Cause Of Night Sweat: রাতের বেলা ঘুমের মধ্যে দরদরিয়ে ঘামেন? জানুন কী ভয়ঙ্কর রোগের হাতছানি এটি

Night Swats: হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ কমে গেলেও ঘুমের মধ্যে ঘামের সমস্যা হতে পারে। যেসব ডায়াবেটিস রোগীরা রাতের বেলা ইনসুলিন নেন তাঁদের এক্ষেত্রে আগাম সতর্ক থাকতে হবে।

| Edited By: | Updated on: Jun 24, 2023 | 4:34 PM
সারদিনের পরিশ্রমের পর রাতে বিছানায় পিঠ ঠেকালেই ঘুমের দেশে পাড়ি দেয় মানুষ। কিন্তু ঘুমের মধ্যে কোনও কারণ ছাড়াই অত্যন্ত ঘামেন?

সারদিনের পরিশ্রমের পর রাতে বিছানায় পিঠ ঠেকালেই ঘুমের দেশে পাড়ি দেয় মানুষ। কিন্তু ঘুমের মধ্যে কোনও কারণ ছাড়াই অত্যন্ত ঘামেন?

1 / 8
শুধু গরমে নয়, সারাবছর এই সমস্যার শিকার হন বহু মানুষ। দর-দর করে ঘেমে গোটা শরীর জল হয়ে যায়। ফলে ঘুম ভেঙে যায়।

শুধু গরমে নয়, সারাবছর এই সমস্যার শিকার হন বহু মানুষ। দর-দর করে ঘেমে গোটা শরীর জল হয়ে যায়। ফলে ঘুম ভেঙে যায়।

2 / 8
এই সমস্যাকে সেভাবে গুরুত্ব দেন না কেউই। তবে জানেন কি এই লক্ষণ হাতছানি দেয় ভয়ঙ্কর রোগের। জানুন এই বিষয়ে কী বলছে গবেষণা।

এই সমস্যাকে সেভাবে গুরুত্ব দেন না কেউই। তবে জানেন কি এই লক্ষণ হাতছানি দেয় ভয়ঙ্কর রোগের। জানুন এই বিষয়ে কী বলছে গবেষণা।

3 / 8
ওয়েবমেডের মতে, ঘুমের মধ্যে অত্যধিক ঘেমে যাওয়া, ক্যানসারের অন্যতম একটি লক্ষণ। বিশেষত, লিম্ফোমা ক্যানসারের লক্ষণ এটি। আপনার যদি এই সমস্যা হয় তবে অবিলম্বে বিশেষজ্ঞর পরমার্শ নিন।

ওয়েবমেডের মতে, ঘুমের মধ্যে অত্যধিক ঘেমে যাওয়া, ক্যানসারের অন্যতম একটি লক্ষণ। বিশেষত, লিম্ফোমা ক্যানসারের লক্ষণ এটি। আপনার যদি এই সমস্যা হয় তবে অবিলম্বে বিশেষজ্ঞর পরমার্শ নিন।

4 / 8
 আরও এক গবেষণা বলছে,শরীরে সংক্রমণ হলেও ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম হয়। টিউবারকুলোসিস, এন্ডোকার্ডিয়াইটিসের সংক্রমণের ফলে এই ধরনের সমস্যা হতে পারে।

আরও এক গবেষণা বলছে,শরীরে সংক্রমণ হলেও ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম হয়। টিউবারকুলোসিস, এন্ডোকার্ডিয়াইটিসের সংক্রমণের ফলে এই ধরনের সমস্যা হতে পারে।

5 / 8
এছাড়া শরীরে হরমোনের তারতম্য হলেও, এই ধরনের সমস্যা হতে পারে। রাতে ঘুমের মধ্যে যদি ঘামের সমস্যা হয়, তবে হরমোন পরীক্ষা করানো জরুরি।

এছাড়া শরীরে হরমোনের তারতম্য হলেও, এই ধরনের সমস্যা হতে পারে। রাতে ঘুমের মধ্যে যদি ঘামের সমস্যা হয়, তবে হরমোন পরীক্ষা করানো জরুরি।

6 / 8
কমবেশি সব মহিলাই মেনোপজ বা ঋতুবন্ধের সঙ্গে পরিচিত হন। মেনোপজের শিকার হলেও ঘুমের মধ্যে ঘামের সমস্যা হয়।

কমবেশি সব মহিলাই মেনোপজ বা ঋতুবন্ধের সঙ্গে পরিচিত হন। মেনোপজের শিকার হলেও ঘুমের মধ্যে ঘামের সমস্যা হয়।

7 / 8
হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ কমে গেলেও ঘুমের মধ্যে ঘামের সমস্যা হতে পারে। যেসব ডায়াবেটিস রোগীরা রাতের বেলা ইনসুলিন নেন তাঁদের এক্ষেত্রে আগাম সতর্ক থাকতে হবে।

হঠাৎ করে রক্তে শর্করার পরিমাণ কমে গেলেও ঘুমের মধ্যে ঘামের সমস্যা হতে পারে। যেসব ডায়াবেটিস রোগীরা রাতের বেলা ইনসুলিন নেন তাঁদের এক্ষেত্রে আগাম সতর্ক থাকতে হবে।

8 / 8
Follow Us: