কাঠফাটা গরমে হাঁসফাঁস করছেন? ৫ মিনিট বাইরে বের হলেও, ঘরে এসে চালিয়ে দিতে চলে এসি-ফ্যান। এদিকে, ঘন ঘন এসি চালানোর জেরে কম্প্রেসারে পড়ছে চাপ। চড়চড়িয়ে বাড়ছে বিদ্যুতের বিল। এসির বিল কমাবেন নাকি গরমে শান্তি খুঁজবেন, তা ভেবেই মাথার ঘাম পায়ে পড়ছে।
যাদের বাড়িতে এসি নেই, তাদের কিন্তু চিন্তার কারণ নেই। এই গরমে কষ্ট পেতে হবে না আর। শুধু তার জন্য মানতে হবে কয়েকটি ট্রিকস। প্রথমেই বাড়িতে ব্যবহার করুন এনার্জি এফিসিয়েন্ট ফ্যান। এই আধুনিক ফ্যান একদিকে যেমন বিদ্যুৎ সঞ্চয় করে, তেমনই আবার ঘর ঠান্ডাও করে সহজে। এই ফ্যানের আরেকটি সুবিধা হল, বেশিক্ষণ চললেও, ফ্যান থেকে বেশি তাপ বা হিট উৎপাদন হয় না।
ঘর ঠান্ডা রাখতে ভেন্টিলেটর ব্যবহার করুন। যখন মনে হবে, ঘরে গরম হাওয়া তৈরি হয়েছে, ভেন্টিলেশন ফ্য়ান চালিয়ে দিন। ফ্যান না থাকলে, জানালাও খুলে দিতে পারেন।
কুলারের মতো ঘর ঠান্ডা করতে চাইলে, স্ট্যান্ড ফ্যানের সামনে একটি বড় বাটিতে বরফ রাখুন। গরমে বরফ গললেও, ঠান্ডা হাওয়া কিছুক্ষণেই ছড়িয়ে পড়বে ঘরে।
দিনের বেলায় আলো নিভিয়ে রাখুন। এতে বিদ্যুতও সাশ্রয় হবে, পাশাপাশি ঘরও ঠান্ডা থাকবে।
গরমে যেহেতু দেওয়ালেও তাপ শোষিত হয়, তাই ঘর ঠান্ডা রাখতে ভোরবেলায় ও বিকেলের পরে সমস্ত জানালা খুলে দিন।
ঘরে ব্যবহার করুন পর্দা, মাদুর। ভারি পর্দায় যেমন রোদের তাপ আটকায়, তেমনই আবার হালকা পর্দায় ফুরফুরে থাকে ঘর। বাড়ির অবস্থান এবং কোথায় কতটা রোদ পড়ে, তার উপর ভিত্তি করে পর্দা ব্যবহার করুন।