UEFA Women’s EURO Cup 2022: ইউরো কাপে সিংহীদের গর্জন, জার্মানিকে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ওয়েম্বলি স্টেডিয়ামে মেয়েদের ইউরো কাপের ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও জার্মানি। আট বারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে এই প্রথম বার ট্রফির স্বাদ পেল ইংল্যান্ড।

| Edited By: | Updated on: Aug 01, 2022 | 5:01 PM
ওয়েম্বলি স্টেডিয়ামে মেয়েদের ইউরো কাপের ফাইনালের (UEFA Women's EURO Cup) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড (England) ও জার্মানি (Germany)। আট বারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে এই প্রথম বার ট্রফির স্বাদ পেল ইংল্যান্ড। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো টুইটার)

ওয়েম্বলি স্টেডিয়ামে মেয়েদের ইউরো কাপের ফাইনালের (UEFA Women's EURO Cup) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড (England) ও জার্মানি (Germany)। আট বারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে এই প্রথম বার ট্রফির স্বাদ পেল ইংল্যান্ড। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো টুইটার)

1 / 6
গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। ৬২ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে প্রথম বল জালে জড়ান এলা টুনে (Ella Toone) (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। ৬২ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে প্রথম বল জালে জড়ান এলা টুনে (Ella Toone) (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

2 / 6
এলার গোলের ঠিক ১৭ মিনিট পর, ৭৯ মিনিট জার্মানিকে আশা জাগিয়ে সমতায় ফেরান লিনা মাগুল (Lina Magull)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

এলার গোলের ঠিক ১৭ মিনিট পর, ৭৯ মিনিট জার্মানিকে আশা জাগিয়ে সমতায় ফেরান লিনা মাগুল (Lina Magull)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

3 / 6
৯০ মিনিটে স্কোরলাইন ১-১ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়েই সিংহীরা করে বাজিমাত।  (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

৯০ মিনিটে স্কোরলাইন ১-১ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়েই সিংহীরা করে বাজিমাত। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

4 / 6
এরপর ম্যাচের ১১০ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেন চোলে কেলি (Chloe Kelly)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

এরপর ম্যাচের ১১০ মিনিটের মাথায় ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেন চোলে কেলি (Chloe Kelly)। (ছবি-ইংল্যান্ড মহিলা ফুটবল দল টুইটার)

5 / 6
এ বারের মেয়েদের ইউরো কাপের টুর্নামেন্টের সেরার পুরস্কার পেয়েছেন বেথ মেড (BETH MEAD)। টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা (৬টি) তিনি। ৪টি গোল করতে সহায়তা করেছেন। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো টুইটার)

এ বারের মেয়েদের ইউরো কাপের টুর্নামেন্টের সেরার পুরস্কার পেয়েছেন বেথ মেড (BETH MEAD)। টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা (৬টি) তিনি। ৪টি গোল করতে সহায়তা করেছেন। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো টুইটার)

6 / 6
Follow Us: