Euro 2020: আজ ওয়েম্বলির আকর্ষণ শার্লট, ইভা, কোলরাও
আজ, রবিবার ওয়েম্বলিতে মেগা ম্যাচ। বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার (Croatia) মুখে নামছে ইংল্যান্ড (England)। ওয়েম্বলির দিকে যেমন সকলের নজর থাকবে, মাঠের বাইরেও বেশ কয়েকজনের ওপর নজর থাকবে। ইউরো (EURO) নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা বরাবরই তুঙ্গে। পাশাপাশি এই সময় নজর কাড়ে ফুটবলারদের ওয়াগসরা (Wags)। তারকা ফুটবলারদের স্ত্রী ও বান্ধবীরাই হলেন ওয়াগস। গোটা ইউরোতে কিন্তু নজর থাকবে হাই প্রোফাইল ফুটবলারদের ওয়াগসদের ওপর। আজ লন্ডনে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচের আগে দেখে নেওয়া যাক দুই দলের কয়েকজন ফুটবলারদের ওয়াগসদের..
Most Read Stories