IPL 2022 Auction: নিলামে যে প্রাক্তনদের পিছনে ছুটতে পারে কেকেআর

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Dec 05, 2021 | 5:40 PM

আইপিএল-১৪-তে (IPL) কাপের এক্কেবারে কাছে গিয়েও স্পর্শ করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে আসন্ন আইপিএলে নাইটরা ভাগ্য ফেরাতে মরিয়া। যে কারণে নাইট শিবিরে নানা সমীকরণ দিয়ে নিলাম থেকে ক্রিকেটার কেনার ছক কষা চলছে। আইপিএলের মেগা নিলামে নজরে থাকতে পারেন কেকেআরে (KKR) অতীতে খেলা যে ক্রিকেটাররা দেখুন ছবিতে...

Dec 05, 2021 | 5:40 PM
ট্রেন্ট বোল্ট - কেকেআরের হয়ে বোল্ট এর আগে ২০১৭ সালে খেলেছিলেন। গত আইপিএলে তিনি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছিলেন। এই প্রাক্তন নাইটকে কেনার জন্য নিলামে বিড করতে পারে কেকেআর। (ছবি-কেকেআর ইন্সটাগ্রাম)

ট্রেন্ট বোল্ট - কেকেআরের হয়ে বোল্ট এর আগে ২০১৭ সালে খেলেছিলেন। গত আইপিএলে তিনি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছিলেন। এই প্রাক্তন নাইটকে কেনার জন্য নিলামে বিড করতে পারে কেকেআর। (ছবি-কেকেআর ইন্সটাগ্রাম)

1 / 4
মণীশ পান্ডে - কেকেআরের হয়ে মণীশ এর আগে ২০১৪-২০১৭ সাল অবধি খেলেছিলেন। আইপিএল-১৪-তে তিনি সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছিলেন। এই মরসুমে নিলাম থেকে মণীশকে কেনার জন্য ঝাঁপাতে পারে নাইটরা। (ছবি-কেকেআর ইন্সটাগ্রাম)

মণীশ পান্ডে - কেকেআরের হয়ে মণীশ এর আগে ২০১৪-২০১৭ সাল অবধি খেলেছিলেন। আইপিএল-১৪-তে তিনি সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলেছিলেন। এই মরসুমে নিলাম থেকে মণীশকে কেনার জন্য ঝাঁপাতে পারে নাইটরা। (ছবি-কেকেআর ইন্সটাগ্রাম)

2 / 4
মহম্মদ শামি - গত মরসুমে শামি পঞ্জাব কিংসে খেলেছিলেন। ২০১১-১৩ সালে কেকেআরের জার্সিতে খেলেছিলেন শামি। নাইট রাইডার্সে অতীতে খেলা শামিকে কিনতে পারে কেকেআর। (ছবি-কেকেআর টুইটার)

মহম্মদ শামি - গত মরসুমে শামি পঞ্জাব কিংসে খেলেছিলেন। ২০১১-১৩ সালে কেকেআরের জার্সিতে খেলেছিলেন শামি। নাইট রাইডার্সে অতীতে খেলা শামিকে কিনতে পারে কেকেআর। (ছবি-কেকেআর টুইটার)

3 / 4
ইশান্ত শর্মা - ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসে গত মরসুমে ছিলেন ইশান্ত। তিনিও এর আগে নাইটদের হয়ে আইপিএলে খেলেছেন ২০০৮-১০ সালে। ফলে আসন্ন মেগা নিলামে তাঁর দিকেও নজর থাকতে পারে কেকেআরের। (ছবি-কেকেআর ইন্সটাগ্রাম)

ইশান্ত শর্মা - ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসে গত মরসুমে ছিলেন ইশান্ত। তিনিও এর আগে নাইটদের হয়ে আইপিএলে খেলেছেন ২০০৮-১০ সালে। ফলে আসন্ন মেগা নিলামে তাঁর দিকেও নজর থাকতে পারে কেকেআরের। (ছবি-কেকেআর ইন্সটাগ্রাম)

4 / 4

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla