AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Qatar 2022 Photo Gallery: যে মহাতারকাদের দেখতে পাবে না কাতার বিশ্বকাপ

যে মহাতারকাদের দেখা যাবে না কাতার বিশ্বকাপে...

| Edited By: | Updated on: Nov 08, 2022 | 12:02 PM
Share
আর্লিং হালান্ড। নরওয়ের এই ফুটবলারের আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাব হয়েছিল মাত্র ১৯ বছর বয়সে। ২৩ ম্যাচে ২১ গোল করেছেন তিনি। কিন্তু তাঁর দেশ নরওয়ে কাতারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই দোহায় দেখা যাবে না হালান্ডকে।

আর্লিং হালান্ড। নরওয়ের এই ফুটবলারের আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাব হয়েছিল মাত্র ১৯ বছর বয়সে। ২৩ ম্যাচে ২১ গোল করেছেন তিনি। কিন্তু তাঁর দেশ নরওয়ে কাতারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই দোহায় দেখা যাবে না হালান্ডকে।

1 / 10
মহম্মদ সালাহ। মিশরের এই স্ট্রাইকারকেও দেখা যাবে না কাতারে। মিশর যোগত্যা অর্জন করতে পারেনি।

মহম্মদ সালাহ। মিশরের এই স্ট্রাইকারকেও দেখা যাবে না কাতারে। মিশর যোগত্যা অর্জন করতে পারেনি।

2 / 10
ডেভিড আলাবা। অস্ট্রিয়া যোগ্যতা অর্জন করতে না পারায় এই ফুটবলারকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে।

ডেভিড আলাবা। অস্ট্রিয়া যোগ্যতা অর্জন করতে না পারায় এই ফুটবলারকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে।

3 / 10
ইটালির গোলকিপার গিয়ানলুঙ্গি দোন্নারুম্মাকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে। বুফোঁ উত্তরসূরি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও ইটালি এ বার কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি।

ইটালির গোলকিপার গিয়ানলুঙ্গি দোন্নারুম্মাকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে। বুফোঁ উত্তরসূরি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও ইটালি এ বার কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি।

4 / 10
মার্টিন ওদেগার্ড। নরওয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন না করতে পারায় মার্টিনের খেলা হবে না কাতার বিশ্বকাপে।

মার্টিন ওদেগার্ড। নরওয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন না করতে পারায় মার্টিনের খেলা হবে না কাতার বিশ্বকাপে।

5 / 10
রিয়াধ মাহরেজ। আলজেরিয়ার এই খেলোয়াড়কেও মিস করবে কাতার।

রিয়াধ মাহরেজ। আলজেরিয়ার এই খেলোয়াড়কেও মিস করবে কাতার।

6 / 10
ফ্রাঙ্ক কেসি। আইভরি কোস্ট যোগ্যতা অর্জন করতে না পারায় এই ফুটবলারকে খেলতে দেখা যাবে কাতার বিশ্বকাপে।

ফ্রাঙ্ক কেসি। আইভরি কোস্ট যোগ্যতা অর্জন করতে না পারায় এই ফুটবলারকে খেলতে দেখা যাবে কাতার বিশ্বকাপে।

7 / 10
মার্কো ভেরাত্তি। ইটালি যোগ্যতা অর্জন করতে না পারায় এই মিডফিল্ডারের কাতার বিশ্বকাপে খেলা হবে না।

মার্কো ভেরাত্তি। ইটালি যোগ্যতা অর্জন করতে না পারায় এই মিডফিল্ডারের কাতার বিশ্বকাপে খেলা হবে না।

8 / 10
লুইস দিয়াজ। কলম্বিয়ার এই ফুটবলারও খেলতে পারবেন না কাতারে। কলম্বিয়া এই বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে।

লুইস দিয়াজ। কলম্বিয়ার এই ফুটবলারও খেলতে পারবেন না কাতারে। কলম্বিয়া এই বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে।

9 / 10
কাতারে খেলার ছাড়পত্র মেলেনি নাইজেরিয়ার। তাই ভিক্টর ওসিমেনকে দেখা যাবে না বিশ্বকাপে।

কাতারে খেলার ছাড়পত্র মেলেনি নাইজেরিয়ার। তাই ভিক্টর ওসিমেনকে দেখা যাবে না বিশ্বকাপে।

10 / 10