Winter Treks: তুষারে ঢাকা পর্বতের হাতছানি! শীতের দিনেও রোমাঞ্চকর ট্রেকিং করুন এই ৫ জায়গায়

Winter Destinations: তুষারে ঢাকা পর্বত, বরফ জমা চাদরের নিচ দিয়ে কুল কুল করে বয়ে চলা নদী, হাঁটু পর্যন্ট বরফের চাদরের উপর দিয়ে নিজের লক্ষ্য পর্যন্ত হেঁটে চলা, তুষারে ঢাকা বিস্তীর্ণ উপত্যকা ...

| Edited By: | Updated on: Nov 04, 2022 | 7:42 PM
অ্যাডভেঞ্চারপ্রেমীরা বেশিদিন ঘরের মধ্যে আবদ্ধ থাকতে পারেন না । কোনও এক রোমাঞ্চকর অভিযানের নেশায় বেড়িয়ে পড়েন পাহাড়ের আনাচে কানাচে। তা সে শীতকাল হলেও ক্ষতি নেই।

অ্যাডভেঞ্চারপ্রেমীরা বেশিদিন ঘরের মধ্যে আবদ্ধ থাকতে পারেন না । কোনও এক রোমাঞ্চকর অভিযানের নেশায় বেড়িয়ে পড়েন পাহাড়ের আনাচে কানাচে। তা সে শীতকাল হলেও ক্ষতি নেই।

1 / 7
শীতকালে আউটডোর করতে হলে চাই পাহাড়ের প্রতি নেশা। তুষারে ঢাকা পর্বত, বরফ জমা চাদরের নিচ দিয়ে কুল কুল করে বয়ে চলা নদী, হাঁটু পর্যন্ট বরফের চাদরের উপর দিয়ে নিজের লক্ষ্য পর্যন্ত হেঁটে চলা, তুষারে ঢাকা বিস্তীর্ণ উপত্যকা - শীতের ট্রেকিংয়ের জন্য হাতছানি দিলে চলে যান এই ৫ জায়গায়।

শীতকালে আউটডোর করতে হলে চাই পাহাড়ের প্রতি নেশা। তুষারে ঢাকা পর্বত, বরফ জমা চাদরের নিচ দিয়ে কুল কুল করে বয়ে চলা নদী, হাঁটু পর্যন্ট বরফের চাদরের উপর দিয়ে নিজের লক্ষ্য পর্যন্ত হেঁটে চলা, তুষারে ঢাকা বিস্তীর্ণ উপত্যকা - শীতের ট্রেকিংয়ের জন্য হাতছানি দিলে চলে যান এই ৫ জায়গায়।

2 / 7
লাদাখের চাদর ট্রেক- দুঃসাহসিক কিছু ট্রেক রয়েছে, যার মধ্যে চাদর ট্রেক বা জান্সকার গর্জ ট্রেক হল অন্যতম। গোটা ট্রেক লাদাখের হিমায়িত জান্সকার নদীর উপর দিয়ে হেটে চলা। সবচেয়ে কঠিন ট্রেকগুলির মধ্যে অন্যতম। একজন দক্ষ লিডার ছাড়া এখানে ট্রেক করা খুবই ঝুঁকিপূর্ণ।

লাদাখের চাদর ট্রেক- দুঃসাহসিক কিছু ট্রেক রয়েছে, যার মধ্যে চাদর ট্রেক বা জান্সকার গর্জ ট্রেক হল অন্যতম। গোটা ট্রেক লাদাখের হিমায়িত জান্সকার নদীর উপর দিয়ে হেটে চলা। সবচেয়ে কঠিন ট্রেকগুলির মধ্যে অন্যতম। একজন দক্ষ লিডার ছাড়া এখানে ট্রেক করা খুবই ঝুঁকিপূর্ণ।

3 / 7
সিকিমের গোয়েচা লা ট্রেক- এই চ্রেকের জন্য ইউকসোমে আগে পৌঁছাতে হয়। তারপর সেখান থেকেই ট্রেক শুরু হয়। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের পর্বতশৃঙ্গগুলি মনে হতে পারে হাতের নাগালে চলে এসেছে।

সিকিমের গোয়েচা লা ট্রেক- এই চ্রেকের জন্য ইউকসোমে আগে পৌঁছাতে হয়। তারপর সেখান থেকেই ট্রেক শুরু হয়। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের পর্বতশৃঙ্গগুলি মনে হতে পারে হাতের নাগালে চলে এসেছে।

4 / 7
উত্তরাখণ্ডের নাগ টিব্বা ট্রেক- প্রথমবার ট্রেক করা অভিজ্ঞতা নিতে গেলে বা তরুণ ট্রেকারদের কাছে এই নাগ টিব্বা ট্রেক অত্যন্ত জনপ্রিয়। শিশুরাও এখানে যেতে পারে। তবে অবশ্যই একজনের নেতৃত্বে ও নির্দেশিকা মেনে যাওয়া উচিত।

উত্তরাখণ্ডের নাগ টিব্বা ট্রেক- প্রথমবার ট্রেক করা অভিজ্ঞতা নিতে গেলে বা তরুণ ট্রেকারদের কাছে এই নাগ টিব্বা ট্রেক অত্যন্ত জনপ্রিয়। শিশুরাও এখানে যেতে পারে। তবে অবশ্যই একজনের নেতৃত্বে ও নির্দেশিকা মেনে যাওয়া উচিত।

5 / 7
লাদাখের মার্খা ভ্যালি ট্রেক- যারা বেশ কয়েকবার ট্রেক করেছেন, তাদের জন্য এই ট্রেকিং পয়েন্ট পারফেক্ট। হেমিস জাতীয় উদ্যানে বরফের চাদরের হাঁটার পাশাপাশি বন্যপ্রাণী দেখতেও পারেন। তুষার লেপার্ডের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে।

লাদাখের মার্খা ভ্যালি ট্রেক- যারা বেশ কয়েকবার ট্রেক করেছেন, তাদের জন্য এই ট্রেকিং পয়েন্ট পারফেক্ট। হেমিস জাতীয় উদ্যানে বরফের চাদরের হাঁটার পাশাপাশি বন্যপ্রাণী দেখতেও পারেন। তুষার লেপার্ডের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে।

6 / 7
উত্তরাখণ্ডের হর কি দুন ট্রেক- উত্তরকাশী জেলায় অবস্থিত হর কি দুনে ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবল তুষারপাত হয়। বরফ ও পর্বতের সৌন্দর্য উপভোগ করার জন্য সেপ্টেম্বর ও ডিসেম্বরে এই ট্রেকিং রুটটি একবার ঘুরে আসতে পারেন।

উত্তরাখণ্ডের হর কি দুন ট্রেক- উত্তরকাশী জেলায় অবস্থিত হর কি দুনে ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবল তুষারপাত হয়। বরফ ও পর্বতের সৌন্দর্য উপভোগ করার জন্য সেপ্টেম্বর ও ডিসেম্বরে এই ট্রেকিং রুটটি একবার ঘুরে আসতে পারেন।

7 / 7
Follow Us: