UEFA Women’s EURO Cup 2022: গতবারের চ্যাম্পিয়ন ডাচদের হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মেয়েদের ইউরো কাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া চতুর্থ দল হল ফ্রান্স। গত বারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে দিল ফ্রান্স। নিউ ইয়র্ক স্টেডিয়ামে ফ্রান্সের হয়ে এক মাত্র গোলটি করেছেন ইভ পেরিসেট। এ বার ২৮ জুলাই জার্মানির বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফ্রান্স।

| Edited By: | Updated on: Jul 24, 2022 | 1:25 PM
মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) সেমিফাইনালে জায়গা করে নেওয়া চতুর্থ দল হল ফ্রান্স (France)। গত বারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে (Netherlands) কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে দিল ফ্রান্স।  (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) সেমিফাইনালে জায়গা করে নেওয়া চতুর্থ দল হল ফ্রান্স (France)। গত বারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে (Netherlands) কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে দিল ফ্রান্স। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

1 / 5
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। তবে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে।  (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। তবে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

2 / 5
পুরো ম্যাচ জুড়ে বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন ডাচ গোলকিপার ড্যাফনে ভ্যান ডমসেলার (Daphne van Domselaar)।  (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

পুরো ম্যাচ জুড়ে বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন ডাচ গোলকিপার ড্যাফনে ভ্যান ডমসেলার (Daphne van Domselaar)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

3 / 5
গোলশূন্য অবস্থায় ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর তিন মিনিট সংযুক্ত সময় দেওয়া হয়। তাতেও স্কোরলাইন গোলশূন্য থাকায় অতিরিক্ত সময় যোগ করা হয়।  (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

গোলশূন্য অবস্থায় ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর তিন মিনিট সংযুক্ত সময় দেওয়া হয়। তাতেও স্কোরলাইন গোলশূন্য থাকায় অতিরিক্ত সময় যোগ করা হয়। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

4 / 5
ম্যাচের অতিরিক্ত সময়ে নিউ ইয়র্ক স্টেডিয়ামে ফ্রান্সের হয়ে পেনাল্টি থেকে এক মাত্র গোলটি করেছেন ইভ পেরিসেট (Eve Perisset)। এ বার ২৮ জুলাই জার্মানির বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফ্রান্স। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

ম্যাচের অতিরিক্ত সময়ে নিউ ইয়র্ক স্টেডিয়ামে ফ্রান্সের হয়ে পেনাল্টি থেকে এক মাত্র গোলটি করেছেন ইভ পেরিসেট (Eve Perisset)। এ বার ২৮ জুলাই জার্মানির বিরুদ্ধে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ফ্রান্স। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

5 / 5
Follow Us: