Vikalp Scheme: টিকিট Waiting List-এ থাকলে অন্য ট্রেনের ব্যবস্থা করে দেবে রেলই, কীভাবে পাবেন জেনে নিন

Indian Railways: বিকল্প অপশন বাছলে, আপনার বুকিং করা ট্রেন ছাড়ার সময় থেকে ৩০ মিনিট থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে আপনার বোর্ডিং ও গন্তব্য স্টেশন পরিবর্তিত হতে পারে।

| Updated on: May 11, 2024 | 2:18 PM
প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে সফর করেন। তবে ট্রেনের টিকিট কাটলেই যে কনফার্ম টিকিট মিলবে, এমন কোনও গ্যারান্টি নেই। অনেকেরই টিকিট ওয়েটিং লিস্ট বা আরএসি-তে থাকে।

প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে সফর করেন। তবে ট্রেনের টিকিট কাটলেই যে কনফার্ম টিকিট মিলবে, এমন কোনও গ্যারান্টি নেই। অনেকেরই টিকিট ওয়েটিং লিস্ট বা আরএসি-তে থাকে।

1 / 8
আপনারও যদি টিকিট কনফার্ম না হয়, তবে চিন্তার কারণ নেই। রেলওয়েই আপনাকে বিকল্প ট্রেনের ব্যবস্থা করে দেবে। এর জন্য দিতে হবে না কোনও অতিরিক্ত টাকাও। ভারতীয় রেলের এই সুবিধা ব্যবস্থার কথা কি জানেন?

আপনারও যদি টিকিট কনফার্ম না হয়, তবে চিন্তার কারণ নেই। রেলওয়েই আপনাকে বিকল্প ট্রেনের ব্যবস্থা করে দেবে। এর জন্য দিতে হবে না কোনও অতিরিক্ত টাকাও। ভারতীয় রেলের এই সুবিধা ব্যবস্থার কথা কি জানেন?

2 / 8
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ভারতীয় রেল এনেছে 'বিকল্প' স্কিম। এই স্কিমে কোনও যাত্রীর যদি টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তবে তাঁকে বিকল্প ট্রেনে যাত্রার অপশন দেওয়া হবে।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ভারতীয় রেল এনেছে 'বিকল্প' স্কিম। এই স্কিমে কোনও যাত্রীর যদি টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তবে তাঁকে বিকল্প ট্রেনে যাত্রার অপশন দেওয়া হবে।

3 / 8
এই স্কিমে মোট ৭টি ট্রেনের বিকল্প অপশন দেওয়া হয়, যা প্রায় একই রুটের বা ওই যাত্রীর নির্দিষ্ট স্টেশনের উপর দিয়ে যাবে।

এই স্কিমে মোট ৭টি ট্রেনের বিকল্প অপশন দেওয়া হয়, যা প্রায় একই রুটের বা ওই যাত্রীর নির্দিষ্ট স্টেশনের উপর দিয়ে যাবে।

4 / 8
 বিকল্প অপশন বাছলে, আপনার বুকিং করা ট্রেন ছাড়ার সময় থেকে ৩০ মিনিট থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে আপনার বোর্ডিং ও গন্তব্য স্টেশন পরিবর্তিত হতে পারে।

বিকল্প অপশন বাছলে, আপনার বুকিং করা ট্রেন ছাড়ার সময় থেকে ৩০ মিনিট থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে আপনার বোর্ডিং ও গন্তব্য স্টেশন পরিবর্তিত হতে পারে।

5 / 8
মাথায় রাখা দরকার, বিকল্প অপশন বেছে নেওয়া মানেই আপনি অন্য ট্রেনে যে কনফার্ম টিকিট পাবেন, এমন নয়।

মাথায় রাখা দরকার, বিকল্প অপশন বেছে নেওয়া মানেই আপনি অন্য ট্রেনে যে কনফার্ম টিকিট পাবেন, এমন নয়।

6 / 8
যদি কোনও যাত্রী বিকল্প ট্রেনে যাত্রার সিদ্ধান্ত নেন, তবে এর জন্য কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। যদি প্রথমে বুকিং করা ট্রেনের টিকিটের মূল্য বিকল্প ট্রেনের টিকিটের তুলনায় কম বা বেশি হয়, সেক্ষেত্রেও অতিরিক্ত টাকা দিতে বা টাকা রিফান্ড হবে না।

যদি কোনও যাত্রী বিকল্প ট্রেনে যাত্রার সিদ্ধান্ত নেন, তবে এর জন্য কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। যদি প্রথমে বুকিং করা ট্রেনের টিকিটের মূল্য বিকল্প ট্রেনের টিকিটের তুলনায় কম বা বেশি হয়, সেক্ষেত্রেও অতিরিক্ত টাকা দিতে বা টাকা রিফান্ড হবে না।

7 / 8
যদি কেউ বিকল্প ট্রেনে যাত্রার অপশন বেছেও, শেষ মুহূর্তে সফর করতে না পারেন, তবে টিডিআর আবেদন পাঠিয়ে তিনি টিকিটের দাম রিফান্ড পেতে পারেন।

যদি কেউ বিকল্প ট্রেনে যাত্রার অপশন বেছেও, শেষ মুহূর্তে সফর করতে না পারেন, তবে টিডিআর আবেদন পাঠিয়ে তিনি টিকিটের দাম রিফান্ড পেতে পারেন।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...