মশলা চায়ের জনপ্রিয়তা যেমন ভারতে রয়েছে তেমনই এখানে পাওয়া যায় মশলা চায়ের স্বাদের আইসক্রিম। আইসক্রিমের মধ্যে ব্ল্যাক টি, দারুচিনি, লবঙ্গ, এলাচ ও আদার স্বাদ পাওয়া যায়।
মিষ্টি পানের স্বাদ আইসক্রিমের রূপে পেতে চান? তাহলে খেয়ে দেখতে পারেন মিঠা পান আইসক্রিম।
কলকাতার জনপ্রিয় মিষ্টি রাজভোগ। এক মিষ্টি থেকে অন্য ডেজার্ট হওয়ার গল্প আপনি রাজভোগের আইসক্রিমেই খুঁজে পাবে।
ফুচকার নাম শুনলেই জিভে জল আসে? ভারতের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুডের তালিকায় থাকা এই খাবার আপনি আইসক্রিমের স্বাদেও পাবেন। কারণ ভারতে পাওয়া যায় পানি পুরি আইসক্রিম।
শীতকালের নলেন গুড় কার না প্রিয় বলুন তো! কিন্তু শীতকাল ছাড়া খাওয়ার উপায় নেই কে বলল? এখন আপনি যে কোনও দোকানে সারাবছর পেয়ে যাবেন নলেন গুড়ের আইসক্রিম।
ঝালের সঙ্গে মিষ্টি? কেমন কম্নিনেশনটা বলুন তো! তাই ভারতে পাওয়া যায় কাঁচা লঙ্কার স্বাদের আইসক্রিম।
ডাবের স্বাদ আইসক্রিমে খুঁজছেন? সেটাও পাবেন এই দেশে। ডাবের ক্রিমি নির্যাস দিয়ে তৈরি করা হয় কোকোনাট আইসক্রিম।