Harry Maguire: ‘এই দিনটা আমি কখনও ভুলব না’, বিয়ের ছবি শেয়ার করে লিখলেন হ্যারি ম্যাগুয়ের
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার হ্যারি ম্যাগুয়ের (Harry Maguire) অবশেষে বিয়ের পিড়িতে। মাত্র ১৮ বছর বয়সে প্রথম দেখা হ্যারি ও ফ্রেন হকিন্সের (Fern Hawkins)। অবশেষে ছেলেবেলার বান্ধবীর সঙ্গে সামাজিক বিয়েটাও সেরে নিলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার। কয়েকদিন আগেই গোপনে, পরিবারের কিছু লোকজনের উপস্থিতিতে আইনি বিয়ে করেছিলেন হ্যারি-ফ্রেন।
Most Read Stories