Amitabh Bachchan: ‘গালাগালি করিনি, কখনও করতেও পারব না’, এই বলে পারিশ্রমিক নিতে অস্বীকার করেছিলেন অমিতাভ

Kaante: ২২ বছর আগে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি 'কাঁটে'। সেই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, সুনীল শেট্টি, লাকি আলি, মহেশ মঞ্জরেকর, কুমার গৌরবরা।

| Edited By: | Updated on: Dec 21, 2022 | 12:52 PM
২২ বছর আগে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি 'কাঁটে'। সেই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, সুনীল শেট্টি, লাকি আলি, মহেশ মঞ্জরেকর, কুমার গৌরবরা।

২২ বছর আগে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি 'কাঁটে'। সেই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, সুনীল শেট্টি, লাকি আলি, মহেশ মঞ্জরেকর, কুমার গৌরবরা।

1 / 6
এই ছবির শুটিংয়ের সময় বেশকিছু সমস্যা হয়েছিল। সেই সময় অমিতাভ বলেছিলেন তিনি কোনও টাকাই নেবেন না। কিন্তু কেন পারিশ্রমিক নিতে অস্বীকার করেছিলেন বিগ বি?

এই ছবির শুটিংয়ের সময় বেশকিছু সমস্যা হয়েছিল। সেই সময় অমিতাভ বলেছিলেন তিনি কোনও টাকাই নেবেন না। কিন্তু কেন পারিশ্রমিক নিতে অস্বীকার করেছিলেন বিগ বি?

2 / 6
এর কারণ জানিয়েছেন ছবির পরিচালক সঞ্জয় গুপ্তা। তিনি বলেছেন, "অমিতাভ বচ্চন আমাকে আড়ালে টেনে নিয়ে বলেছিলেন ছবিতে কিছুতেই গালাগালি করতে পারবে না। অতীতে তিনি গালাগালি করেননি কোনও ছবিতে এবং ভবিষ্যতেও করতেও পারবেন না। যদিও অন্যের গালাগালি নিয়ে তাঁর আপত্তি নেই।"

এর কারণ জানিয়েছেন ছবির পরিচালক সঞ্জয় গুপ্তা। তিনি বলেছেন, "অমিতাভ বচ্চন আমাকে আড়ালে টেনে নিয়ে বলেছিলেন ছবিতে কিছুতেই গালাগালি করতে পারবে না। অতীতে তিনি গালাগালি করেননি কোনও ছবিতে এবং ভবিষ্যতেও করতেও পারবেন না। যদিও অন্যের গালাগালি নিয়ে তাঁর আপত্তি নেই।"

3 / 6
"গালাগালি করতে পারবেন না বলে ছবির পারিশ্রমিক নিতে চাননি অমিতাভ। আমার মনে হয় বিষয়টি দারুণ আভিজাত্যপূর্ণ ছিল", বলে চলেন সঞ্জয়। তারপর কী হয়?

"গালাগালি করতে পারবেন না বলে ছবির পারিশ্রমিক নিতে চাননি অমিতাভ। আমার মনে হয় বিষয়টি দারুণ আভিজাত্যপূর্ণ ছিল", বলে চলেন সঞ্জয়। তারপর কী হয়?

4 / 6
এত কিছুর পরও ছবিতে একটি 'গালাগালি' ব্যবহার করেছিলেন অমিতাভ। জানিয়েছেন পরিচালক। ছবিতে অভিনয় করেছিলেন কুমার গৌরব। তিনিও পারিশ্রমিক নেননি। লস অ্যাঞ্জেসে শুটিং হচ্ছিল। বাজেট বেড়ে যায়। আর্থিক টানাটানি হয়েছিল সেই সময়।

এত কিছুর পরও ছবিতে একটি 'গালাগালি' ব্যবহার করেছিলেন অমিতাভ। জানিয়েছেন পরিচালক। ছবিতে অভিনয় করেছিলেন কুমার গৌরব। তিনিও পারিশ্রমিক নেননি। লস অ্যাঞ্জেসে শুটিং হচ্ছিল। বাজেট বেড়ে যায়। আর্থিক টানাটানি হয়েছিল সেই সময়।

5 / 6
অনেকে মনে করেন কোয়েন্টিন ট্যারান্টিনোর 'রিসার্ভয়ার ডগস' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে 'কাঁটে'। ছবিটি দেখেছেন ট্যারান্টিনোও। তারপর তিনি বলেছিলেন, তাঁর অনেক ছবির মধ্যে 'কাঁটে'ই শ্রেষ্ঠ অনুপ্রাণিত ছবি।

অনেকে মনে করেন কোয়েন্টিন ট্যারান্টিনোর 'রিসার্ভয়ার ডগস' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে 'কাঁটে'। ছবিটি দেখেছেন ট্যারান্টিনোও। তারপর তিনি বলেছিলেন, তাঁর অনেক ছবির মধ্যে 'কাঁটে'ই শ্রেষ্ঠ অনুপ্রাণিত ছবি।

6 / 6
Follow Us: