স্থানীয় পরিবেশ প্রেমী রমেশ মাহালী বলেন, ‘হাতির দলকে কখনই উত্যক্ত করা উচিত নয়। সংঘাতের ঘটনা ঘটতে পারে। দলটিতে শাবক থাকার জন্য গতি কিছুটা কম ছিল।’ গ্রামবাসী ফজলুল আলম বলেন, ‘রাতে হাতির বড়ো দল এসেছিল। হাতির দল ধান খেয়ে ফেলছে। পাশাপাশি প্রচুর ধান নষ্টও হচ্ছে। এবার ধান চাষ কম হয়েছে। গ্রামবাসীদের সমস্যাও বাড়ছে। বন্যপ্রাণ বিভাগ এলাকায় টহল বাড়ালে সকলেই উপকৃত হবেন। মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের দীপেন সুব্বা বলেন, "আমরা এলাকায় পৌঁছে নজরদারির রেখেছি। বাসিন্দাদের বোঝানো হচ্ছে। মাল থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে।"