিনিটেই অ্যালেক্স আয়োবির গোলে পিছিয়ে পড়ে ম্যান ইউ। ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা করে তারা। (ছবি : টুইটার)

3 / 5
 ম্যাচের ১৫ মিনিটে সমতা ফেরান ম্যান ইউয়ের ব্রাজিলিয় তারকা অ্যান্টনি স্যান্টোস। ম্যাচের ২৯ মিনিটে অ্যান্থনি মার্শালের পরিবর্তে নামানো হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। (ছবি : টুইটার)

ম্যাচের ১৫ মিনিটে সমতা ফেরান ম্যান ইউয়ের ব্রাজিলিয় তারকা অ্যান্টনি স্যান্টোস। ম্যাচের ২৯ মিনিটে অ্যান্থনি মার্শালের পরিবর্তে নামানো হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। (ছবি : টুইটার)

4 / 5
রোনাল্ডো নামতেই ম্যাচের মোড় ঘোরে। প্রথমার্ধের শেষ মুহূর্তে ক্লাব কেরিয়ারের ৭০০তম গোল রোনাল্ডোর (CR7)। এই গোলই জয়সূচক হয়ে দাঁড়ায়। (ছবি : টুইটার)

রোনাল্ডো নামতেই ম্যাচের মোড় ঘোরে। প্রথমার্ধের শেষ মুহূর্তে ক্লাব কেরিয়ারের ৭০০তম গোল রোনাল্ডোর (CR7)। এই গোলই জয়সূচক হয়ে দাঁড়ায়। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: