Winter Fashion Jewelry: শীতের ফ্যাশানে যোগ করুন এই সব অ্যাক্সেসারিজ়
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Updated on: Jan 12, 2023 | 3:19 PM
Winter Fashion Tips: শীতে মেকআপ ঘেটে যাওয়ার ভয় থাকে না। আর শীত মানেই দেদার পার্টি, ঘোরাফেরা। সুন্দর মেকআপের সঙ্গে সঠিক গয়না না পরলে কিন্তু সাজ সম্পূর্ণ হয় না।
Jan 12, 2023 | 3:19 PM
শীতকাল কিন্তু ফ্যাশান করার জন্য মোক্ষম সময়। কারণ শীতে মেকআপ ঘেটে যাওয়ার ভয় থাকে না। আর শীত মানেই দেদার পার্টি, ঘোরাফেরা। সুন্দর মেকআপের সঙ্গে সঠিক গয়না না পরলে কিন্তু সাজ সম্পূর্ণ হয় না। জেনে নিন শীতের কালেকশনে কোন গয়না রাখবেন...
1 / 6
শীতের আউটফিটের সঙ্গে পার্ল বা মুক্তর গয়না বেশ মানায়। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে ছোট্ট মুক্তর দুল বা ব্রেসলেট পরতেই পারেন। চাইলে মুক্তর চোকারও পরতে পারেন।
2 / 6
স্টাড দুল সারাবছরই ফ্যাশানে ইন। যারা বড় দুল পরতে অপছন্দ করেন এই দুল তাঁদের নিত্যসঙ্গী। শীতের আউটফিটের সঙ্গে এই ছোট্ট স্টাড দুল খুব ভাল মানায়।
3 / 6
চোকার এখন ভীষণ ট্রেন্ডিং। শীতের পোশাকের সঙ্গে চোকার পরতেই পারেন মন্দ দেখাবে না।
4 / 6
শীতে মানেই বিয়েবাড়ি লেগেই থাকে। শীতকালে হাই নেক সোয়েটারের সঙ্গে শাড়ি বেশ স্মার্ট লুক দেয়। এর সঙ্গে কী দুল পরবেন ভাবছেন তো? যে কোনও পাথরের গয়না এক্ষেত্রে আপনি পরতে পারেন।
5 / 6
শীতের আউটফিটের সঙ্গে গলায় একটি চেন পরুন। সঙ্গে ছোট্ট একটি লকেট হলে আরও ভাল হয়। যাঁরা নেকপিস পরতে ভালবাসেন তাঁরা দুই থাকের মেটাল বা অক্সিডাইজ়ড নেকপিস পরতে পারেন।